12/02/2025
ভ্রমণ প্রেমিকদের জন্য সুখবর ।
পুরুলিয়ায় আবার এক নতুন অফ বিট এর খোঁজে , অযোধ্যা পাহাড়ের কোলেই ঠিক অবস্থিত turga dam এখানেই রয়েছে এক সুন্দর রিসোর্ট ও হোটেল শান্তময় পরিবেশ পাহাড়ে ঘেরা সুন্দর জলপ্রপাত পুরোটাই ভিডিওতে কিছু কিছু করে দেখানো আছে।
বাজেট নিয়ে কথা বললে প্রথমেই আসে রুম যা খুব সুন্দরভাবে সাজানো লাক্সারিয়াস যা মাত্র আপনি পেয়ে যাবেন ২৫০০ থেকে 3000 হাজারের মধ্যে। খাবারের জন্য আপনি প্যাকেজ বুকিং করতে পারেন ৮০০ টাকা মাথাপিছু চারবেলা খাওয়া-দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়ার ঘরামো খাবার।
রাত্রি বাসার জন্য ৪০ থেকে ৫০ জনের সুব্যবস্থা রয়েছে এর সাথে প্রত্যেকটি রুমে রুমে টয়লেট দেওয়া আছে বাচ্চাদের জন্য গার্ডেন প্লেস রয়েছে।
এছাড়াও রাত্রি যে বনফায়ার ,ডিজে ,পুরুলিয়া ছৌ নাচ, অনেক কিছু সুব্যবস্থা আছে যার জন্য এক্সট্রা চার্জের পে করতে হয়।
যোগাযোগ ব্যবস্থা বাসস্ট্যান্ড রয়েছে ১০ কিলোমিটার এবং রেল স্টেশন আছে ২৫ কিলোমিটার এর মধ্যে। ক্যাম্প সাইডে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড থেকে বা রেলস্টেশন থেকে আপনি অটো রিজার্ভ করতে পারেন।
এছাড়াও আরো বিস্তারিত জানতে এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে new zazabari eco adventure resort এখানে এদের নাম্বার দেয়া আছে আপনি অগ্রিম কন্টাক্ট করে আসতে পারেন ধন্যবাদ।