17/02/2025
দুর্গাপুরে প্রথমবার এলার্জি টেস্টের আধুনিক চিকিৎসা কেন্দ্র চালু হলো।
______________________________
ধারাবাহিকভাবেই বেড়ে চলেছে দুর্গাপুর শহরের দূষণ। এমনকি দুর্গাপুরের দূষণের মাত্রা ছুঁয়ে ফেলছে দূষণ নগরী দিল্লিকেও। আর এই দূষণের কারণে দুর্গাপুরবাসীর মধ্যে বাড়ছে নানা ধরনের এলার্জি। এলার্জি পরীক্ষার জন্য এই শহরের লোকজনদের কলকাতা সহ বাইরের রাজ্যেও যেতে হয়। তাতে খরচও হয় অনেক। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে "এশিয়ান সেন্টার অফ অনকোলজি অ্যান্ড হেমাটোলজি "। তাদের নতুন সেন্টার আরুষি টাওয়ার, ইউরি গ্যাগারিন পথ,
দুর্গাপুর মুচিপাড়া শিল্প তালুক এলাকায়।
এখানে একই ছাদের নিচে এবার একদিকে ক্যান্সার এর যেমন চিকিৎসা হবে তেমনই বিভিন্ন ধরনের এলার্জি রোগেরও চিকিৎসার সুযোগ থাকছে। এই ক্লিনিকের তরফে ডা. নীলোৎপল ভট্টাচার্য জানান, এলার্জি টেস্টিংয়ের এই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দুর্গাপুরে প্রথমবার শুরু করল তারা। এখানে খুব অল্প খরচেই এই চিকিৎসা করানো যাবে।