News CS

News CS Durgapur web portal Bengali NEWS Channel " NEWS CS". a subsidiary to Chayasurya print media RNI No.

01/07/2025

আবারো একবার এশিয়ান সেন্টার অফ পালমনোলজি অর্গানাইজ করলো এলার্জি ক্যাম্প।

দুর্গাপুরবাসীর জন্য এক দারুণ সুখবর! এখন থেকে প্রতি মাসেই মুচিপাড়া, দুর্গাপুরে এশিয়ান সেন্টার অফ পালমনোলজিতে আয়োজিত হচ্ছে এলার্জি ক্যাম্প।

ছায়াসূর্য সংবাদ পত্রের জুলাই মাসের সংখ্যা প্রকাশিত হয়েছে।
01/07/2025

ছায়াসূর্য সংবাদ পত্রের জুলাই মাসের সংখ্যা প্রকাশিত হয়েছে।

আজ দুর্গাপুরে সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে আইএনটিটিইউসির পোস্টার লঞ্চ।
21/06/2025

আজ দুর্গাপুরে সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে আইএনটিটিইউসির পোস্টার লঞ্চ।

16/06/2025

দুর্গাপুর ছায়াসূর্য ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রবিবারের সকালে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

09/05/2025

দুর্গাপুর ছায়াসূর্য ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম কোষাধ্যক্ষ আশুতোষ আকুরের ২৬ তম জন্মদিন উপলক্ষে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সম্পর্ক ডিপি এল পরিবারের সহযোগিতায়। এই রক্তদান শিবিরে ৯জন মহিলা এবং ১০জন পুরুষ,মোট ১৯ জন রক্তদাতা রক্ত দান করেছেন,শিবিরে মহিলাদের রক্তদানের ব্যাপারে খুব উৎসাহ দেখা দেয়।

"রক্তদান অন্যকে নতুন জীবন বা সুস্থতা প্রদান করে"...তাই ছায়াসূর্যের যুগ্ম কোষাধ্যক্ষ আশুতোষ আকুড়ার জন্মদিন উপলক্ষে ৫-ই ...
02/05/2025

"রক্তদান অন্যকে নতুন জীবন বা সুস্থতা প্রদান করে"...
তাই ছায়াসূর্যের যুগ্ম কোষাধ্যক্ষ আশুতোষ আকুড়ার জন্মদিন উপলক্ষে ৫-ই মে রক্তদান কর্মসূচি পালন হবে। স্থান:-বীরভানপুর সেলাই সেন্টার। সময়:-সকাল ১১ টা।
সহযোগিতা কামনা করি। 🙏🏻

04/04/2025

ঘুম সম্পর্কিত সমস্ত ব্যাধির জন্য পরামর্শ প্রদান ও তার সু চিকিৎসা নিয়ে এই প্রথম দুর্গাপুরের বুকে, দুর্গাপুর মুচিপাড়া শিল্প তালুক এলাকায়
এশিয়ান সেন্টার অফ পালমোনোলজিতে, স্লিপ রিসার্চ ডাক্তার
নীলোৎপল ভট্টাচার্য খুব অল্প খরচে সু চিকিৎসা দিছেন। যা কিনা দূর্গাপুর বাসীর কাছে খুশির খবর।

ছায়াসূর্য সংবাদ পত্রের মার্চ মাসের সংখ্যা প্রকাশিত হয়েছে..
04/03/2025

ছায়াসূর্য সংবাদ পত্রের মার্চ মাসের সংখ্যা প্রকাশিত হয়েছে..

17/02/2025

দুর্গাপুরে প্রথমবার এলার্জি টেস্টের আধুনিক চিকিৎসা কেন্দ্র চালু হলো।
______________________________

ধারাবাহিকভাবেই বেড়ে চলেছে দুর্গাপুর শহরের দূষণ। এমনকি দুর্গাপুরের দূষণের মাত্রা ছুঁয়ে ফেলছে দূষণ নগরী দিল্লিকেও। আর এই দূষণের কারণে দুর্গাপুরবাসীর মধ্যে বাড়ছে নানা ধরনের এলার্জি। এলার্জি পরীক্ষার জন্য এই শহরের লোকজনদের কলকাতা সহ বাইরের রাজ্যেও যেতে হয়। তাতে খরচও হয় অনেক। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে "এশিয়ান সেন্টার অফ অনকোলজি অ্যান্ড হেমাটোলজি "। তাদের নতুন সেন্টার আরুষি টাওয়ার, ইউরি গ্যাগারিন পথ,
দুর্গাপুর মুচিপাড়া শিল্প তালুক এলাকায়।
এখানে একই ছাদের নিচে এবার একদিকে ক্যান্সার এর যেমন চিকিৎসা হবে তেমনই বিভিন্ন ধরনের এলার্জি রোগেরও চিকিৎসার সুযোগ থাকছে। এই ক্লিনিকের তরফে ডা. নীলোৎপল ভট্টাচার্য জানান, এলার্জি টেস্টিংয়ের এই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দুর্গাপুরে প্রথমবার শুরু করল তারা। এখানে খুব অল্প খরচেই এই চিকিৎসা করানো যাবে।

13/02/2025

বাড়ির সামনেই আস্ত সৌন্দর্যের বাহার। রংবেরঙের ফুল থেকে সবজি সবই আছে। পৃথিবীকে সবুজময় করার বার্তা নিয়ে নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলেছেন বধূরা। কথায় আছে যে রাঁধে সে চুল ও বাঁধে। পরিবেশ বাঁচাতে এভাবেই নিজের বাড়ির বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলছেন পিসিবিএল কলোনির মানুষজন। শিল্প শহর দুর্গাপুরের বুকে এক বিরল দৃষ্টান্ত। বিগত প্রায় ৬ থেকে ৭ বছর ধরে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে । সৌন্দর্যায়নের পাশাপাশি আয়োজন করা হয় প্রতিযোগিতার ও। ঘর কন্নার কাজ সেরে বাগান সাজাতে ব্যস্ত বাড়ির বধূরা। প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপুরের মুচিপাড়ার পিসিবিএল কলোনিতে অনুষ্ঠিত হয়ে গেল বাগান প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও প্রতিযোগিতার বিচারের দায়িত্ব ছিল দূর্গাপুর ছায়াসূর্য ওয়েলফেয়ার সোসাইটির কাঁধে। এদিন সকালে দুর্গাপুর ছায়াসূর্য ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ও সদস্যারা নম্বর দেওয়ার কঠিন কাজটি সম্পন্ন করল।

24/11/2024

প্রাচীনেই আমলাজোড়া

Address

Durgapur
713202

Telephone

+919614043609

Website

Alerts

Be the first to know and let us send you an email when News CS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News CS:

Share