26/09/2025
পুজোয় ছায়াসূর্য পাঠশালার প্রায় ৯০ জন শিক্ষার্থীদের নতুন জামাকাপড় দিলো রাউন্ড টেবিল ইন্ডিয়া
----------------------------------
উৎসবের আবহে গোটা শহর। ছায়াসূর্য পাঠশালা পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে প্রস্তুত ছায়াসূর্য ও রাউন্ড টেবিল ইন্ডিয়া। রবিবার কাঁকসার আমলাজোড়া মা সারদামনি আশ্রমে ৯০ জন পাঠশালা পড়ুয়াদের হাতে তুলে দিলো পুজোর নতুন জামাকাপড় ও খাবার। এই নতুন জামাকাপড় পরে মহা ষষ্ঠীর দিন তাদের মুখে হাসি ফোটাতে তাদের নিয়ে ছায়াসূর্যের পুজো পরিক্রমা, খাওয়া দাওয়া, পরিবেশ সচেতনতার বার্তা ও তাদের চোখে সেরা পুজো সম্মান তুলে দেওয়া হবে।