স্বপ্নপূরণ_দূর্বা ব্যানার্জি

  • Home
  • India
  • Durgapur
  • স্বপ্নপূরণ_দূর্বা ব্যানার্জি

স্বপ্নপূরণ_দূর্বা ব্যানার্জি Kobita, Gaan, Goppo

08/07/2025

বিশ্বাস কর 'আমি ভালো নেই.... '
কবি: দূর্গা বেরা।
আবৃত্তি: দূর্বা ব্যানার্জি।
দুর্গা বেরা

01/07/2025

স্বপ্নপূরণে গৃহপ্রবেশের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি... ❤️
#গৃহপ্রবেশ

29/06/2025

তুমি বলেছিলে- "তুমি ভালো থেকো"। আমি চেয়েছিলাম তুমি বলো - "তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম"।
তুমি বলেছিলে... ❤️
আবৃত্তি: দূর্বা ব্যানার্জি।
সংগৃহীত।

21/06/2025

আমরা অর্থাৎ বাড়িতে কাজ করা বিনা বেতনের গৃহবধুরা, আমরা কারোর থেকে কম নই কোন অংশে, কোন যোগ্যতায়। তাই নিজেদের ছোট বা সংকুচিত ভাবার কোন কারণ নেই। আর পাঁচটা বাইরে কাজ করা মানুষের মত আমরাও একই সম্মানের অধিকারী।
আত্মসম্মান।
কলমে: পল্লবী সেনগুপ্ত।
উপস্থাপনা: দূর্বা ব্যানার্জি।
#গৃহবধু

সমস্ত ঝগড়াঝাঁটি, মান-অভিমান শেষে কাছে যান, একটু সময় নিন, তার হৃদস্পন্দনের গতি মন্থর হোক। তারপর গালে আলতো করে হাত রেখে বল...
20/06/2025

সমস্ত ঝগড়াঝাঁটি, মান-অভিমান শেষে কাছে যান, একটু সময় নিন, তার হৃদস্পন্দনের গতি মন্থর হোক।
তারপর গালে আলতো করে হাত রেখে বলুন,
“শোন! আসুক ঝড়, ঠিক সামলে নেব..”
এবং খুব সাবধানে ঠোঁট দুটো ছুঁয়ে দিন কপালে,
কপাল থেকে আস্তে আস্তে সেই উষ্ণ স্পর্শ পৌছে যাক তার মনের গহীন কোণে,

আচমকা আর শব্দহীন চুমুর রেশ কিন্তু স্থায়ী হয়, কখনও সারাটা দিন তো কখনও গোটা একটা জীবন...

Mukherjee Nil

বৃষ্টি তুমি খবর নিও রাত- দুপুরের জ্বরে বৃষ্টি, তোমায় দেখার জন্য মনটা কেমন করে। বৃষ্টি তুমি ভীষণ ভালো,   হাত রাখো এই হাত...
18/06/2025

বৃষ্টি তুমি খবর নিও
রাত- দুপুরের জ্বরে
বৃষ্টি, তোমায় দেখার জন্য
মনটা কেমন করে।

বৃষ্টি তুমি ভীষণ ভালো,
হাত রাখো এই হাতে,
বৃষ্টি, তোমার আদর দিও
একলা থাকার রাতে। ...............................সুদীপ তন্তুবাই নীল

মানুষ কে বুঝাতে নেই, কতটা ভেঙ্গেছো তুমি।কারণ মানুষ ভাঙ্গা বাড়ি ইট খুলে নিতেও ছাড়ে না। মানুষ কে বুঝাতে নেই কেমন করে উইয়ের...
16/06/2025

মানুষ কে বুঝাতে নেই, কতটা ভেঙ্গেছো তুমি।
কারণ মানুষ ভাঙ্গা বাড়ি ইট খুলে নিতেও ছাড়ে না।

মানুষ কে বুঝাতে নেই
কেমন করে উইয়ের ডিবি বেঁধেছে ঘর
আলতো স্পর্শেই ঝুরঝুর করে মিইয়ে যাবে তুমি,
মানুষ বটবৃক্ষকেও আঘাত করতে ছাড়ে না।

মানুষকে বুঝাতে নেই
কেমন আস্ত কালবৈশাখী বুকে পুষো তুমি,
মানুষ বৃষ্টির অপেক্ষা করবে ছাতা হাতে।

মানুষ কে দেখাতে হয়
তুমি জ্বলন্ত আগুনডানা ফিনিক্স পাখি,
তোমার অটলতায় যেন তাদের ভীষণ ভয় জাগে।

কারণ আত্মবিশ্বাসী নারীকে ছাড়া
এই দুনিয়া কোন নারীকে ভয় পায় না।

দোলনা বড়ুয়া তৃষা

12/06/2025

একদিন যে মেয়েটা সামান্য লিপস্টিক, আলতা ও কাচের চুড়ির জন্য অভিমান করে উপোস করতো, আজ সেই মেয়েটার গায়ের শাড়িটা পুরনো হতেই চায় না..... ❤️
সেই মেয়েটা।
কলমে: নাফিজ ইকবাল নূ্রুল্লাহ্।
উপস্থাপনা: দুর্বা ব্যানার্জি।
নাফিজ ইকবাল নূরুল্লাহ্

07/06/2025

কঠিন হলেও সত্যি মানুষ তেলা মাথায় তেল দেয়! যার সব আছে তার কাছে সবাই আছে! যার কিছু নেই তার কাছে কেউ নেই! এটি একটি পৃথিবীর নির্মম সত্যিই! বিশ্বাস করলেও, না করলেও!
যার যন্ত্র*ণা সেই বোঝে... 🤔
স্ক্রিপ্ট: আবেদিন হক আদি।
উপস্থাপনা: দূর্বা ব্যানার্জি।
Abedin Haque aadi

03/06/2025

যদি কেউ তোমাকে ক*ষ্ট দেয়, তাকে ক্ষমা করে দিও। কিন্তু, কখনো ভুলে যেও না, সে তোমার সাথে কি করেছিল....
উপস্থাপনা: দূর্বা ব্যানার্জি।
সংগৃহীত।

বিশিষ্ট কবি তরুণ বসুর লেখা কবিতা সমৃদ্ধ "ছন্দে ছন্দে ভালো ও মন্দে" বইটি ডাকযোগে পেলাম। উপহার পাওয়া এই বইটি আমার একটি সম...
26/05/2025

বিশিষ্ট কবি তরুণ বসুর লেখা কবিতা সমৃদ্ধ "ছন্দে ছন্দে ভালো ও মন্দে" বইটি ডাকযোগে পেলাম। উপহার পাওয়া এই বইটি আমার একটি সম্পদ হিসাবে রয়ে যাবে। কবি, আপনি যে আমাকে মনে রেখে এই উপহারটি পাঠিয়েছেন, তা আমার কাছে অনেক বড় প্রাপ্তি এবং আমি আপ্লুত।
আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এইভাবেই যেন আপনাদের আশীর্বাদ ধন্যা হয়ে থাকতে পারি। আপনার কলম এই ভাবেই এগিয়ে চলুক- এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন 🙏
কলম কথা বলে

24/05/2025

শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। মনে রাখবেন, একদিন সব হবে - এই আশায় যে নিজেকে বঞ্চি*ত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বি*ষন্নতা আর অপেক্ষায়, শেষ হয় আ*ফসোস আর হ*তাশা দিয়ে।
তাই, সময় থাকতেই পূরণ করুন জীবনের সব বা আহ্লাদগুলো 🤗
উপস্থাপনা: দূর্বা ব্যানার্জি।
সংগৃহীত।

#

Address

Durgapur
713214

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নপূরণ_দূর্বা ব্যানার্জি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share