
24/07/2025
#আমার_স্মরণসভা
#দীধিতি
আমার স্মরণসভা যদিবা ধরো হয়
কেমন রঙা পোশাক বাছবে তুমি?
সাদা? না না সাদা সেদিন থাক,
ধূসররঙা টি শার্টটাই পোরো.
ব্ল্যাক জিন্সে মানিয়ে যাবে বেশ।
সাদায় আমার বড্ডো বেশি লোভ,
তোমার গায়ে সে লোভ চতুর্গুণ।
ফটোর ফ্রেম নড়েও যেতে পারে
তাই অগ্রিম সাবধানতা জারি।
ফুল কিনতে ভুলবে জানি ঠিক,
আমি ছাড়া ওসব বলবে কে?
ঢোকার মুখে মনে পড়ে গেলেও
হন্যে হয়ে কিনতে যেওনা প্লিজ।
সাদা ফুলের মালা পাওয়াও ভার...
তোমার ওতেই দেরি হবে জানি
ট্রাফিক খেয়ে বইয়ে দেবে কাল।
কর্তব্যের ধার ধারতে গিয়ে
সেদিন কিন্তু দেরিতে নেই মাফ,
সবার আগে বসবে তুমি এসে
ফিরবে সবাই ফিরে যাওয়ার পর।
তুমি মানেই ঘোড়ায় দেওয়া জিন...
অঢেল সময় তোমার অনাত্মীয়,
বলবে সবাই 'বেশ তাহলে এসো'
ফটোয় তখন তাকিও একটিবার,
টেবিলক্লথও কুঁচকে যেতে পারে
বোবা আমির 'না' এর চাপে ফেঁসে।
চুপটি করে তখন বসে পোড়ো
আদর চোখে তাকিও ছবির চোখে ।
ফুল পাতারা আসলে দুয়ের মাঝে
আঙ্গুল দিয়ে আড়াল কোরো দূর
যেমন সরাও কপাল থেকে চুল
দিঠির মাঝে করলে বেয়াদবি।
আসবে যারা কবি-সাহিত্যিক
হয়তো তারা পড়বে কিছু শোক,
আমার অংক জানা লোক
ঘাবড়িও না তুমি,
কাফি তোমার বুকের উপন্যাস।
ধুপের আগুন নিভলে শোকের মত
সবাই যখন বাড়িমুখো হবে,
তুমি তখন সরিয়ে মালা ফুল...
আমায় খানিক জড়িয়ে রেখো বুকে।
তোমার ছোঁয়ায় ফটোর আমি ঠিক
ভাঙব দেখো ফ্রেমে আঁটা কাঁচ।
ঝনঝনিয়ে পড়বে আড়াল খসে
ধূসর শার্টে ডুবিয়ে দেবো মুখ।
চন্দন আর ফুলমালাদের মাঝে
স্বর্গ মর্ত্য তুমুল একাকার...
শ্বাসের বাতাস হোমানলের মতো
পবিত্রতায় ভরাবে দশদিক।
সভায় তোমার কাব্য বিড়ম্বনা
মিটিয়ে নেব ওষ্ঠ আলিঙ্গনে।
জীবন মরণ সীমানা মুছে দুয়ে
কবিতা এক পড়ব অভিনব..
যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম।
যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব।