
15/07/2023
স্বামীর সাথে কাজের সুত্রে বাইরে থাকি দুজনে, আমাদের এই ছোটো সংসারের আমার রোজকার চিন্তা একটাই সব সময় এমন কী বানাই যাতে খেতে বসলে আমাকে শুনতে না হয় - কিগো আজ কিছু নতুন বানাতে পারলে না!!! 😒
আসলে সে একটু খাদ্যপ্রিয় মানুষ । তার আমার কাছে একটাই আবদার তাকে যেন সপ্তাহে একবার করে বিরিয়ানি করে খাওয়াই । সমস্যা হচ্ছে এখানে সুধু রবিবারই chicken পাওয়া যায় কিন্তু আজ বুধবার; সকাল থেকেই তার মন চেয়েছে বিরিয়ানি খেতে, আবার আমাকে তাড়াতাড়ি সমস্ত রান্না করতে হবে তাকে খেয়ে "duty " তে যেতে হবে।
তাই ঝটপট করে বানিয়ে ফেললাম ঘরে থাকা ডিম দিয়ে খুব সহজে কড়াইতে করে "কড়াই বিরিয়ানি" । তারপরে তার সামনে দিতেই সে খুব খুশি হয়ে বলল "you are the best wife in the world". 🥰🥰
আমরা স্ত্রীরা এর থেকে বড় আর কী বা পেতে চাই বলুনঃ আমাদের সব ক্লান্তি নিমেশে শান্তিতে পরিণত হয় তাইনা😇💕
আপনাদের কেমন লাগল অবশ্যই জানাবেন☺
আরও সুন্দর সুন্দর পোস্ট পেতে follow করুনঃ "আহারে বাহার " আমার এই পেজটি ।
ধন্যবাদ 🙏🙏