News Desk

News Desk News Desk is a video news page & portal that delivers news from your city, your district & your state in Bengali .

24/06/2025

ভবানীপুর অভিষেকের উদ্যোগে রক্তদান শিবির

15/06/2025

*পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে বাঁকুড়া কৃষিজ বিপণ দপ্তর কাজু আপেলের উপর এক প্রশিক্ষণ শিবির*।

07/06/2025

**কৃষিবিজ্ঞান কেন্দ্রে 'বিকশিত কৃষি সংকল্প অভিযান'....*মাটির কথা fpc মেম্বারদের নিয়ে অনুষ্ঠিত হলো।* ভারত সরকারের *কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের* যৌথ উদ্যোগে ২৯ শে মে থেকে ১২ই জুন সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হচ্ছে *বিকশিত কৃষি সংকল্প অভিযান।*

26/05/2025

PM-সূর্য ঘর মুক্ত বিদ্যুৎ যোজনা প্রকল্পের বিষয় নিয়ে বাঁকুড়া জেলায় একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো।

10/05/2025

বাঁকুড়া জেলায় তালডাংরা ব্লকে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে কৃষকদের নিয়ে ফারমার্স প্রডিউসার কোম্পানির (FPC)কৃষক সভা অনুষ্ঠিত হলো।

08/05/2025

চলতি গ্রীষ্মের মরশুমে পানীয় জলের সংকটে ভূগছে ইন্দাসের রোল হাট তলা এলাকা। দীর্ঘ আড়াই বছর ধরে এই পানীয় জল সংকটে ভূগছেন বলে ওই এলাকার মানুষের দাবি।

04/05/2025

কলকাতায় ICCR হলে 2মে থেকে 4 মে হয়ে গেল এক অবিনব পেন উৎসব।

02/05/2025

কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটি সংস্থা সকল সদস্যরা নিজেদের ব্যবস্থাপনায় ৩৬৫ দিনই কোন না কোন সমাজসেবা কাজ করে চলেছেন।তারই এক প্রত্যক্ষ নিদর্শন গ্রাম পাটপুর থানা ওন্দা জেলা বাঁকুড়া এক পরিবারের গত বছর সংস্থার পক্ষ থেকে প্রথম কন্যার বিবাহ অনুষ্ঠান এর সম্পূর্ণ আয়োজন করেছিলেন।ঠিক একইভাবে আজ ওই পরিবারেরই দ্বিতীয় কন্যার শুভ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার পক্ষ থেকে।

25/04/2025

জয়কৃষ্ণপুর পাত্রসায়ের মেন রোডে, কুস্বদ্বীপ পঞ্চায়েতের পান্ডুয়া গ্রাম সংলগ্ন এলাকায় ধান ক্ষেতে ধান কাটা মেশিনে ধান কাটার পরে, মেশিনটি যখন রাস্তায় ওঠে তারপর রাস্তার বেশ কিছু অংশে প্রচুর কাঁদা হয়ে যায়।রাস্তায় জমে থাকা ওই কাদা পরিষ্কার না করলে রাস্তায় চলতি পথচারীদের বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই দুর্ঘটনা এড়ানোর জন্য স্থানীয় যুবকরা মানবিক দায়িত্ব পালন করেন তারা নিজেদের প্রচেষ্টায় রাস্তাগুলি পরিষ্কার করেন পথচারী মানুষ ও স্থানীয় বাসিন্দাদাদের ধান কাটা মেশিনগুলি যারা পরিচালনা করছেন ও ধান কাটা মেশিন গুলি যারা চালাচ্ছেন তাদের কাছে অনুরোধ আগামী দিনে ধান কাটা মেশিনগুলি রাস্তায় উঠার পর যদি রাস্তায় কোন সমস্যা হয়ে থাকে সেটি যেন উনারা অতি অবশ্যই সমাধানের চেষ্টা করেন একইসঙ্গে স্থানীয় প্রশাসনও যেন এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তার অনুরোধে জানান।

23/04/2025

২২শে এপ্রিল কলকাতায় গ্যালারি গোল্ডে একটি দুর্দান্ত চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং এই চিত্র প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেক চিত্রশিল্পীরা।

10/04/2025

সারাদেশের সঙ্গে বাঁকুড়ার জেলার সোনামুখী ব্লকের যথাযথ মর্যাদায় পালন হল জাতীয় জরিপ দিবস।

Address

Durgapur
713205

Alerts

Be the first to know and let us send you an email when News Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share