VOICE of CHT

VOICE of CHT আমি একজন গর্বিত পাহাড়ি ছাত্র
সদা প্রস্তুত পাহাড়ের জন্য জীবন দিতে
ভয় পেলে চলবে না।

আর কত আমাদের পাহাড়ি ভাই-বোনদের ভিটামাটি দকল, ঘর-বাড়ি আগুনে পুড়িয়ে সাই করে দিবে সেটেলার রা?? প্রশাসনের চোখে কি এগুলা ...
17/02/2025

আর কত আমাদের পাহাড়ি ভাই-বোনদের ভিটামাটি দকল, ঘর-বাড়ি আগুনে পুড়িয়ে সাই করে দিবে সেটেলার রা?? প্রশাসনের চোখে কি এগুলা পরে না , না দেখার পর ও চোখে মলম পেটি লাগিয়ে থাকে ?
প্রশাসনের জবাব চাই।

আমার নাম  ~ জুম্ম ছাত্রআমি একজন গর্বিত জুম্ম সুনিকএটাই আমার বড় পরিচয়বর্তমানে অনেক উগ্রবাদী পোস্ট দেখা যাচ্ছে তার মধ্যে...
30/01/2025

আমার নাম ~ জুম্ম ছাত্র
আমি একজন গর্বিত জুম্ম সুনিক
এটাই আমার বড় পরিচয়

বর্তমানে অনেক উগ্রবাদী পোস্ট দেখা যাচ্ছে তার মধ্যে বেশির ভাগ দেখা যাচ্ছে ' আদিবাসী ' শব্দ নিয়া
আমার পরিচয় আমার অহংকার এটাতে আপনার কোনো মাথা ব্যাথা কেন ‼️

প্রথম ঘটনা -

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার পূর্বঘোষিত কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভেরনিটি নামে জড়ো হওয়া উগ্রবাদী সেটেলার বাঙালি এবং তাদের পেছনে থাকা মৌলবাদী শক্তির লাঠি আর দেশীয় অস্ত্র নিয়ে আদিবাসী শিক্ষার্থীদের উপর পরিকল্পিত হামলা ।

ঢাকায় আদিবাসীদের শান্তিপূর্ণ মিশিলে আক্রমণ করে ১১জনকে আহত ও ২ জনকে গুরুতর আহত করেছে মৌলবাদী সেটেলার সন্ত্রাসীরা।
ঢাকায় ক্রিকেট স্ট্যাম্পের লাঠি হাতে সাম্প্রদায়িক সেটেলার বাঙালিরা সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার মাধ্যমে বাধা প্রদানের চেষ্টা।

আদিবাসী ১১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তিন জনের অবস্থা খুবই খারাপ।
আর আদিবাসীদের সাথে যে সাংবাদিকরা গিয়েছেন তাদেরকেও হামলা করা হয়েছে।

এই হচ্ছে বৈষম্যহীন অসাম্প্রদায়িক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নামক রাষ্ট্রের চরিত্র।

সারাদেশে প্রতিবাদ চলুক তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

দ্বিতীয় ঘটনা - < SURE NA >

ঢাকা বনফুল অর্থাৎ "বনফুল আদিবাসী গ্রীন হাট কলেজ "
ঐকানে যে আদিবাসী শব্দ আসে তা নিয়া কিছু উগ্রবাদী রা সেকান থেকে আদিবাসী শব্দ মুছে দিতে চাই
এটা কি তাদের সম্পত্তি যে মন চাইলে মুছে দিবে???
আমাদের কি নিজস্ব জাতি নাই? হে আমরা আদিবাসী অ্যান্ড আমার চোদ্দগুষ্ঠী আদিবাসী।
লাউদ অ্যান্ড ক্লিয়ার

📌তবেই এটা সত্য হলে আদিবাসী ভাই বোনেরা কিন্তু চুপ থাকবে না। থকন দেখবেন আদিবাসী রা কি জিনিস।

৩১ এ জানুয়ারি সবাই কে কাল শহীদ মিনার প্রাঙ্গণে আসার আহ্বান রইল।

সংগ্রামী বন্ধুগণ

ধন্যবাদ

30/01/2025

রাতে একটা বড় বিষয় নিয়ে আলোচনা করবো
পাশে থাকবেন আশা করি ।

ধন্যবাদ

জুম পাহাড়ের বুকে বীরত্বের গাঁথা গাইবে তুমিও।
17/01/2025

জুম পাহাড়ের বুকে বীরত্বের গাঁথা গাইবে তুমিও।

15/01/2025

এবারে শুরু হলে পালাবেন না,বুক পেতে মোকাবেলা করবেন❔

15/01/2025

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার পূর্বঘোষিত কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভেরনিটি নামে জড়ো হওয়া উগ্রবাদী সেটেলার বাঙালি এবং তাদের পেছনে থাকা মৌলবাদী শক্তির লাঠি আর দেশীয় অস্ত্র নিয়ে আদিবাসী শিক্ষার্থীদের উপর পরিকল্পিত হামলা,
ঢাকায় আদিবাসীদের শান্তিপূর্ণ মিশিলে আক্রমণ করে ১১জনকে আহত ও ২ জনকে গুরুতর আহত করেছে মৌলবাদী সেটেলার সন্ত্রাসীরা।
ঢাকায় ক্রিকেট স্ট্যাম্পের লাঠি হাতে সাম্প্রদায়িক সেটেলার বাঙালিরা সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার মাধ্যমে বাধা প্রদানের চেষ্টা...
আদিবাসী ১১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তিন জনের অবস্থা খুবই খারাপ।
আর আদিবাসীদের সাথে যে সাংবাদিকরা গিয়েছেন তাদেরকেও হামলা করা হয়েছে।

এই হচ্ছে বৈষম্যহীন অসাম্প্রদায়িক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নামক রাষ্ট্রের চরিত্র🤬🤬🤬

সারাদেশে প্রতিবাদ চলুক.. তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি

15/01/2025

‘স্টুডেন্ট ফর সভারেন্টি' নামে বিচ্ছিন্নতাবাদী উগ্র জাতি বিদ্বেষী সংগঠনটি আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা করে জানান দিলো তারা বাংলাদেশ রাস্ট্রকে আলাদা কইরা নিজেদের একটা রাস্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হইছে।
হামলাকারীসহ এদের যারা মদদ দিতেছে তাদের গ্রেপ্তার করতে হবে।

15/01/2025

নিজকে কি হিসবে পরিচয় দিবো সেটা আমার অধিকার। সরকার ও সেটেলাররা পরিচয় নির্ধারণ করে দেওয়ার কে? তোমরা যা কিছুই কর, বলনা কেন আমি আদিবাসী, আদিবাসী, আদিবাসী

পার্থক্য এটাই
15/01/2025

পার্থক্য এটাই

আদিবাসীদের এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে "স্টুডেন্ট ফর সভারেন্টি" নামক সার্বভৌমত্ব রক্ষাকারী নামধারী মেধাবীরা হামলা করেছে। এ...
15/01/2025

আদিবাসীদের এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে "স্টুডেন্ট ফর সভারেন্টি" নামক সার্বভৌমত্ব রক্ষাকারী নামধারী মেধাবীরা হামলা করেছে। এতে অনন্ত ধামাই, টনি চিরানসহ ১১ জন আদিবাসী আহত হয়েছেন।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ঢাকার মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে তথাকথিত সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি এর সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ আদিবাসী যুব পরি...
15/01/2025

ঢাকার মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে তথাকথিত সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি এর সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ আদিবাসী যুব পরিষদ নেতা অনন্ত বিকাশ ধামাই ও সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফুটন্ত চাকম, টনি ম্যাচিউ চিরানসহ অনেকে গুরুতর আহত

রাঙ্গামাটির বন্দুকভাঙা ইউনিয়নের মারিচুকে ভূমি বেদখল করে সেনা ক্যাম্প নির্মাণের ষড়যন্ত্র বন্ধের দাবিতে এবং ধূতাঙ্গ মোন ...
11/01/2025

রাঙ্গামাটির বন্দুকভাঙা ইউনিয়নের মারিচুকে ভূমি বেদখল করে সেনা ক্যাম্প নির্মাণের ষড়যন্ত্র বন্ধের দাবিতে এবং ধূতাঙ্গ মোন অরণ্য কুটিরের নামে মিথ্যা প্রচার চালানোর প্রতিবাদে রাঙ্গামাটি শহরে মানববন্ধন করেছে বন্দুকভাঙা ভূমি রক্ষা কমিটি

১০ জানুয়ারি ২০২৫

Address

Durtlang
796014

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOICE of CHT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share