M4 news LIVE বাংলা

M4 news LIVE বাংলা M4 News live বাংলা, এটি একটি বাংলা নিউজ পোর্টাল এখানে আপনি আপনার এলাকার সমস্ত রকমের খবর দেখতে পাবেন।

নৈহাটির রক্তাক্ত বিকেল: কটা আমের মাশুলে ঝরে গেল ১৭ বছরের প্রাণমাত্র কয়েকটা আম কুড়িয়েছিল বন্ধুরা মিলে। হাসি-ঠাট্টার ছলে ঢ...
17/05/2025

নৈহাটির রক্তাক্ত বিকেল: কটা আমের মাশুলে ঝরে গেল ১৭ বছরের প্রাণ

মাত্র কয়েকটা আম কুড়িয়েছিল বন্ধুরা মিলে। হাসি-ঠাট্টার ছলে ঢুকে পড়েছিল কাঁচরাপাড়ার এক আমবাগানে। সেদিন বিকেলে অনুষ্ঠানবাড়ি থেকে ফেরার পথে এই আমবাগানে ঢুকে পড়ে ১৭ বছরের সুদীপ্ত পণ্ডিত ও তার বন্ধুরা। হয়তো তারা জানতও না, মাটিতে পড়ে থাকা কয়েকটা আম তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে এত ভয়ঙ্কারে।

সেই বাগানে পাহারার দায়িত্বে ছিল শেখ ফারহাদ মণ্ডল। সুদীপ্তকে ধরে ফেলে সে। এরপর শুরু হয় অমানবিক অত্যাচার— বেধড়ক মারধর। বাকিরা পালিয়ে গেলেও সুদীপ্তকে একা পেয়ে ফারহাদ যা করল, তা যেন বর্বরতাকেও হার মানায়। রক্তাক্ত, জর্জরিত অবস্থায় যখন তাকে নৈহাটির এসজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা জানিয়ে দেন—সব শেষ। ১৭ বছরের ছেলেটা আর নেই।

প্রশ্ন উঠছে—ঠিক কতটা অপরাধ করেছিল সুদীপ্ত? কয়েকটা আম? মাটিতে পড়ে থাকা আম কুড়ানো কি এমন ভয়ানক অপরাধ? একমাত্র ফারহাদই জানে, কতগুলো আমের দাম সে নির্ধারণ করেছে একটি তরতাজা কিশোরের জীবনের বিনিময়ে!

আরও একটি তিক্ত সত্য সামনে এসে দাঁড়ায়। যদি আজ খুনির নাম হতো ‘সুদীপ্ত’ আর নিহতের নাম ‘ফারহাদ’, তাহলে কি চিত্রটা অন্যরকম হতো? তাহলে কি তথাকথিত বামপন্থী এবং মানবাধিকার মঞ্চগুলোর কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠত? কেন তারা আজ চুপ? আজ কেন এত নিশ্চুপ এই মানবিক মুখোশধারীরা?

এই ঘটনা কেবল এক কিশোরের মৃত্যুই নয়—এ এক সামাজিক মৃত্যু। এক ভয়ানক প্রশ্ন উঠে পড়ে—মানুষ কি আর মানুষ আছে? কোথা থেকে আসে এত হিংসা? এত অমানবিকতা? একজন পাহারাদার হয়ে কীভাবে সে পারল এক ১৭ বছরের ছেলেকে এমন নৃশংসভাবে মারতে?

আমরা কোথায় চলেছি? আমাদের সমাজে মানবিকতা কোথায় হারিয়ে গেল? এই প্রশ্নের উত্তর দিতে হবে। দিতে হবে এখনই, নইলে কাল হয়তো আর এক ‘সুদীপ্ত’ ফিরে আসবে না।

28/08/2024

দত্তপুকুর এ বনধ সমর্থনকারীদের গ্রেফতার করা হয়েছিল দত্তপুকুর থানার পুলিশের তরফে এবং বাছাই করে দুজনকে কোর্টে চালান করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে আর সেই কারণে থানায় মধ্যে বসে পড়ে বিক্ষোভ।

28/08/2024

Breaking News
বনধ এর মাঝেই ভাট পাড়ায় চলল গুলি

27/08/2024

Big Breaking
আগামীকাল ১২ ঘণ্টার বন্ধের ডাক বিজেপির

16/08/2024

আর জি কর কাণ্ডের প্রতিবাদে দত্তপুকুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ।

16/08/2024

আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির।

14/08/2024

মাঝরাতে আর জি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব ভাঙ্গা হলো হাসপাতালের ইমারজেন্সি গেট।

14/08/2024

আরজি করে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। ভাঙচুর হাসপাতালের ইমার্জেন্সি গেট

14/08/2024

মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে আরজি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব।

14/08/2024

আর জি কর কাণ্ডের বিচার চেয়ে "মেয়েদের রাত দখল"

14/08/2024

নারীদের রাত দখল কর্মসূচী.. লাইভ

নিজের বাচ্চাকে ব্যাগে করে নিয়ে যাওয়ার জন্য! আসল মাকে মার খেতে হলো। বিরাটি এর ঘটনায় মুখ খুললেন রেল পুলিশ!
26/06/2024

নিজের বাচ্চাকে ব্যাগে করে নিয়ে যাওয়ার জন্য! আসল মাকে মার খেতে হলো। বিরাটি এর ঘটনায় মুখ খুললেন রেল পুলিশ!

Address

Duttapukur

Alerts

Be the first to know and let us send you an email when M4 news LIVE বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M4 news LIVE বাংলা:

Share