
23/08/2024
অতীতকে আমি বরাবর ভুলতে চাই কিন্তু কোন না কোন ভাবে আমার অতীত সামনে এসে হাজির হয়। তাই আর ভোলা হয় না অতীতগুলো মনে পড়ে যায় মনে কষ্ট দিয়ে যায়। আমি কি ভুল করেছি আমি নিজেই জানিনা হয়তো। বর্তমান আমার ফ্যামিলি হয়েছে আমার স্ত্রী আছে আমাদের বাচ্চা আছে আমার বর্তমান কে নিয়ে আমি খুব খুশি আছি কেন আসে আমি বুঝতে পারিনা কেন ভগবান কোনো দিক থেকে আমার সামনে এনে হাজির করায় সে যদি ভাবে আমি ওকে ডিস্টার্ব করব ভবিষ্যতে ওটা ওর ভুল ধারণা আমি কোন দিকে ওর দিকে ফিরে তাকাবো না। ডিস্টার্ব তো দূর কথা আমি চাই ও সুখে থাকুক শান্তিতে থাকুক ওর ফ্যামিলি নিয়ে ও সুখের সংসার করুক