NB24news

NB24news প্রতিমুহূর্তে ঘটে যাওয়া ঘটনার সাক্ষ NB24NEWS.
আমাদের নজর প্রতিটি খবরে |
(1)

প্রতিমুহূর্তে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী NB24News। ঘটনার গভীরে গিয়ে জনসমক্ষে নির্ভেজাল খবর পরিবেশন করার নাম NB24News। সত্য ও সাদা খবর প্রকাশ করে নিউজ NB24News.

11/10/2025

🇮🇳 শহিদ পলাশ ঘোষের শোকে স্তব্ধ হরিহরপাড়া 💔

কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে শহিদ হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপাড়া গ্রামের বীর সেনা জওয়ান পলাশ ঘোষ।
তিনি ছিলেন ভারতীয় সেনার এলিট ইউনিট প্যারা স্পেশাল ফোর্সের সাহসী সদস্য।
হরিহরপাড়ার আকাশ আজ যেন বলছে —
“বীর পলাশ, তোমায় সালাম। তোমার ত্যাগে গর্বিত ভারত।” 🇮🇳

11/10/2025

“বারাসাতে কালীপুজো নিষিদ্ধ!” — শুনে চমকে উঠবেন, কিন্তু সত্যিটা অন্যরকম…

11/10/2025

🙏 দুর্যোগে দুর্গতদের পাশে বারাসাতে সুকান্ত মজুমদার 💪

উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পরিপ্রেক্ষিতে এবার সাহায্যের হাত বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শনিবার বিকেলে বারাসাত বাজারে ত্রাণের বাক্স হাতে নিয়ে ঘুরলেন তিনি — দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাতে।

11/10/2025

বিরল ভাইরাসে আক্রান্ত পুরুলিয়ার বিজয়, তার চিকিৎসার দায়িত্বভার নিয়ে সুস্থ করে খেলার মাঠে ফেরালো PAF

11/10/2025

শংকর ঘোষের অভিযোগ — «কিছু এলাকা দুস্কৃতিদের মুক্তাঞ্চল করা হয়েছে»

11/10/2025

জাতীয় সড়কে ভেঙে পড়ল ব্রিজ,অবরুদ্ধ জাতীয় সড়ক
দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল ব্রীজ.. ভোগান্তি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা।

11/10/2025

দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধ*র্ষণের অভিযোগে উত্তেজনা ছড়াল কলেজ চত্বরে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সহপাঠীরা।

📍 অভিযোগ প্রকাশ্যে আসতেই
👉 সিপিআইএম কলেজ চত্বরে বিক্ষোভে সামিল হয়,
👉 একই সঙ্গে সহপাঠী ডাক্তারি পড়ুয়ারাও বিচার দাবিতে কলেজ প্রাঙ্গণে ধর্ণা ও বিক্ষোভে বসে পড়ে।

পড়ুয়াদের দাবি — দোষীর কঠোর শাস্তি ও সঠিক তদন্ত হোক।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে,
🔹 বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা চলছে,
🔹 তাদের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর জুড়ে।
পড়ুয়াদের একাংশের অভিযোগ, প্রশাসনের দ্রুত পদক্ষেপের অভাবে ক্ষোভ তৈরি হয়েছে।

📢 বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, জানিয়েছেন বিক্ষোভরত পড়ুয়ারা।

🚨 অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য রাণীনগর থানার পুলিশের 💪গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাণীনগর থানার পুলিশ শুক্রবা...
11/10/2025

🚨 অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য রাণীনগর থানার পুলিশের 💪

গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাণীনগর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে চালায় বিশেষ অভিযান। সেই অভিযানে গ্রেফতার এক যুবক, যার কাছ থেকে উদ্ধার হয়েছে —
🔹 দুটি দেশি আগ্নেয়াস্ত্র
🔹 একটি তাজা কার্তুজ
🔹 একটি মোটরসাইকেল (বাজেয়াপ্ত)

ধৃত যুবকের নাম পাপন শেখ (৩২), পিতা ওবায়দুল শেখ, বাড়ি পুরাতন ডিগ্রী, রাণীনগর, মুর্শিদাবাদ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম রাত ১১টা ১৫ মিনিট নাগাদ বাবুলতলী এলাকায় অভিযান চালায়। সন্দেহজনকভাবে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল পাপন শেখ। তাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অসৎ উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বহন করছিল সে।
ঘটনায় অস্ত্র আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে। শনিবার আদালতে তোলা হয় অভিযুক্তকে, ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে রাণীনগর থানার পুলিশ।

🔍 কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল পাপন শেখ, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

11/10/2025

আজ বিগ বি অমিতাভ বচ্চনের জন্মদিন। কলকাতায় চলছে মন্দিরে পুজো হোম যজ্ঞ উৎসব।

🙏 বীরভূমের বীর সন্তানকে শেষ স্যালুট 🙏কাশ্মীরের তুষার ধসে শহিদ জওয়ান সুজয় ঘোষের কফিনবন্দি দেহ আজ ফিরল নিজের মাটিতে, বীরভূ...
11/10/2025

🙏 বীরভূমের বীর সন্তানকে শেষ স্যালুট 🙏

কাশ্মীরের তুষার ধসে শহিদ জওয়ান সুজয় ঘোষের কফিনবন্দি দেহ আজ ফিরল নিজের মাটিতে, বীরভূমের রাজনগর থানার কুন্ডিরা গ্রামে।
শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে সেনাবাহিনীর গাড়ি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই শোকের আবহে ভরে ওঠে গোটা গ্রাম।

শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন—
বীরভূমের জেলা শাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ।
গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় ভারতের এক সত্যিকারের বীর সন্তানকে। 💐

📜 সুজয় ঘোষ (২০১৮ ব্যাচের প্যারা কমান্ডো)
👉 পেশায় কৃষকের ছেলে
👉 গত এক বছর ধরে কাশ্মীরে পোস্টেড
👉 জঙ্গি দমন অভিযানে গিয়ে তুষার ধসে শহিদ
👉 বৃহস্পতিবার বরফের নিচ থেকে উদ্ধার হয় দেহ

আজ তাঁর দেহ ফিরল জন্মভূমিতে...
চোখ ভেজা কুন্ডিরা গ্রাম আজ এক সুরে বলছে—
"সুজয় ঘোষ, তুমি অমর! জয় হিন্দ!" 🇮🇳

⚠️ শিলিগুড়িতে তিস্তা ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃ*তদেহ উদ্ধার! 🕵️‍♂️শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লক...
11/10/2025

⚠️ শিলিগুড়িতে তিস্তা ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃ*তদেহ উদ্ধার! 🕵️‍♂️

শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের তিস্তা ক্যানেল থেকে ভেসে আসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

🛠️ কী ঘটেছে:

সকালে হাইড্রোল প্রজেক্টের নিরাপত্তারক্ষীরা মৃ*তদেহ ভেসে থাকতে দেখেন।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রজেক্ট আধিকারিক ও ফাঁসিদেওয়া থানার পুলিশ-কে।

পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

❓ উদ্দেশ্য ও তদন্ত:
মৃ*ত্যুর সঠিক কারণ এখনো অজানা।
ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যু কী কারণে ঘটেছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।
সূত্রের খবর, মৃ*তদেহ পাহাড় থেকেও ভেসে আসতে পারে।

📰 দু’দিন নিখোঁজ, জঙ্গলে মিলল যুবতীর  দেহ — চাঞ্চল্য কাকুরকুন্দায়আসানসোল:দু’দিন ধরে নিখোঁজ থাকার পর জঙ্গলে ঝু*লন্ত অবস্থা...
11/10/2025

📰 দু’দিন নিখোঁজ, জঙ্গলে মিলল যুবতীর দেহ — চাঞ্চল্য কাকুরকুন্দায়

আসানসোল:
দু’দিন ধরে নিখোঁজ থাকার পর জঙ্গলে ঝু*লন্ত অবস্থায় উদ্ধার হল এক যুবতীর দেহ। শনিবার সকালে সালানপুর থানার কল্ল্যা গ্রাম পঞ্চায়েতের কাকুরকুন্দা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

মৃতার নাম অলকা কিসকু (২৩), বাড়ি জিতপুর উত্তারামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গোসাইপাড়ায়।
শনিবার সকালে স্থানীয় এক যুবক প্রাতঃকর্মে বেরিয়ে কাকুরকুন্দা জঙ্গলের মধ্যে পলাশ গাছে ঝু*লন্ত দেহ দেখতে পায়। সে গ্রামে খবর দিলে মুহূর্তে ভিড় জমে যায় আশপাশের এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। উদ্ধার করা হয় দেহ, পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তে।

পরিবারের দাবি, তিন দিন আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অলকা। বহু খোঁজ করেও কোনও খোঁজ মেলেনি। অবশেষে শনিবার সকালে জঙ্গলে মিলল দেহ। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Address

MALDA
English Bazar
732101

Alerts

Be the first to know and let us send you an email when NB24news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NB24news:

Share