NB24news

NB24news প্রতিমুহূর্তে ঘটে যাওয়া ঘটনার সাক্ষ NB24NEWS.
আমাদের নজর প্রতিটি খবরে |
(1)

প্রতিমুহূর্তে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী NB24News। ঘটনার গভীরে গিয়ে জনসমক্ষে নির্ভেজাল খবর পরিবেশন করার নাম NB24News। সত্য ও সাদা খবর প্রকাশ করে নিউজ NB24News.

💔 পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া, পরিবারের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিরা 💔📍 মালদা:পেটের টানে ভিনরাজ্যে পাড়ি, কিন...
06/11/2025

💔 পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া, পরিবারের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিরা 💔

📍 মালদা:
পেটের টানে ভিনরাজ্যে পাড়ি, কিন্তু আর ফেরা হল না। দিল্লির শিলমপুরে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মালদার চাঁচল ১ নম্বর ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের কনুয়া উত্তরপাড়ার বাসিন্দা সাজেদুল ইসলামের (বয়স ৪০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সংকট মেটাতে সাত মাস আগে দিল্লিতে লেবারের কাজ নিতে গিয়েছিলেন সাজেদুল। তিন দিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার আগেই তাঁর মৃত্যু হয়।

🏠 পরিবারে শোকের মাতম:
বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে অকালে চলে গেলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। হঠাৎ এই মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

👩‍👧 মৃতের স্ত্রী রাবি খাতুন বলেন,

“সাত মাস আগে কাজ করতে গেছিল। হঠাৎ অসুস্থ হয়ে কালকে মারা যায়। এখন সংসার কীভাবে চলবে কিছুই বুঝতে পারছি না। প্রশাসন যেন পাশে দাঁড়ায় — এই আবেদন করছি।”

🤝 পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন ও দলীয় নেতৃত্ব:
বৃহস্পতিবার খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে উপস্থিত হন —

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসূন ব্যানার্জি,

পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের সদস্য ও সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,

তৃণমূল ব্লক সভাপতি আফসার আলি,

মহিলা সভানেত্রী শ্রাবণী চৌধুরী,

সমাজসেবী ফিরোজ চৌধুরী ও বাবু সরকার প্রমুখ।

এছাড়াও চাঁচল ১ ব্লকের বিডিও পৌষালী চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে পরিবারের হাতে সরকারি সহায়তা তুলে দেন।

🗣️ এটিএম রফিকুল হোসেন বলেন,

“খুবই দুঃখজনক ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আমরা পরিবারের পাশে আছি, প্রশাসনিক দপ্তরকেও জানানো হয়েছে। প্রয়োজনীয় সব সাহায্য করা হবে।”

🙏 এক পরিযায়ী শ্রমিকের অকালে মৃত্যু আবারও সামনে আনল ভিনরাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকদের জীবনের অনিশ্চয়তা ও পরিবারের অসহায়তার ছবি।

🚨 আন্তর্জাতিক পাচারচক্রে বড় সাফল্য! মালদা থানার পুলিশের অভিযানে উদ্ধার ৭২৪ বোতল নেশার কাফসিরাপ 🚨📍 পুরাতন মালদা:ব্রাউন স...
06/11/2025

🚨 আন্তর্জাতিক পাচারচক্রে বড় সাফল্য! মালদা থানার পুলিশের অভিযানে উদ্ধার ৭২৪ বোতল নেশার কাফসিরাপ 🚨

📍 পুরাতন মালদা:
ব্রাউন সুগার উদ্ধার ও ডাকাতি বানচালের পর আবারও বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশার কাফসিরাপের বোতল উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এই কাফসিরাপ পাচার করা হতো। ঘটনায় আফসার শেখ ও নাসিরুল শেখ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। দু’জনের বিরুদ্ধেই আগে পাচারচক্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

🔸 একই রাতে দ্বিতীয় অভিযান:
পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আদমপুর সীমান্তে বিএসএফের বিওপি টহলদল একটি চারচাকার গাড়ি আটক করে। গাড়ি থেকে উদ্ধার হয় আরও কিছু নেশার কাফসিরাপের বোতল।
গাড়ির চালক মোবারক শেখ-কেও আটক করা হয়। সূত্রের খবর, গাড়িটি বাংলাদেশ সীমান্তে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

📦 দুই জায়গা মিলিয়ে মোট উদ্ধার:
➡️ ৭২৪ বোতল নেশার কাফসিরাপ
➡️ তিনজন আটক (পরবর্তীতে গ্রেফতার)
➡️ বিএসএফ উদ্ধার সামগ্রী ও আটক ব্যক্তিকে মালদা থানার পুলিশের হাতে হস্তান্তর করেছে

👮‍♂️ মালদা থানার পুলিশের বক্তব্য:

“নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত তিনজনকেই বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হবে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।”

এই ঘটনার পর মালদা সীমান্ত অঞ্চলে আন্তর্জাতিক মাদক পাচারচক্র রোধে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

🌉 প্রশাসনের উপর আস্থা হারিয়ে, গ্রামবাসীদের উদ্যোগে বাঁশের সাঁকো! 🌾📍 চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর:বন্যার জেরে শিলাবতী নদ...
06/11/2025

🌉 প্রশাসনের উপর আস্থা হারিয়ে, গ্রামবাসীদের উদ্যোগে বাঁশের সাঁকো! 🌾

📍 চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর:
বন্যার জেরে শিলাবতী নদীর ওপরের অস্থায়ী কাঠের সেতু ভেঙে যাওয়ায়, প্রশাসনের উপর ভরসা হারিয়ে নিজেদের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে নতুন সাঁকো তৈরি করলেন গ্রামবাসীরা।

চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা গ্রামের এই সাঁকো এখন ঘোষকিরা, শীর্ষা, খুড়সি, ধর্মপোতা ও কল্লা সহ একাধিক গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের ভরসা।

💬 স্থানীয়দের অভিযোগ:
প্রশাসনের দফতরে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। ফলে নিজেদের ঝুঁকি নিয়েই গ্রামের মানুষ মিলে শ্রম ও অর্থ দিয়ে তৈরি করলেন বাঁশের সাঁকো।
আগে সাঁকো ভেঙে যাওয়ায় নৌকায় করে পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল প্রবল, বিশেষ করে পড়ুয়া ও রোগীদের ক্ষেত্রে।

⚒️ দীর্ঘদিনের দাবি:
গ্রামবাসীদের একটাই দাবি —

“একটা কংক্রিটের ব্রিজ হোক, যাতে নিরাপদে যাতায়াত করা যায়।”

🗣️ চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন,

“বন্যায় অনেক অস্থায়ী সাঁকো ভেঙে গিয়েছিল। বেশ কয়েকটি জায়গায় প্রশাসনের পক্ষ থেকে মেরামত করা হয়েছে। ঘোষকিরা এলাকায় ব্রিজ নির্মাণের জন্য ঘাটাল মাস্টারপ্ল্যানে আবেদন করা হয়েছে।”

🇮🇳 স্বাধীনতার ৭৮ বছর পর গ্রামে মাটির রাস্তা ঢালাই হয়েছে — কিন্তু ব্রিজের অপেক্ষায় এখনও চোখ রাখছে ঘোষকিরা ও আশপাশের ১০-১২টি গ্রাম।

📰 কোচবিহারে বিজেপি বিএলএকে মারধরের অভিযোগে চাঞ্চল্য, ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনা 📰কোচবিহারের মাথাভাঙার ছাট খাটের...
06/11/2025

📰 কোচবিহারে বিজেপি বিএলএকে মারধরের অভিযোগে চাঞ্চল্য, ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনা 📰
কোচবিহারের মাথাভাঙার ছাট খাটেরবাড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে বিজেপির বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)-কে মারধর ও জুতোর মালা পরানোর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা।
ঘটনার ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সূত্র অনুযায়ী, সকালে বিজেপির বিএলএ-২ এলাকায় পৌঁছনোর পরই তৃণমূলের বিএলএ-২-এর সঙ্গে বচসা বাধে। অভিযোগ, এরপর বিজেপি কর্মীকে হেনস্তা ও জুতোর মালা পরানো হয়।
🔹 বিজেপির অভিযোগ:
মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন,

“তৃণমূল হারার ভয়ে আতঙ্কে আছে। তাই বিজেপির বিএলএ এবং সুকান্ত মজুমদারের অনুগামীদের উপর হামলা করা হচ্ছে। ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু বাংলার মানুষ জবাব দেবে।”

🔹 তৃণমূলের প্রতিক্রিয়া:
অন্যদিকে, কোচবিহারের তৃণমূল জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন,

“ঘটনার খবর শুনেছি, তবে আমাদের দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। প্রশাসন বিষয়টি দেখছে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন হয়েছে।
📋 উল্লেখ্য, বর্তমানে রাজ্যজুড়ে এসআইআর (Summary Intensive Revision)-এর কাজ জোরকদমে চলছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর, এবং অভিযোগ শোনার প্রক্রিয়া চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি ২০২৬—এর পরেই রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হবে।

🛑 বাগডোগরায় বাংলাদেশি নাগরিক গ্রেফতার, চাঞ্চল্য সেনাছাউনিতে 🛑বাগডোগরা ব্যাঙডুবি সেনাছাউনি এলাকায় শ্রমিকের ছদ্মবেশে এক ব...
06/11/2025

🛑 বাগডোগরায় বাংলাদেশি নাগরিক গ্রেফতার, চাঞ্চল্য সেনাছাউনিতে 🛑

বাগডোগরা ব্যাঙডুবি সেনাছাউনি এলাকায় শ্রমিকের ছদ্মবেশে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ধৃতের নাম নন্দ মণ্ডল। যদিও ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি জলপাইগুড়ির বাসিন্দা, তদন্তে জানা গিয়েছে তিনি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা।

সূত্রে জানা গিয়েছে, তিনি বাগডোগরা ব্যাঙডুবি সেনাছাউনিতে সুপারভাইজারের কাজ করছিলেন। কয়েকদিন ধরে তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে সেনা কর্মীদের। পরে তার মোবাইল থেকে বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার হয়।

সেনা কর্তৃপক্ষ তাকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং এখানেই বসবাস শুরু করেছিলেন। তার কাছ থেকে বাংলাদেশি আইডি, ভারতীয় ভোটার কার্ড, প্যান কার্ড ও এটিএম কার্ড উদ্ধার হয়েছে।

প্রশ্ন উঠছে — কীভাবে ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে এলেন? এবং সেনাছাউনির মতো সংবেদনশীল এলাকায় তার উপস্থিতির উদ্দেশ্যই বা কী?

বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ ও সেনাবাহিনী।

🚨 ছত্তীসগঢ়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত বেড়ে ১১! আহত অন্তত ২০ছত্তীসগঢ়ের বিলাসপুর-কাটনি সেকশনের লাল খাদান এলাক...
05/11/2025

🚨 ছত্তীসগঢ়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত বেড়ে ১১! আহত অন্তত ২০

ছত্তীসগঢ়ের বিলাসপুর-কাটনি সেকশনের লাল খাদান এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল।
সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল রাতে যাত্রীবাহী কোরবা প্যাসেঞ্জার ট্রেন ও একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার অভিঘাতে ট্রেনের প্রথম কামরা দুমড়ে মুচড়ে মালগাড়ির উপরে উঠে যায়।
পাশাপাশি প্যাসেঞ্জার ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়।

স্থানীয়রা জানান, লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল, তখনই প্যাসেঞ্জার ট্রেনটি একই লাইনে চলে আসে।
জোরালো সংঘর্ষের পর এলাকায় শোনা যায় বিকট আওয়াজ ও যাত্রীদের আতঙ্কিত চিৎকার।
স্থানীয়রা ছুটে এসে শুরু করেন উদ্ধারকাজ। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রেলের আধিকারিকরা।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এখনও পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়।
রেল সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনার অব রেলওয়ে সেফটি-কে।
রিপোর্ট হাতে এলে বোঝা যাবে, এটি যান্ত্রিক ত্রুটি, না কি লোকো পাইলটের ভুলের ফলাফল।

দুর্ঘটনাটি অনেককেই মনে করিয়ে দিয়েছে ২০২৩ সালের ওড়িশার বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের কথা।

05/11/2025

ব্যাগ ভর্তি তাজা সকেট বো*মা উদ্ধার, গ্রেফতার এক — চাঞ্চল্য সাগরপাড়ায় !

05/11/2025

শিলিগুড়ি মহাকুমার মধুজোত থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেপ্তার ২

05/11/2025

সরকারের ‘মিড ডে মিল’ উদ্যোগের পরও পশুর প্রতি অমানবিকতা! জামুরিয়ায় তিন কুকুরের উপর অ্যাসিড হামলা

05/11/2025

পুরাতন মালদার শর্বরীতে গুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তী পালিত মহাসাড়ম্বরে

05/11/2025

ভালোবাসার জয় — মন্দির প্রাঙ্গণে সাতপাকে বাঁধা পড়লেন দুই নারী ! সমাজের রীতিকে অগ্রাহ্য করে একে অপরের হাতে হাত রাখলেন রিয়া ও রাখি ! #দক্ষিণচব্বিশপরগনা #কুলতলী

💍 মন্দির প্রাঙ্গণে বিবাহ বন্ধনে আবদ্ধ দুই প্রাপ্তবয়স্কা নারীভালোবাসার কোনও লিঙ্গ নেই — সেই কথাটাই যেন আবারও প্রমাণ করলে...
05/11/2025

💍 মন্দির প্রাঙ্গণে বিবাহ বন্ধনে আবদ্ধ দুই প্রাপ্তবয়স্কা নারী
ভালোবাসার কোনও লিঙ্গ নেই — সেই কথাটাই যেন আবারও প্রমাণ করলেন দুই তরুণী। ফোনে আলাপ থেকে শুরু, তারপর একই নাচের দলে কাজ করতে গিয়ে ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয় তাদের। অবশেষে নিজেদের মধ্যে সংসার পাতার স্বপ্নকেই বাস্তব রূপ দিলেন দু’জনেই।

দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী ব্লকের জালাবেড়িয়া ১ নম্বর অঞ্চলের পালের চক মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় ধর্মীয় রীতিনীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন রিয়া সরদার ও রাখি নস্কর।

রিয়া সরদার মন্দিরবাজারের রামেশ্বরপুর এলাকার বাসিন্দা, পেশায় ডান্সার। গদা মথুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। শৈশবে বাবা-মা হারিয়ে মাসি ও মেসোর কাছেই মানুষ হন।

কনে রাখি নস্কর বকুলতলা থানার জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। বাড়িতে মা, বাবা, দাদা ও বৌদি রয়েছেন। তিনিও পেশায় ডান্সার।

বাড়ির চাপে পড়েও নিজেদের ভালোবাসাকে অস্বীকার করেননি তাঁরা। মঙ্গলবার ধর্মীয় রীতিনীতি মেনে মাথায় টোপর পরে মালা বদল করে একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন।

👩‍❤️‍👩 তাঁদের এই পদক্ষেপ দেখতে ভিড় জমায় শত শত মানুষ। অনেকেই বলেন, “একটি ছেলে ও মেয়ের বিবাহ আমরা প্রতিদিন দেখি, কিন্তু দুই মেয়ের ভালোবাসা এতটা সাহসের সঙ্গে প্রকাশ পায় না।”

Address

MALDA
English Bazar
732101

Alerts

Be the first to know and let us send you an email when NB24news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NB24news:

Share