NB24news

NB24news প্রতিমুহূর্তে ঘটে যাওয়া ঘটনার সাক্ষ NB24NEWS.
আমাদের নজর প্রতিটি খবরে |

প্রতিমুহূর্তে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী NB24News। ঘটনার গভীরে গিয়ে জনসমক্ষে নির্ভেজাল খবর পরিবেশন করার নাম NB24News। সত্য ও সাদা খবর প্রকাশ করে নিউজ NB24News.

18/08/2025

স্থানীয় মানুষ আশঙ্কা করছেন যেভাবে ভাঙ্গন চলছে হয়তো কয়েকদিনের মধ্যেই ফুলোহর মথুরাপুরের বাঁধকে গ্রাস করতে পারে। মধুরাপুরের এই বাঁধ ভাঙ্গনের দাপটে যদি ভেঙে যায় তাহলে ওই ভাঙ্গন সংলগ্ন এলাকায় কোটি কোটি টাকা খরচে তৈরি করা আর্সেনিক মুক্ত ট্রিটমেন্ট প্লান্টের ব্যাপক ক্ষতি হবে।

18/08/2025

আচমকা ফুলাহার নদীর দাপটে দুর্যোগে আতঙ্ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে মথুরাপুর এলাকা জুড়ে।

18/08/2025

আচমকা ফুলাহার নদীর দাপটে তলিয়ে গেল একাধিক গাড়ি। মানিকচকের মথুরাপুর শঙ্করটোলা ঘাটে ফুলহার নদীতে ভয়াবহ ভাঙন।

এই মুহূর্তে সব থেকে বড় খবর ! মালদার মানিকচকের মথুরাপুর শঙ্করটোলা ঘাটে ফুলহার নদীতে ভয়াবহ ভাঙন। গতকাল গভীর রাতে  #মথুরাপ...
18/08/2025

এই মুহূর্তে সব থেকে বড় খবর ! মালদার মানিকচকের মথুরাপুর শঙ্করটোলা ঘাটে ফুলহার নদীতে ভয়াবহ ভাঙন। গতকাল গভীর রাতে #মথুরাপুর #শংকরতলা ঘাটের উজানে প্রায় ১০০ মিটার নদীর পাড় হঠাৎ তলিয়ে গেল ফুলোহর নদীগর্ভে। গভীর রাত থেকেই স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতরাতেই স্থানীয় মানুষ এলাকার ডালপালা কেটে ভাঙুন রোধের চেষ্টা করছেন। অসংরক্ষিত এলাকায় যারা বসবাস করছিলেন তারা ইতিমধ্যে নিজ নিজ বাড়ি থেকে জিনিসপত্র ছড়িয়ে অস্থায়ীভাবে #বাঁধের উপর রাখতে শুরু করেছেন।

18/08/2025

গতকাল গভীর রাতে মথুরাপুর শংকরতলা ঘাটের উজানে প্রায় ১০০ মিটার নদীর পাড় হঠাৎ তলিয়ে গেল ফুলোহর নদীগর্ভে।

17/08/2025

পুরাতন মালদার সাহাপুর পাবনা পাড়া স্পোর্টিং ক্লাবের মাঠের ভিআইপি গ্যালারির কাজের শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার।

17/08/2025

অবশেষে গতকালকে পুরাতন মালদার মহিষবাথানি কদমতলী এলাকায় মহানন্দা নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ ছাত্রের নিথর দেহ উদ্ধার হল ঘটনার ২৪ ঘন্টা পর।

মর্যাদা আদায়ের লড়াই, শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় গৃহবধূ | প্রায় ৩২ বছর সংসার করার পর প্রাপ্তবয়স্ক তিন মেয়ে এবং স্ত্রীকে মা...
17/08/2025

মর্যাদা আদায়ের লড়াই, শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় গৃহবধূ | প্রায় ৩২ বছর সংসার করার পর প্রাপ্তবয়স্ক তিন মেয়ে এবং স্ত্রীকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো স্বামী সহ তৃতীয় পক্ষের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। রবিবার এই ঘটনার প্রতিবাদ জানিয়েই শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় বসেছেন প্রথম পক্ষের স্ত্রী ও তার তিন সাবালিকা মেয়ে।

মালদায় বিপদ সীমার উপর দিয়ে বইছে মহানন্দা ও ফুলহার নদী, গঙ্গায় মাঝেমধ্যেই ভাঙন |  #মালদায় বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি...
17/08/2025

মালদায় বিপদ সীমার উপর দিয়ে বইছে মহানন্দা ও ফুলহার নদী, গঙ্গায় মাঝেমধ্যেই ভাঙন | #মালদায় বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি না হলেও, উন্নতি হয়নি। এখনো চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে, গঙ্গা নদী । বিপদ সীমার উপর দিয়ে বইছে মহানন্দা ও ফুলহার নদী। #মানিকচকের #গোপালপুর, ও #বৈষ্ণবনগর এলাকায় #গঙ্গা নদীতে মাঝেমধ্যেই #ভাঙন দেখা যাচ্ছে।

রবিবাসরীয় দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল গুজরাটে ! দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল ২ শিশু সহ মোট ৮ জনের। দুর্ঘট...
17/08/2025

রবিবাসরীয় দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল গুজরাটে ! দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল ২ শিশু সহ মোট ৮ জনের। দুর্ঘটনাটি ঘটেছে সুরেন্দ্রনগরের দেদাদারা ও জামার গ্রামের সংলগ্ন এলাকায়। সুরেন্দ্রনগর-লাখতার হাইওয়ে একটি এসইউভি ও ছোট চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই লেগে যায় আগুন। কয়েক মিনিটের মধ্যে ছোট গাড়িটি সম্পূর্ণভাবে আগুন ধরে যায়। যার ফলে গাড়িতে থাকা সাত যাত্রীর আগুনে পুড়েই মৃত্যু হয়। যার মধ্যে দুই শিশুও ছিল বলে খবর। অপর আরেকটি গাড়িতে থাকা চার যাত্রী মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

বকেয়া টাকা ফেরত চেয়েছিলেন, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার, ভিন রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক!ফের একবার ভিন র...
17/08/2025

বকেয়া টাকা ফেরত চেয়েছিলেন, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার, ভিন রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক!ফের একবার ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল #মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। #মুর্শিদাবাদের #ফরাক্কা থানার অন্তর্গত ইমামনগর-নয়নসুখ গ্রামের বাসিন্দা কাদের শেখ (৩০) নামে এক যুবক গত বেশ কয়েক বছর ধরে #অন্ধ্রপ্রদেশে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

তিনদিনেই ৭ কোটি পার 'ধূমকেতু'র, রবিবারে উৎসব আমেজ, বলছেন উচ্ছ্বসিত পরিচালক !
17/08/2025

তিনদিনেই ৭ কোটি পার 'ধূমকেতু'র, রবিবারে উৎসব আমেজ, বলছেন উচ্ছ্বসিত পরিচালক !

Address


Alerts

Be the first to know and let us send you an email when NB24news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NB24news:

  • Want your business to be the top-listed Media Company?

Share