11/10/2025
🚨 অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য রাণীনগর থানার পুলিশের 💪
গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাণীনগর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে চালায় বিশেষ অভিযান। সেই অভিযানে গ্রেফতার এক যুবক, যার কাছ থেকে উদ্ধার হয়েছে —
🔹 দুটি দেশি আগ্নেয়াস্ত্র
🔹 একটি তাজা কার্তুজ
🔹 একটি মোটরসাইকেল (বাজেয়াপ্ত)
ধৃত যুবকের নাম পাপন শেখ (৩২), পিতা ওবায়দুল শেখ, বাড়ি পুরাতন ডিগ্রী, রাণীনগর, মুর্শিদাবাদ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম রাত ১১টা ১৫ মিনিট নাগাদ বাবুলতলী এলাকায় অভিযান চালায়। সন্দেহজনকভাবে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল পাপন শেখ। তাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অসৎ উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বহন করছিল সে।
ঘটনায় অস্ত্র আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে। শনিবার আদালতে তোলা হয় অভিযুক্তকে, ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে রাণীনগর থানার পুলিশ।
🔍 কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল পাপন শেখ, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।