NB24news

NB24news প্রতিমুহূর্তে ঘটে যাওয়া ঘটনার সাক্ষ NB24NEWS.
আমাদের নজর প্রতিটি খবরে |

প্রতিমুহূর্তে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী NB24News। ঘটনার গভীরে গিয়ে জনসমক্ষে নির্ভেজাল খবর পরিবেশন করার নাম NB24News। সত্য ও সাদা খবর প্রকাশ করে নিউজ NB24News.

11/01/2026

শুভেন্দুর গাড়িতে হামলা! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন? প্রতিবাদ সভার ডাক শুভেন্দুর !

11/01/2026

মালদা সহযোগিতা সমিতির ৩২তম প্রতিষ্ঠা দিবসে প্রান্তিক শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

11/01/2026

📰 যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদায়, বাড়ির অদূরে বাঁশবাগান থেকে উদ্ধার দেহ—খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, উত্তেজনায় রণক্ষেত্র হরিশ্চন্দ্রপুর !





11/01/2026

কনকনে শীতে অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াল লায়ন্স ক্লাব। শীতের প্রকোপে যখন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এল চাঁচল লায়ন্স ক্লাব।

📰 বন্ধ কারখানায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ: পুলিশের জালে অভিযুক্ত ‘প্রেমিক’, গ্রেপ্তার তৃণমূল যুব নেতা দীপঙ্কর অধিকারীবন...
10/01/2026

📰 বন্ধ কারখানায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ: পুলিশের জালে অভিযুক্ত ‘প্রেমিক’, গ্রেপ্তার তৃণমূল যুব নেতা দীপঙ্কর অধিকারী

বন্ধ কারখানার ভিতরে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য উত্তরপাড়া জুড়ে। এই ঘটনায় এবার পুলিশের জালে ধরা পড়ল নাবালিকার কথিত ‘প্রেমিক’ও। সে-ও নাবালক বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের যুব নেতা দীপঙ্কর অধিকারী ওরফে সোনাইকে। সব মিলিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও দীপঙ্করের আরও দুই সঙ্গী পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। শনিবার ধৃতদের টিআই প্যারেড (Test Identification Parade) করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণ অনুযায়ী, উত্তরপাড়ার বাসিন্দা বছর ষোলোর ওই নাবালিকা বৃহস্পতিবার সন্ধ্যায় তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভিতরে যায়। অভিযোগ, সেখানেই দীপঙ্কর অধিকারী ও তার দুই সঙ্গী মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে।

অভিযুক্ত দীপঙ্কর অধিকারীকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছে। উত্তরপাড়া ও হুগলি জেলার শাসকদলের একাধিক নেতার সঙ্গে তার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিষয়টি ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

এই ঘটনাকে ঘিরে বিজেপির তরফে তীব্র কটাক্ষ করা হয়েছে। বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন,
“এরা তৃণমূল করে বলেই মনে করেছে যা খুশি করা যায়। দলের নেত্রী ফাইল নিয়ে আসছেন—এসব দেখেই নিচুতলার কর্মীরা সাহস পাচ্ছে।”

উল্লেখযোগ্যভাবে, এর আগেও হিন্দমোটরের একটি ভেড়িতে মাছ চাষ করা এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দীপঙ্কর অধিকারীর বিরুদ্ধে। সেই হুমকির অডিও ক্লিপ ভাইরাল হতেই তৃণমূল অস্বস্তিতে পড়ে। ভাইরাল অডিওতে অভিযুক্ত নিজেকে উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সহ-সভাপতি বলে পরিচয় দিচ্ছিল বলে অভিযোগ। যদিও সেই অডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি।

ধর্ষণের অভিযোগে সেই যুবক গ্রেপ্তার হওয়ায় শাসকদলের অস্বস্তি যে আরও বেড়েছে, তা মানছেন রাজনৈতিক মহলের একাংশ।

যদিও স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন,
“আমাদের দল এখন ক্ষমতায় রয়েছে। তাই অপকর্ম করার জন্য দুষ্কৃতীরা ঢুকে পড়তেই পারে। তবে দল কখনও এই ধরনের অপরাধ বরদাস্ত করে না। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া উচিত।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।









📰 এসআইআর নোটিসে উদ্বেগ, স্বাধীনতা সংগ্রামীর তাম্রপত্রই হয়ে উঠল বড় প্রমাণ—সিউড়ির মুখার্জি পরিবারে স্বস্তিএসআইআর (Speci...
10/01/2026

📰 এসআইআর নোটিসে উদ্বেগ, স্বাধীনতা সংগ্রামীর তাম্রপত্রই হয়ে উঠল বড় প্রমাণ—সিউড়ির মুখার্জি পরিবারে স্বস্তি

এসআইআর (Special Intensive Revision)–এর নোটিসে দুশ্চিন্তায় পড়েছিল সিউড়ির এক স্বাধীনতা সংগ্রামীর পরিবার। তবে শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামী শ্বশুরের তাম্রপত্রই বড় প্রমাণ হয়ে দাঁড়াল তাঁদের ভারতীয় নাগরিকত্বের ক্ষেত্রে।

জানা গেছে, বীরভূম জেলার সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া এলাকার বাসিন্দা কল্পনা মুখার্জি ও তাঁর স্বামীর নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। সেই কারণেই কল্পনা মুখার্জি, তাঁর দুই ছেলে ও এক মেয়ের নামে এসআইআর সংক্রান্ত হিয়ারিং নোটিস পৌঁছায় বাড়িতে।

ইতিমধ্যেই কল্পনা মুখার্জির স্বামী কর্মরত অবস্থায় বহু বছর আগে প্রয়াত হয়েছেন। ফলে আচমকা এই নোটিসে চরম উদ্বেগে পড়ে গোটা পরিবার।

এই পরিবারের শ্বশুরমশাই ছিলেন জীবনানন্দ মুখোপাধ্যায়—একজন স্কুল শিক্ষক এবং একই সঙ্গে একজন স্বীকৃত স্বাধীনতা সংগ্রামী। উল্লেখযোগ্য বিষয়, ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত থেকে স্বাধীনতা সংগ্রামী তাম্রপত্র সম্মানে ভূষিত হন তিনি। অথচ সেই স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই—এই বিষয়টি ঘিরে তৈরি হয় বিস্ময় ও প্রশ্ন।

নোটিস অনুযায়ী নির্ধারিত দিনে কল্পনা মুখার্জি তাঁর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সিউড়ি ১ নম্বর ব্লক অফিসে হিয়ারিংয়ে উপস্থিত হন। সঙ্গে নিয়ে যান—

তাঁর প্রয়াত স্বামীর কর্মরত অবস্থার সরকারি নথিপত্র

বিভিন্ন স্থায়ী পরিচয় সংক্রান্ত ডকুমেন্ট

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, স্বাধীনতা সংগ্রামী জীবনানন্দ মুখোপাধ্যায়ের ১৯৭২ সালের তাম্রপত্র

এই তাম্রপত্রই এদিন সবচেয়ে জোরালো প্রমাণ হিসেবে উপস্থাপিত হয় হিয়ারিং রুমে, যা তাঁদের ভারতীয় নাগরিকত্বের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হিয়ারিং শেষে কল্পনা মুখার্জি জানান,
“২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণেই আমাদের বাড়িতে নোটিস আসে। নোটিস অনুযায়ী আজ আমরা চারজন ব্লকে এসেছি। প্রমাণ হিসেবে স্বামীর সমস্ত সরকারি কাগজপত্র এবং আমার শ্বশুরমশাইয়ের স্বাধীনতা সংগ্রামী তাম্রপত্র জমা দিয়েছি।”

সব মিলিয়ে, করিধ্যা পঞ্চায়েতের স্বাধীনতা সংগ্রামী জীবনানন্দ মুখার্জির পরিবারের ক্ষেত্রে সেই ঐতিহাসিক তাম্রপত্রই আজ ভারতীয় নাগরিকত্বের এক শক্তিশালী দলিল হয়ে দাঁড়াল।








👇🚨 শান্তিপুরে দুঃসাহসিক চুরি: সোনার দোকান ও হোমিওপ্যাথিক ওষুধের দোকানে হানা, লক্ষাধিক টাকার সম্পত্তি লোপাটনদীয়া জেলার শ...
10/01/2026

👇

🚨 শান্তিপুরে দুঃসাহসিক চুরি: সোনার দোকান ও হোমিওপ্যাথিক ওষুধের দোকানে হানা, লক্ষাধিক টাকার সম্পত্তি লোপাট

নদীয়া জেলার শান্তিপুরে ফের ভয়াবহ চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে শহরের প্রাণকেন্দ্র শান্তিপুর রেলবাজার সংলগ্ন দেবনাথ সুপার মার্কেটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় দশটার মধ্যে মার্কেটের সমস্ত দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান। এরপর গভীর রাতে, আনুমানিক রাত ২টা থেকে আড়াইটে নাগাদ, এক ব্যক্তি বা চোরের দল মার্কেটের ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রথমে একের পর এক সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়, যাতে পরিচয় শনাক্ত করা না যায়।

🔓 সোনার দোকানে বড়সড় চুরি
মার্কেটে ঢুকেই প্রথমে একটি সোনার দোকানের শাটার ও কলাপসিবল গেট ভেঙে ভিতরে প্রবেশ করে চোরের দল। সেখান থেকে প্রায়

৪০০ গ্রাম সোনা,

দেড় কেজি রুপো,

প্রায় ১ লক্ষ টাকা নগদ অর্থ,

এবং দোকানে থাকা সিসিটিভি ডিভাইস চুরি করে নিয়ে যায় তারা।

💊 পাশের হোমিওপ্যাথিক ওষুধের দোকানেও হানা
এরপর পাশের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে ড্রয়ার ভেঙে নিয়ে যায় প্রায় ৭৫ হাজার টাকা নগদ অর্থ ও সিসিটিভি ক্যামেরার ডিভাইস।

😱 ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান।

👮‍♂️ তদন্তে শান্তিপুর থানার পুলিশ
খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশেপাশের বিভিন্ন দোকান ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চোরের দলকে শনাক্ত করতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।








🗳️ ২০২৬-এর বিধানসভা নির্বাচন: মালদা–মুর্শিদাবাদে তৃণমূলের প্রচারের মূল অস্ত্র ‘পরিযায়ী শ্রমিক ইস্যু’— মালদা থেকেই স্পষ্...
10/01/2026

🗳️ ২০২৬-এর বিধানসভা নির্বাচন: মালদা–মুর্শিদাবাদে তৃণমূলের প্রচারের মূল অস্ত্র ‘পরিযায়ী শ্রমিক ইস্যু’— মালদা থেকেই স্পষ্ট বার্তা অভিষেকের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মালদা ও মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল যে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের ইস্যুকেই কেন্দ্র করে, তা এদিন মালদা থেকেই কার্যত স্পষ্ট করে দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

📍 পুরাতন মালদার জলঙ্গি ময়দানে পরিযায়ী শ্রমিক ইস্যুতে আয়োজিত সভায় অংশ নেন তিনি। দুপুর একটা নাগাদ মঞ্চে প্রবেশ করেন অভিষেক। সভার শুরুতেই সাম্প্রতিক কালে ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের মঞ্চে ডেকে নেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলেন, শোনেন নির্যাতনের অভিজ্ঞতা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কালিয়াচকের আমির শেখ, যাঁকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছিল বলে অভিযোগ।

🔥 বক্তব্যের শুরু থেকেই চাঁচাছোলা ভাষায় বিজেপি ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন অভিষেক ব্যানার্জি। সরাসরি নিশানা করেন হুমায়ুন কবীরকে। ব্রিগেডের ‘প্যাটিস কাণ্ড’ নিয়েও সরব হন তিনি। অভিষেকের স্পষ্ট বার্তা—
“মালদা–মুর্শিদাবাদের মানুষকে বোকা ভাববেন না।”

👷‍♂️ পরিযায়ী শ্রমিক ইস্যুকেই মালদা ও মুর্শিদাবাদের জন্য মূল রাজনৈতিক হাতিয়ার হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি বা কংগ্রেস জেতার পরই সাধারণ মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। কংগ্রেস নেতারা কোথাও শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন না বলেও দাবি করেন তিনি।

📞 অভিষেক বলেন, “তৃণমূল মানুষের ফোন ধরবে, সমস্যা শুনবে, সমাধান করবে।”
একই সঙ্গে প্রতিশ্রুতি দেন, এই মাটিতেই কর্মসংস্থান হবে, কেউ ভিন রাজ্যে ফিরে যেতে বাধ্য হবেন না।

⚔️ রাজনৈতিক আক্রমণে এক সারিতে তিনি তুলে ধরেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, খগেন মুর্মু, এমনকি ইসা খান ও অধীর চৌধুরীর নামও।

🚩 প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন,
“১৭ তারিখ প্রধানমন্ত্রী যে মাঠে সভা করবেন, ফেব্রুয়ারিতে আমি সেই মাঠেই পাল্টা সভা করব।”

✍️ সভার শেষে পাঁচজন পরিযায়ী শ্রমিকের লিখিত সমস্যার উত্তর দেন অভিষেক ব্যানার্জি। এরপর শ্রমিকদের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজন সেরে সভাস্থল ত্যাগ করেন তিনি।









🚨 মালদায় বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার, একজন পালিয়ে গেল সীমান্ত দিয়েভারত–বাংলাদেশ সীমান্তে ফের তৎপরতা! মালদা থা...
10/01/2026

🚨 মালদায় বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার, একজন পালিয়ে গেল সীমান্ত দিয়ে

ভারত–বাংলাদেশ সীমান্তে ফের তৎপরতা! মালদা থানার পুলিশ এক বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলেও অপর একজন সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অভিযোগ।

👤 পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কাউসার আলি (২৪)। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা।
ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আদমপুর এলাকা সংলগ্ন ভারত–বাংলাদেশ সীমান্তে।

🌊 স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্দেহভাজন যুবক সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। নদী পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। সেই সময় সীমান্তে টহলরত মুচিয়া বিওপি’র বিএসএফ জওয়ানরা তাঁদের ধাওয়া করে। ধাওয়ার সময় কাউসার আলিকে ধরে ফেললেও অপর যুবক নদী সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়।

📄 বৃহস্পতিবার বিএসএফ-এর পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং ধৃত বাংলাদেশি নাগরিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শুক্রবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

🗣️ আদালতে যাওয়ার পথে ধৃত বাংলাদেশি জানায়, সে বেশ কিছুদিন আগে আরেকজনের সঙ্গে চোরাপথে ভারতে প্রবেশ করে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল। বুধবার তারা ফের নদী পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময়ই বিএসএফ-এর হাতে ধরা পড়ে যায় সে।

🔍 ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। পালিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চলছে।









01/01/2026

সিসিটিভি ক্যামেরা তার ছিড়ে দেওয়ার অপবাদ দিয়ে দিনমজুরকে বাড়িতে ঢুকে বেধড়ক মা*রধ*রের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে।

01/01/2026

হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ! বিজেপিকে তীব্র কটাক্ষ জয়া দত্তের, উন্নয়নের বার্তা তাজমুলের

30/12/2025

কার্নিভাল নিয়ে টানাপোড়েন, পুলিশ সুপারের হস্তক্ষেপে সমাধান

মালদা, চাঁচল:
প্রতিবছরের মতো এবারও ৩১শে ডিসেম্বর নতুন বছরকে স্বাগত জানাতে চাঁচল সদরে অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল। দীর্ঘদিন ধরেই চাঁচল সদরের তরলতলা এলাকায় এই কার্নিভাল আয়োজন হয়ে আসছিল। সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় ব্যান্ড শো এবং রাত বারোটায় আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করার রীতি রয়েছে এই কার্নিভালে।

Address

MALDA
English Bazar
732101

Alerts

Be the first to know and let us send you an email when NB24news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NB24news:

Share