06/11/2025
💔 পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া, পরিবারের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিরা 💔
📍 মালদা:
পেটের টানে ভিনরাজ্যে পাড়ি, কিন্তু আর ফেরা হল না। দিল্লির শিলমপুরে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মালদার চাঁচল ১ নম্বর ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের কনুয়া উত্তরপাড়ার বাসিন্দা সাজেদুল ইসলামের (বয়স ৪০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সংকট মেটাতে সাত মাস আগে দিল্লিতে লেবারের কাজ নিতে গিয়েছিলেন সাজেদুল। তিন দিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার আগেই তাঁর মৃত্যু হয়।
🏠 পরিবারে শোকের মাতম:
বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে অকালে চলে গেলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। হঠাৎ এই মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
👩👧 মৃতের স্ত্রী রাবি খাতুন বলেন,
“সাত মাস আগে কাজ করতে গেছিল। হঠাৎ অসুস্থ হয়ে কালকে মারা যায়। এখন সংসার কীভাবে চলবে কিছুই বুঝতে পারছি না। প্রশাসন যেন পাশে দাঁড়ায় — এই আবেদন করছি।”
🤝 পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন ও দলীয় নেতৃত্ব:
বৃহস্পতিবার খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে উপস্থিত হন —
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসূন ব্যানার্জি,
পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের সদস্য ও সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,
তৃণমূল ব্লক সভাপতি আফসার আলি,
মহিলা সভানেত্রী শ্রাবণী চৌধুরী,
সমাজসেবী ফিরোজ চৌধুরী ও বাবু সরকার প্রমুখ।
এছাড়াও চাঁচল ১ ব্লকের বিডিও পৌষালী চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে পরিবারের হাতে সরকারি সহায়তা তুলে দেন।
🗣️ এটিএম রফিকুল হোসেন বলেন,
“খুবই দুঃখজনক ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আমরা পরিবারের পাশে আছি, প্রশাসনিক দপ্তরকেও জানানো হয়েছে। প্রয়োজনীয় সব সাহায্য করা হবে।”
🙏 এক পরিযায়ী শ্রমিকের অকালে মৃত্যু আবারও সামনে আনল ভিনরাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকদের জীবনের অনিশ্চয়তা ও পরিবারের অসহায়তার ছবি।