LIVE বাংলা Tv

LIVE বাংলা Tv LIVE BANGLA TV IS A WEB PORTAL NEWS .WE ARE TELECAST VERIOUS NEWS AND ENTARTAINMENT PROGRAME.

ADMISSION NOTICE...
19/06/2025

ADMISSION NOTICE...

MAHA KUMBH VOLVO ROUND TRIPPlease Call: 9933367890 / 9832492567TOUR SCHEDULE(1) 10/2/25 to 14/2/25(2) 24/2/25 to 28/2/25...
01/02/2025

MAHA KUMBH VOLVO ROUND TRIP
Please Call: 9933367890 / 9832492567
TOUR SCHEDULE
(1) 10/2/25 to 14/2/25
(2) 24/2/25 to 28/2/25

13/07/2024

মালদা: হীরের গয়না কেনার জন্য এবার সুবর্ণ সুযোগ মালদহে। নামি গয়না প্রস্তুতকারী সংস্থা তানিক্সের তরফে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ অফার। আগামী ১৮ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত 'ডায়মন্ড ফেস্টিভ্যাল' পালন করবে সংস্থা। এই সময়ের মধ্যে হীরের সমস্ত গয়না কেনাকাটার ওপর ছাড় পাবেন ক্রেতারা। যেকোনও গয়নার মজুরির ওপর ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। তবে এখানেই শেষ নয়, এর পাঁচ দিন আগে থেকেই এই সংস্থা নিজস্ব ব্র্যান্ডের ক্রেতাদের জন্য ঘোষণা করেছে আরও তিন শতাংশ পর্যন্ত বাড়তি ছাড়। সেক্ষেত্রে ক্রেতাদের জন্য থাকছে ২৮ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ।
শনিবার এক সাংবাদিক বৈঠকে সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, হীরের গয়না মানেই বিপুল বাজেট এমনটা নয়। সংস্থার শোরুমে মাত্র দশ হাজার টাকা থেকে কানের দুল এবং হাতের আঙুলের রিং মিলবে। নেকলেস মিলবে মাত্র ৮০ হাজার টাকা থেকেই। কম খরচে, কম ওজনের, সব সময় ব্যবহার করার মতো প্রচুর হীরের গয়না নিয়ে শুরু হচ্ছে আকর্ষণীয় এই ফেস্টিভ্যাল। এখানে এলে হীরের গয়না মিলবে বাজেটের মধ্যে। এছাড়া শোরুমে এলে পুরনো সোনা ও হীরের গয়না বদল করে নতুন অলংকার কেনার সুযোগও থাকবে।

13/06/2024

পবিত্র ঈদ উপলক্ষে মালদা শহরে বাজাজ এর শোরুম প্ল্যানেট wheels নিয়ে এলো গ্রাহক দের জন্য দারুন অফার.এই ঈদ এ পালসার বাইক এর দাম শুরু হচ্ছে মাত্র 80 হাজার 416 টাকা থেকে.অত্যাধুনিক প্রযুক্তি তে মোড়া ব্লু -টুথ, নেভিগেশন,usb চার্জার,up-side down সকার আরো অনেক আপগ্রেড ফিচার এ সমৃদ্ধ বইক এবার সবাইকে তাক লাগিয়ে দেবে বলেই দাবি করেছেন প্ল্যানেট wheels যদুপুর গাবগাছি শোরুম এর কর্তৃপক্ষ. তাই আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা যদুপুর গাবগাছি মালদা।

11/06/2024

মালদা, ১১ জুন: আর্মড ফোর্সে যোগদানে উৎসাহী করতে উদ্যোগ নিল বিএসএফ। ১১ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসির কম্বাইনড বার্ষিক ট্রেনিং ক্যাম্পে বিএসএফের জীবনযাত্রা তুলে ধরার পাশাপাশি অস্ত্র প্রদর্শনীও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি ভি টি কায়ারকর, বিএসএফের মালদা সেক্টরের সিও, এনসিসি মালদা জোনের কমানড্যান্ট সহ অন্যান্যরা।
ডিআইজি বলেন, আজ ১১ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসির কম্বাইনড বার্ষিক ট্রেনিং ক্যাম্প চলছে। এনসিসি ক্যাডেটদের উৎসাহিত করতে বিএসএফের পক্ষ থেকে আমরা এসেছি। কীভাবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে যোগদান করা যায়, কোন কোন পদে তারা যোগদান করতে পারেন সে সব তথ্য আমরা তাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি আজ এখানে অস্ত্র প্রদর্শনীও করা হয়েছে।

19/04/2024
06/04/2024

মালদা :নামি গয়না প্রস্তুতকারী সংস্থা 'তানিক্স' মালদহে তাঁদের শোরুমের সম্প্রসারণ করল। একইসঙ্গে ক্রেতাদের জন্য শুরু হয়েছে কেনাকাটায় বিশেষ অফার। আগামী ৭ এপ্রিল পর্যন্ত প্রতিটি গয়নার কেনাকাটার ওপর থাকছে উপহার সোনার কয়েন। মালদহের সর্বমঙ্গলাপল্লী এলাকায় তানিক্সের শো-রুম আয়তন তিন হাজার বর্গফুটের বেশি বাড়ানো হয়েছে। বহুতল ভবনের নতুন আরও একটি তলা এই শোরুমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এরফলে ক্রেতারা একদিকে যেমন সোনা, হিরে এবং প্লাটিনাম গয়নার বিপুল কালেকশন দেখতে পাবেন। পাশাপাশি কেনাকাটার ক্ষেত্রেও সুবিধা হবে।
এদিন নবরুপে সজ্জিত এবং সম্প্রসারিত শোরুমের উদ্বোধন করেন তানিক্সের রিজিওনাল বিজনেস ম্যানেজার (ইস্ট) অলোক রঞ্জন।
সংস্থার তরফে জানানো হয়, এই নতুনভাবে সজ্জিত শোরুমে বিভিন্নভাবে পুরনো গয়না বদল, বিভিন্ন শ্রেণীর মানুষ নিজেদের ক্রয়ক্ষমতা অনুযায়ী পছন্দসই গয়না কিনতে পারবেন।

15/02/2024

মালদা : সন্দেশ খালিতে মহিলাদের সাথে হয়ে যাওয়া নির্যাতনের প্রতিবাদে ও মালদা সহ রাজ্যে মহিলাদের উপর অত্যাচার ও ধর্ষণ করে মেরে ফেলার প্রতিবাদে আজ মালদা ডি.এম অফিস ঘেরাও করে জেলা বিজেপি যুব মোর্চা ও বিজেপি নেতৃত্বরা ।পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি সমর্থকরা। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়।

05/02/2024

মালদা শহরের নাবালিকা স্কুলছাত্রী হত্যাকান্ডে রবিবার নিহত ছাত্রীর পরিবারবর্গের সঙ্গে দেখা করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্যদের প্রতিনিধি। তারা কথা বলেন পরিবারবর্গের সঙ্গে। এরপর' সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনা প্রসঙ্গে কি বললেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারী দিব্যা গুপ্তা শুনুন তার মুখ থেকেই---

24/01/2024

মালদা, ২৪ জানুয়ারি: পপি মন্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে। দুজনেই সাবালিকা মহিলা । শুনতে অবাক লাগলো ঘটনাটি সত্যি। মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যানটা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন। আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান। সমকামীর বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যানটা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস, প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়।
দুই সমকামী মহিলা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বুধবার গভীর রাতে মালদা ইংরেজবাজার শহরের হ্যানটা কালিবাড়ি মোড়ে ওই দুই সমকামী মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ওই দুই মহিলার বক্তব্য, দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন । সামাজিক সমালোচনার ভয় তারা করেন না। তাঁদের ভালোবাসার জয় হয়েছে । এমনটাই দাবি করেছেন ওই দুই সমকামী মহিলা।

Address

English Bazar

Telephone

+917478689088

Website

Alerts

Be the first to know and let us send you an email when LIVE বাংলা Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LIVE বাংলা Tv:

Share