24/12/2024
|| ভালো থাকা, ভালো রাখা ||
জীবনে ভালো থাকতে গেলে কি চাই? আপনি বলবেন-আর্থিক সঙ্গতি, তাই তো? আমি বলবো সে তো বটেই, কিন্তু তার চেয়েও বড় একটা জিনিস! কি জানেন? ভালোবাসা। শুধু নিজেকে নয়। যাদেরকে জড়িয়ে আমাদের জীবন প্রকৃত অর্থেই "জীবন" পদবাচ্য হয়ে উঠেছে, যাদের ভালো থাকায় আমাদের ভালো থাকা, তাদেরকে ভালোবাসা, ভালো রাখা।
এইবার আপনি বলতেই পারেন যে,সবার আগে তো আমার নিজের কথাই ভাবা উচিত, আমি বলবো অবশ্যই! সবার আগে আপনি নিজেকে রাখুন। নিজেকে এতটা যোগ্য করে তুলুন যাতে একদিন আপনাকে চোখে দেখাটাও মানুষের কাছে স্বপ্নের মতো হয়। কিন্তু সাথে সাথে এই কথাটাও মাথায় রাখুন যে, দিনের শেষে আপনার আমিটা কিন্তু শুধু আপনার একার নয়। এই সুজলা, সুফলা, শস্য, শ্যামলা পৃথিবীর বুকে যাদের স্নেহ, মায়া, মমতায় আপনি একটু একটু করে পল্লবিত হয়ে আজ সফলতার উচ্চ আসনে আসীন হয়েছেন, মনে রাখবেন আপনার সেই "আমি"র ওপর তাদেরও কিন্তু সমান অধিকার।
দিনটি ছিল ২৩ শে জুন ২০০৬ সাল। আমেরিকান পরিচালক ফ্রাঙ্ক কোরাসির পরিচালনায় মুক্তি পেলো"ক্লিক" নামের একটি অনবদ্য ছবি। যেখানে মাইকেল নিউম্যান নামের একজন কাজপাগল আৰ্কিটেক্ট হাতে পেল একটি আশ্চর্য রিমোট যা দিয়ে তার জীবনের যে কোনো পছন্দের মুহূর্তে পৌঁছে যাওয়া তার পক্ষে সম্ভব হলো। কিন্তু বিপদটা হলো তারপরেই, অর্থের নিদারুণ প্রয়োজনে সে শেষ পর্যন্ত রিমোটের সহায়তায় একদিন তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছলেও দুর্ভাগ্যবশত হারিয়ে ফেলল তার সেই পরিবারকে, যাদেরকে নিয়ে সে একদিন প্রাচুর্যপূর্ণ সুখীজীবনের স্বপ্ন দেখেছিল।
খুব সাবধান মশাই! প্রাচুর্য্যর পিছনে ছুটতে গিয়ে নিজেকে যেন হারিয়ে ফেলবেন না, যাদেরকে ঘিরে আপনার ভালো থাকা তাদেরকে হারিয়ে ফেলবেন না।
জীবনকে উপভোগ করতে শিখুন। আনন্দ করে বাঁচুন। অতীত আপনি ফেলে এসেছেন আর ভবিষ্যতের হাঁড়ির খবর আপনার জানা নেই।
কাজেই প্রাণভরে বাঁচুন, ভালো থাকুন ভালোবাসার মানুষদেরকে নিয়ে।
• লেখায় : অন্বয় মুখোপাধ্যায়।
• অলংকরণে : সঞ্জনা।
#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19