বং Quotes

বং Quotes হৃদয়ের দোলাচালে মৃত অনুভূতির কিছু সোর্স,
স্মৃতির ব্যালকনি থেকে উঠুক শব্দের “বং-𝐐𝐮𝐨𝐭𝐞𝐬”

29/04/2025

| বিশ্ব নৃত্য দিবস |

• কলমে ও অলংকরণে: সঞ্জনা 🌼

#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

|| মোর বাংলা ভাষা ||• লেখায় ও অলংকরণে : পৌলমী। #বং_Quotes𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇instagram.com/Bong_Quotes_19
21/02/2025

|| মোর বাংলা ভাষা ||

• লেখায় ও অলংকরণে : পৌলমী।

#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

17/02/2025

জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি 🌼

#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

01/02/2025

"মা তুমি কিন্তু আজ রাতে মনে করে কাঁচা হলুদ বের করে রাখবে সকালেই কিন্তু আমার একদম তৈরী চায়। "

মনে আছে সেই ছোট্টতে প্রথম যখন স্কুলে ভর্তি হয়েছিলাম তারপর থেকেই সরস্বতী পূজোগুলোতে স্কুল হয়ে উঠে আমাদের প্রথম প্রায়োরিটি। সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে সারা গায়ে হলুদ মেখে, অবশেষে মায়ের কাছে সাজুগুজো করতে বসা।মায়ের সেই পছন্দের শাড়িটি মায়ের হাতেই পরে নিয়ে বাবার হাত ধরে স্কুলে যাওয়া। তারপর সব বন্ধুদের সাথে দাঁড়িয়ে স্কুলে অঞ্জলি দেওয়া আর তারপর পেট পুরে স্কুলে বসে খিচুড়ি খাওয়া হ্যাঁ এইতো ছিল সে দিনের সরস্বতী পূজা । তারপর পূজোর শেষে ২দিন পরে স্কুলের সব বন্ধুদের সাথে আনন্দ করতে করতে প্রতিমা বিসর্জন করতে যাওয়া হ্যাঁ এগুলোই তো ছিল প্রত্যেকটা মেয়ের আবেগ ।
কিন্তু এখন এসব কই চোখে পরে তেমন!
সেই ছোট্ট মেয়ে গুলো আজ যে অনেক বড়ো হয়ে গেছে ।
হারিয়েছে হারিয়েছে সব হারিয়েছে!!!

কলমে : মনু গুপ্ত
চিত্র সংগৃহীত

#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

বেশ কয়েক-মাস ধরে একটা ব্যাপার লক্ষ্য করছি। আজকাল মানুষ সবকিছুর ওপরেই আগ্রহ হারিয়ে ফেলছে।  কোনোকিছুর প্রতি তার স্পৃহা নেই...
27/12/2024

বেশ কয়েক-মাস ধরে একটা ব্যাপার লক্ষ্য করছি। আজকাল মানুষ সবকিছুর ওপরেই আগ্রহ হারিয়ে ফেলছে। কোনোকিছুর প্রতি তার স্পৃহা নেই, কোনো কিছু সম্পর্কে জানার আগ্রহ নেই, নেই কোনো কৌতূহল অজানাকে জানার প্রতি। কেমন যেন খামখেয়ালি আর উদ্ভট একটা জীবনকে সে যাপন করে চলেছে! কর্ম জীবনে প্রচন্ড চাপ, পড়াশোনা নিয়ে চাপ ও জীবনে আরো বহু ব্যক্তিগত চাপ থাকে এটা বাস্তব ; কিন্তু এসবের কারণে আজকের মানুষ এইভাবে নির্লিপ্ত হয়ে পড়বে? এইভাবে আগ্রহ হারিয়ে ফেলবে নিজের ওপর?

কি জানি বাপু! মনের মধ্যে বোধহয় প্রচন্ড চাপ!!!

• অলংকরণে : সঞ্জনা।
• লেখায় : মনু গুপ্ত।

#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

দেব আমাদের প্রজন্মের সুপার-স্টার এবং আমার ছোটবেলার প্রথম স্টার। দেবকে দেখেই পাগলুর টুপি দেওয়া জামা কিনেছিলাম। তখন বোদ্ধা...
26/12/2024

দেব আমাদের প্রজন্মের সুপার-স্টার এবং আমার ছোটবেলার প্রথম স্টার। দেবকে দেখেই পাগলুর টুপি দেওয়া জামা কিনেছিলাম। তখন বোদ্ধার মতো কাহিনী, প্লট, অভিনয় দক্ষতা বিচার করতাম না। বুড়ো যতও হচ্ছি, মানুষের ভেতরে দোষ দর্শন ততও বেশি করছি। স্বাভাবিক সেটা। তবে খাদানের প্রমোশন করতে দেব কলকাতার মানুষদের ভাষায় "গ্রাম-গঞ্জে" ঘুরে বেড়িয়েছে। হ্যাঁ অনেকটা পরিশ্রম করেছে। গতানুগতিক লাভার বয় চরিত্রে অভিনয় করা দেব ;অনেকগুলো ভিন্ন স্বাদের সিনেমা ইতিমধ্যে ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছে। দেব জানে তার অডিয়েন্স কলেজ-ইউনিভারসিটির পড়ুয়ারা। হ্যাঁ আমাদেরই তো সুপারস্টার ছিল দেব।
চ্যালেঞ্জ,রোমিও,পরান যায় জলিয়া রে, রংবাজ, সেদিন দেখা হয়েছিল...আর দুই পৃথিবী। জিৎ আর দেবকে আর হয়তো একসাথে দেখতে পাবো কিনা জানিনা, তবে যীশু আর দেবের যে কম্বিনেশন খাদানে রয়েছে তা নিঃসন্দেহে কিছুটা হলেও আমার মতো দর্শকদের নতুনত্ব ও সান্ত্বনা দেবে। আমাদের বড়রা যারা রয়েছে তারা যেমন তাদের সময়ের সুপারস্টারকে নিয়ে গুণকীর্তন করে, আমরাও যেন ঠিক তেমনটা করতে পারি। হিন্দি,ইংলিশ,দক্ষিণী সিনেমা দেখলেও বাংলা সিনেমা অনেকটা সেই ডাল ভাতের মতো। ওতে বাজেট না থাকলেও শান্তি আর নস্টালজিয়ার খোরাক রয়েছে। আসলে পথের পাঁচালী, সত্যজিৎ রায়; এসবের স্মৃতিমেদুরতা আর গৌরবের অম্বলে প্রত্যাশা একটু বেশি করে বাঙালি,তাও আবার অপর বাঙালির কাছে। হ্যাঁ জাতের অভিমান মশাই। জানি ভাষা আর জাতির আবেগের দোহাই দিয়ে কমার্শিয়াল সিনেমা চলে না, চললেও সেটা সিমপ্যাথিতে; সমালোচকরা তাই বলবে। এটা কোন সলিউশন না। তুবুও না, একটা আপন ব্যাপার আছে বস...

• লেখায় : আকাশ ।
• চিত্র : সংগৃহীত।



#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

25/12/2024

সর্বজীবের পরম পিতা,পরম আশ্রয় একজন।যীশু পরম পিতা ঈশ্বরের পুত্র। শ্রুতিতে বলা হয়েছে,“আত্মা বৈ জায়তে পুত্র:”; পিতা পুত্রের মাধ্যমে নিজেকে ব্যক্ত করেন। তাই পুত্র পিতার স্বঅংশ। যেমনটা শ্রী হনুমান হনুমান-চালিসায় “শংকর সুবন” তথা শঙ্করের পুত্র হওয়ার সাথে সাথে রুদ্রাবতার বলেও কথিত হন। যদ্যাপি শাস্ত্রে অবতারের লক্ষণ বলা আছে।তাই যীশু পরম পিতার সাথে অভেদ হচ্ছেন কিন্তু যীশু কি শাস্ত্রে কথিত অবতার? না, তবে শাস্ত্রে যীশুর উল্লেখ না থাকলেও তত্ত্ববোধ থাকলে যীশু অবতার হিসেবে উপলব্ধ হোন। যুগপুরুষ রামকৃষ্ণদেব যীশুকে অবতার মেনেছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কে বলছেন গীতায় -

"যদ্ যদ্ বিভূতিমৎ সত্ত্বং শ্রীমদূর্জ্জিতমেববা।
তত্তদেবাবগচ্ছ ত্বং মম তেজোহংশসম্ভবম্।।”

অর্থঃ- যাহা যাহা কিছু ঐশ্বর্য্যযুক্ত, শ্রীসম্পন্ন অথবা অতিশয় শক্তিসম্পন্ন তাহাই আমার শক্তির অংশসম্ভূত বলিয়া জানিবে।

তাই তত্ত্ব বিচার করলে, “বসুধৈব কুটুম্বকম" ভাবলে,পরম পিতাকে আর্থসামাজিক গণ্ডি পেরিয়ে এক মনে করলে। পূর্ণব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণের অংশসম্ভূত, কিংবা পিতা পুত্রের অভেদাত্মক সম্পর্ক স্থাপিত হয় ভগবান যীশুর সাথে। এবার শাস্ত্রে এই ভগবান শব্দটির সংজ্ঞা যা বলা হয়েছে তা হলো যিনি ভগ বা ছয়টি গুন যুক্ত। শাস্ত্র বিচারের নিরিখে কর্মকাণ্ড বা বিধিবৎ পূজনে একমাত্র পঞ্চ দেব কিংবা তাদের শাস্ত্রমান্য অবতার তত্ত্বই স্বীকৃত। তাই শাস্ত্রীয়ভাবে যীশু কে অবতার না মানলেও তত্ত্ব উপলব্ধি অনুযায়ী তিনি অবতার। ঋষি কবি রবি ঠাকুরও খানিকটা উপলব্ধি নিয়ে বলছেন -

“বেদমন্ত্রে আছে তিনি আমাদের পিতা: পিতা নোহসি। সেইসঙ্গে প্রার্থনা আছে: পিতা নো বোধি। তিনি যে পিতা এই বোধ যেন আমাদের মনে জাগে। সেই পিতার বোধ যিনি দান করতে এসেছিলেন তিনি ব্যর্থ হয়ে, উপহসিত হয়ে, ফিরছেন আমাদের দ্বারের বাইরে-- সেই কথাকে গান গেয়ে স্তব করে চাপা যেন না দিই। আজ পরিতাপ করবার দিন, আনন্দ করবার নয়। আজ মানুষের লজ্জা সমস্ত পৃথিবী ব্যাপ্ত ক'রে। আজ আমাদের উদ্ধত মাথা ধুলায় নত হোক, চোখ দিয়ে অশ্রু বয়ে যাক। বড়োদিন নিজেকে পরীক্ষা করবার দিন, নিজেকে নম্র করবার দিন।”

বড়োদিন সকলের ভালো কাটুক।এন্টনি কবিয়ালের গলায় গলা মিলিয়ে বলি -

"খৃষ্টে আর কৃষ্টে কোনও তফাৎ নাই রে ভাই শুধু নামের ফেরে মানুষ ফেরে এই কথা শুনি নাই... আমার খোদা যে হিন্দুর হরি সে ঐ দ্যাখো শ্যাম দাঁড়িয়ে আছে আমার মানবজনম সফল হবে যদি রাঙা চরণ পাই।"

#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

Kolkata city of joy

|| ভালো থাকা, ভালো রাখা ||         জীবনে ভালো থাকতে গেলে কি চাই? আপনি বলবেন-আর্থিক সঙ্গতি, তাই তো? আমি বলবো সে তো বটেই, ...
24/12/2024

|| ভালো থাকা, ভালো রাখা ||

জীবনে ভালো থাকতে গেলে কি চাই? আপনি বলবেন-আর্থিক সঙ্গতি, তাই তো? আমি বলবো সে তো বটেই, কিন্তু তার চেয়েও বড় একটা জিনিস! কি জানেন? ভালোবাসা। শুধু নিজেকে নয়। যাদেরকে জড়িয়ে আমাদের জীবন প্রকৃত অর্থেই "জীবন" পদবাচ্য হয়ে উঠেছে, যাদের ভালো থাকায় আমাদের ভালো থাকা, তাদেরকে ভালোবাসা, ভালো রাখা।
এইবার আপনি বলতেই পারেন যে,সবার আগে তো আমার নিজের কথাই ভাবা উচিত, আমি বলবো অবশ্যই! সবার আগে আপনি নিজেকে রাখুন। নিজেকে এতটা যোগ্য করে তুলুন যাতে একদিন আপনাকে চোখে দেখাটাও মানুষের কাছে স্বপ্নের মতো হয়। কিন্তু সাথে সাথে এই কথাটাও মাথায় রাখুন যে, দিনের শেষে আপনার আমিটা কিন্তু শুধু আপনার একার নয়। এই সুজলা, সুফলা, শস্য, শ্যামলা পৃথিবীর বুকে যাদের স্নেহ, মায়া, মমতায় আপনি একটু একটু করে পল্লবিত হয়ে আজ সফলতার উচ্চ আসনে আসীন হয়েছেন, মনে রাখবেন আপনার সেই "আমি"র ওপর তাদেরও কিন্তু সমান অধিকার।
দিনটি ছিল ২৩ শে জুন ২০০৬ সাল। আমেরিকান পরিচালক ফ্রাঙ্ক কোরাসির পরিচালনায় মুক্তি পেলো"ক্লিক" নামের একটি অনবদ্য ছবি। যেখানে মাইকেল নিউম্যান নামের একজন কাজপাগল আৰ্কিটেক্ট হাতে পেল একটি আশ্চর্য রিমোট যা দিয়ে তার জীবনের যে কোনো পছন্দের মুহূর্তে পৌঁছে যাওয়া তার পক্ষে সম্ভব হলো। কিন্তু বিপদটা হলো তারপরেই, অর্থের নিদারুণ প্রয়োজনে সে শেষ পর্যন্ত রিমোটের সহায়তায় একদিন তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছলেও দুর্ভাগ্যবশত হারিয়ে ফেলল তার সেই পরিবারকে, যাদেরকে নিয়ে সে একদিন প্রাচুর্যপূর্ণ সুখীজীবনের স্বপ্ন দেখেছিল।
খুব সাবধান মশাই! প্রাচুর্য্যর পিছনে ছুটতে গিয়ে নিজেকে যেন হারিয়ে ফেলবেন না, যাদেরকে ঘিরে আপনার ভালো থাকা তাদেরকে হারিয়ে ফেলবেন না।
জীবনকে উপভোগ করতে শিখুন। আনন্দ করে বাঁচুন। অতীত আপনি ফেলে এসেছেন আর ভবিষ্যতের হাঁড়ির খবর আপনার জানা নেই।
কাজেই প্রাণভরে বাঁচুন, ভালো থাকুন ভালোবাসার মানুষদেরকে নিয়ে।

• লেখায় : অন্বয় মুখোপাধ্যায়।
• অলংকরণে : সঞ্জনা।

#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

• লেখায় : সমাদৃত।• অলংকরণে : সঞ্জনা। #বং_Quotes𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇instagram.com/Bong_Quotes_19
23/12/2024

• লেখায় : সমাদৃত।
• অলংকরণে : সঞ্জনা।

#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

শৈশব প্রকৃত অর্থে গ্রামেই পরিপূর্ণতা পায়। সুযোগ পেলে এখনও তাই ঈশ্বর কে বলি, আমাকে করলে গাঁয়ের শিশু করে দাও। আরেক বার না ...
22/12/2024

শৈশব প্রকৃত অর্থে গ্রামেই পরিপূর্ণতা পায়। সুযোগ পেলে এখনও তাই ঈশ্বর কে বলি, আমাকে করলে গাঁয়ের শিশু করে দাও। আরেক বার না হয় ছেলেবেলাটা বেঁচে আসি।

শক্তি যখনই আমি হেরেছি আবারদাঁড়িয়েছি শেষ সীমানায় ভেতরে যেনো কে বলে ওঠে শেষবারের মত "যুদ্ধ" করবি আয়..• চিত্রাঙ্কনে : স...
21/12/2024

শক্তি

যখনই আমি হেরেছি আবার
দাঁড়িয়েছি শেষ সীমানায়
ভেতরে যেনো কে বলে ওঠে
শেষবারের মত "যুদ্ধ" করবি আয়..

• চিত্রাঙ্কনে : সাহিল।
• লেখায় : পৌলমী।

#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

চারিদিকে এতো অসম্পূর্ণ প্রেমের গল্প ; কেউ কারো সাথে সারাজীবন তো দূরের কথা দু-বছরও কাটাতে পারছে না! সবাই সবার ওপর ক্ষিপ্ত...
19/12/2024

চারিদিকে এতো অসম্পূর্ণ প্রেমের গল্প ; কেউ কারো সাথে সারাজীবন তো দূরের কথা দু-বছরও কাটাতে পারছে না! সবাই সবার ওপর ক্ষিপ্ত হয়ে উঠছে ঠিক তেমনই কিছুদিন থেকে একটি ঘটনা মানুষের মুখে-মুখে ঘুরছে সেটা হলো ; বেঙ্গালুরুর ইঞ্জিনিয়র অতুল সুভাষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ; সবই নিজের সুইসাইড নোটে লিখে গিয়েছেন অতুল। এমনও স্ত্রী হয়!!! আর এসব কিছুর মধ্যেই, দুইজন মানুষ দিব্য কোনো কিছুর তোয়াক্কা না করেই একসাথে ছিলেন। এই দম্পতিও আর পাঁচজনের মতোই বিবাহ সম্পূর্ণ করে একসাথে ছিলেন ; এমনকি বিবেক পাঙ্গেনির ব্রেন টিউমার ধরা পরার পরও একই ভাবে ওনারা ছিলেন। ওনার স্ত্রী চাইলেই সেই সময় ওনার হাত ছেড়ে চলে যেতে পারতেন ; কিন্তু না, সেটা ওনার পক্ষে সম্ভব ছিল না বলেই হয়তো হাসপাতাল থেকে শুরু করে সর্বক্ষণ অসুস্থ স্বামীকে আনন্দে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন। আমাদের এই স্বার্থপর, অসম্পূর্ণ সব সম্পর্কের প্রজন্মে এনারাই তো আমাদের অনুপ্রেরণা। কিন্তু দুর্ভাগ্য এই যে ভালো কিছু বেশি দিন স্থায়ী হয় না, আমরা বিবেক পাঙ্গেনি কে হারিয়ে ফেললাম আজ। যেমন করে বছরখানেক আগে ঐন্দ্রিলাকে আমরা হারিয়েছি। আদর্শ দম্পতিদের আর একসাথে আমরা দেখতে পারবো না ঠিকই, কিন্তু ওনারা চিরকালই আমাদের মনে বিশেষ জায়গায় থাকবে। ওনাদের থেকেই এই প্রজন্ম শিখবে যে সব সম্পর্ক কেবল স্বার্থ কিংবা শারীরিক চাহিদার জন্য হয়না ; এমন নিস্বার্থ সম্পর্কও হয়।

ভালো থাকুক । ভালো থাকুক ওনার সঙ্গীও।

কলমে - মনু গুপ্ত।

#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19

Address

Malda
English Bazar
732101

Alerts

Be the first to know and let us send you an email when বং Quotes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বং Quotes:

Share

Category