অবাক পৃথিবী

অবাক পৃথিবী The silent world gains sound with the combined tune of man and nature which have not been tried to understand by us.... is the reason to create this page.

Shout out to my newest followers! Excited to have you onboard! Priyanka Das09Sanjay RoyriKrishnendu Chowdhury556720807:2...
31/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Priyanka Das09Sanjay RoyriKrishnendu Chowdhury556720807:2048:Sanjay Roy], Krishnendu Chowdhury

23/05/2025

#অবাক_পৃথিবী নিবেদিত সতীপীঠ কামাখ্যা। সন্ধ্যারতি।
বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং ঐতিহ্য অনুসারে, সতীর দেহের ৫১ টি টুকরো ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই স্থানগুলোকে শক্তিপীঠ বলা হয় এবং পীঠগুলোতে বিভিন্ন পীঠাধিষ্ঠাত্রী দেবী রয়েছেন। কথিত হয় যে, কামরূপ("আকাঙ্ক্ষার রূপ") হল সেই অঞ্চল যেখানে দেবী সতীর যোনি (অর্থ "গর্ভ" বা "উৎস") পৃথিবীতে পতিত হয়েছে, এবং কামাখ্যা মন্দিরটি এই জায়গায় নির্মিত হয়েছিল বলে জানা যায়।
দেখুন মায়ের সন্ধ্যারতিতে ভক্ত মন্ডলীর কি অসীম আকুতি। জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই মা কামাখ্যা দেবীর কৃপা প্রার্থী।

#অবাক_পৃথিবী #আসাম

09/05/2025

🙏🙏🙏 #অবাক_পৃথিবী নিবেদিত "চির নূতনের ডাক"।
পেজের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
পরিবেশনায় "রসিক বাঙালি", একটি বাংলা গানের দল, মালদা। ভালো লাগল অবশ্যই share, like, comments করবেন আর পেজটিকে follow করতে ভুলবেন না।

Rosik Bengalee মালদা

ফেসবুকে "অবাক পৃথিবী" পেজ ৫ বছর পূর্ণ করেছে। আপনাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ। আমি আপনাদের ছাড়া এটি করতে পারতাম না...
04/03/2025

ফেসবুকে "অবাক পৃথিবী" পেজ ৫ বছর পূর্ণ করেছে। আপনাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ। আমি আপনাদের ছাড়া এটি করতে পারতাম না। 🙏🤗🎉

20/12/2024

অনেকদিন বাদে "অবাক পৃথিবী" live "আড্ডা ঘর"। রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের কিছু স্বল্পশ্রুত গানের ডালি নিয়ে হাজির থাকবেন অনুপ মুখার্জী ও নিলুফা পারভিন। সঞ্চালনায় মৌসুমী ঘোষ দাস। তবলায় সুমন মুখার্জী, পারকাসনে গৌতম স্বর্ণকার। প্রিয় বন্ধুরা, অবশ্যই আগামী রবিবার ঠিক সন্ধ্যা ৬.৩০ মিনিটে অবাক পৃথিবী fb পেজে নজর রাখবেন, আপনাদের মূল্যবান মতামত দেবেন।

15/11/2024

#অবাক_পৃথিবী presents "মনে রাখা কথা"
The launching programme of three basic songs, sung by Legendery Sravanti Majumdar at Cafe Wisdom Tree, Kolkata
তিনটি মৌলিক গানের আনুষ্ঠানিক উদ্বোধনে কলকাতায় আসেন বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী শ্রাবন্তী মজুমদার। অবাক পৃথিবী আমন্ত্রিত হয় সেই অনুষ্ঠানে। শিল্পীর আন্তরিকতার কিছু ঝলক নিয়ে এই ভিডিও। বাংলা সঙ্গীতে এখন ভাটার টান, সেটা বিদেশে বসেও উপলব্ধি করেন শিল্পী, কন্ঠ দিয়ে ঝরে পড়ে অব্যক্ত যন্ত্রণার কথা। বেসিক গান এখন আর মানুষ না নেওয়ার কারণ, গানের ধরনের পরিবর্তন, শ্রোতাদের মানসিকতার পরিবর্তন এবং নতুন গান তিনটি সৃষ্টির ইতিহাস নিয়ে স্বভাবসুলভ অদূরে গলায় তিনি আন্তরিক আলোচনা করেন। আপনারা এই গানগুলি শুনতে পাবেন নিচের লিঙ্ক ওপেন করে...
Sravanti Majumdar Official
https://youtube.com/?si=NbeBwu1qevgc3I9-
অবশ্যই গানগুলো শুনুন, কথা দিলাম ভালো লাগবেই।

আজকাল পত্রিকা থেকে সংগৃহীত অনুষ্ঠানটির স্টোরি আপনাদের সামনে তুলে ধরলাম।

# # # # সালটা আটের দশক। তাঁর গলায় "সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলীন..." গাওয়া সুর এখনও অমলিন বাঙালির স্মৃতিতে। তালিকায় রয়েছে 'ওয়েসিস'-এর বিজ্ঞাপনের জিঙ্গলও। তবে জিঙ্গল দিয়ে তাঁর পথ চলা শুরু হলেও পরবর্তীতে বাংলা গানের শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন। শিল্পীর গাওয়া 'আয় খুকু আয়' গানের কলি এখনও আনমনে গেয়ে ওঠে বাঙালি। এবং এই গান গাওয়া, জিঙ্গলের দুনিয়ায় ছুটে চলার পাশাপাশি রেডিওতে গান, নাটকের আসরও জমিয়ে রাখতেন তিনি। এবং সেখানেও শ্রাবন্তী মজুমদার বজায় রেখেছিলেন নিজের স্বাতন্ত্র্যতা।

প্রায় এক দশক পর এহেন সংগীত শিল্পীর তিনটি নতুন আধুনিক বাংলা গান মুক্তি পেল। সম্প্রতি দক্ষিণ কলকাতার 'ক্যাফে উইশডম ট্রি' রেঁস্তরায় আয়োজন করা হয়েছিল এই উদ্বোধনী অনুষ্ঠান। শ্রাবন্তী মজুমদারের গলায় নতুন এইসব আধুনিক বাংলা গান শুনতে পারবেন শ্রোতারা ওঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকেই। গান তিনটি হল -'কি সুন্দর এই পৃথিবী' , 'তার পর ছুটি পাবো', 'দাদু নাতি আর একটি মাছের গল্প'।

বহু বছর ধরে বিদেশে রয়েছেন বর্ষীয়ান এই শিল্পী। জানালেন, সঙ্গীতকার সৌম্য দাশগুপ্তর ফোন পেয়ে তাঁর সঙ্গে জুটি বেঁধে এই গানগুলো তৈরি করা। গত বছরই গানগুলো রেকর্ড হয়েছিল। তবে স্রেফ অনলাইনে এই গানের গুচ্ছ প্রকাশ‌ করতে আপত্তি ছিল শিল্পীর। তাই অফ লাইন রিলিজ করার জন্য কলকাতায় ছুটে আসা শ্রাবন্তী মজুমদারের। তাঁকে সঙ্গ দিয়েছেন তাঁর স্বামী কলিন। তবে শুধু গান গাওয়াই নয় এখনও যে তিনি স্টাইল আইকন তা তাঁকে দেখলেই বোঝা যায়। মাথায় ব্যান্ডানা কমলকারি প্রিন্টের শাড়ি পরে হাজির ছিলেন হয়েছিলেন শিল্পী এই অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশের অনুষ্ঠানে। যেখানে শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন দেবজ্যোতি মিশ্র , সৌম্য দাশগুপ্ত , সোমিত্র বসু প্রমুখ।

অনুষ্ঠানের ফাঁকে শ্রাবন্তী মজুমদার জানালেন, বহুদিন ধরেই তাঁর নতুন গান গাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু কীভাবে করবেন বুঝতে পারছিলেন না। এরপর যোগাযোগ হয় সঙ্গীতকার সৌম্য দাশগুপ্তর সঙ্গে। তারপরেই শুরু হয় এই অ্যালবামের কাজ। তারপরেই খালি গলায় গেয়ে উঠলেন এই অ্যালবামের 'কি সুন্দর এই পৃথিবী' গানটি। জানিয়ে রাখা ভাল, লুইস আর্মস্ট্রংয়ের গাওয়া বিখ্যাত গান 'হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড'-এর সুরের অনুসরণে তৈরি এই গানেও রয়েছে আশার কথা, আলোর কথা, স্বপ্ন দেখার কথা।

তবে শিল্পী কিন্তু ভাবসাগরে ভাসেন না। তাই তো স্পষ্টভাবে বলতে পারেন, " আমার মনে হয় বাংলা গান এখন প্রায় কেউ শোনেন না। শুনলেও তার চল কম। আর এখন মনে রাখার মতো বাংলা গান হচ্ছেই বা কোথায়? তাই চেষ্টা করলাম যদি মানুষ আমার গাওয়া গানে শোনার মাধ্যমে বাংলা গান ফের শোনেন..." বাংলা বিজ্ঞাপনের জিঙ্গল নিয়েও তাঁর একই মত। সদ্য শহরে পা রেখেছেন। আবহাওয়ার গোলমাল ছুঁয়েছে শিল্পীর গলাতেও। সমস্যা দেখা দিয়েছে গলায়। তবে শ্রোতাদের সঙ্গে নিজের নতুন গান নিয়ে দেখা করতে পারছেন তিনি, এটাই তাঁকে আনন্দ দেওয়ার পাশাপাশি শক্তি জোগাচ্ছে, বক্তব্য তাঁর।

বর্ষীয়ান এই শিল্পী সম্পর্কে দেবজ্যোতি মিশ্র বললেন, "শ্রাবন্তী মজুমদারের তুলনা তিনি নিজেই। ওঁর গায়কী, উচ্চারণ, স্বর সবকিছুই স্বতন্ত্র।" এরপর মজার সুরে দেবজ্যোতি বললেন, " শ্রাবন্তীদি আমার নিজের দিদির মতো। আমি তো বলব মেয়েরা যদি ন্যাকামি করতে চায় তার মধ্যেও যেন স্টাইল থাকে, ঠিক শ্রাবন্তদির মতো।" পাশে দাঁড়ানো বর্ষিয়ান শিল্পী হাসতে হাসতে তখন জড়িয়ে ধরেছেন তাঁর এই 'ভাই'কে।

তথ্যসূত্র :- আজকাল পত্রিকা ।

Media Partner: cndz/chhandriz

https://youtube.com/?si=ZpppI5KsolQrwRJB

31/10/2024

#অবাক_পৃথিবী presents #বাংলার_মুখ
বাংলার আনাচে-কানাচে লুকিয়ে আছে ইতিহাস, পুরান আর ধর্মীয় অনেক পীঠস্থান যেগুলি আজ কালের গর্ভে নিমজ্জমান। তারই কিছু ঝলক নিয়ে আমাদের এই প্রচেষ্টা "বাংলার মুখ"। আজ আপনাদের কাছে এনেছি "রত্নাবলী কালি মন্দির" যা পুরাণ মতে ৫১ সতিপীঠের অন্যতম। মানুষের অজ্ঞাতে অবহেলায় পড়ে থাকা এই সতিপীঠ সম্পর্কে দর্শকদের জানানোই আমাদের উদ্দেশ্য।
ভালো লাগলে share করবেন, কমেন্ট করে জানাবেন, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আর অবশ্যই পেজটিকে follow করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।

Media Partner: cndz
https://youtube.com/channel/UCLOEKn4tZRV6UiaHJldGerg

Address

West Sunny Park 5-th Lane
English Bazar
732101

Telephone

+918250886518

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবাক পৃথিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অবাক পৃথিবী:

Share