Md Motaharul Hoque

Md Motaharul Hoque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Motaharul Hoque, Digital creator, English Bazar.

প্রকাশিত কবিতা।
29/12/2023

প্রকাশিত কবিতা।

03/08/2023

কবে ফিরবে লাশ
মহ. মোতাহারুল হক

শুনা মাত্র শরীরের লোম গুলো শিউরে উঠে
স্বচক্ষে দেখিনি বটে
শুনেছি, দেখেছি টিভিতে, মুঠোফোন আর সংবাদপত্রে
সে করুণ কাহিনী ও জীবন যে...
মানুষের জীবন শয়ে শয়ে
চলন্ত ট্রেন দুর্ঘটনায় গেছে সব মরে
লাশের উপরে লাশ পড়ে
আবার কতক আহত
দুধের শিশু থেকে যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা
ভাবেনি তারা!
এই সফরে দেহ থেকে বিচ্ছিন্ন হবে আত্মা
ব্যথায় মর্মাহত আপনজনেরা
কত জনা খুঁজে পায়না তাদের আপনজনের লাশ
হাত নেই, পা নেই, কারো মাথা নেই
ক্ষত বিভৎস মুখ ফলে মুশকিল শনাক্তকরণ
কোন্ লাশ কোন্ ঠিকানায়!
আহা! কী হবে উপায়?
ওদিকে কেঁদে বুক ভাসায় আঙ্গিনায়
কবে ফিরবে লাশ এই অপেক্ষায়।

আপনজন খবরের কাগজে প্রকাশিত হয়েছে আমার একটা কবিতা - ভোট।
16/07/2023

আপনজন খবরের কাগজে প্রকাশিত হয়েছে আমার একটা কবিতা - ভোট।

দিন দর্পণ খবরের কাগজে প্রকাশিত হয়েছে আমার একটা কবিতা- পণপ্রথা।
28/05/2023

দিন দর্পণ খবরের কাগজে প্রকাশিত হয়েছে আমার একটা কবিতা- পণপ্রথা।

05/04/2023
দিন দর্পণ খবরের কাগজে প্রকাশিত হয়েছে আমার একটা কবিতা- জীবন্ত ফিরে আসি।
17/03/2023

দিন দর্পণ খবরের কাগজে প্রকাশিত হয়েছে আমার একটা কবিতা- জীবন্ত ফিরে আসি।

16/03/2023

পরিচয়

সুদৃঢ় ভঙ্গিতে বলতে পারি
আমি কে? কী নাম? কী পরিচয়?
করিনা দ্বিধা আমি অকুতোভয়
হতে পারি হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, বৌদ্ধ, শিখ ...
আমরা সকলে এক প্রাণ,
ভারত ভূমিতে জন্ম সবার অহমিকা এই
তবে কেন? অস্নেহে মুসলিম নাম শুনে উঠো আঁতকে!
করো জাত পরিমাপ
আমি মুসলিম বহু পূর্ব বংশানুক্রম ভারতবাসী
এই চরম সত্য কে অস্বীকার করা আস্ফালন দেখাও
দেশ কী শুধু তোমার?
যদি তাই ভাব! তবে তোমার মন সংকীর্ণ
কেননা রক্তের বলি হয়েছিলো হিন্দু, মুসলিম... সকলে
তাই গর্বে একনিষ্ঠে বলতে পারি আমি ভারতবাসী
আমি মুসলিম এই হলো চরিত পরিচয় যা স্বাধীন দেশের স্বাধীনতা
মাতৃভূমি ভারত রক্ষার্থে প্রয়োজনে রক্তের বন্যা বইয়ে দেবো
আরও আরও আরও ...
তুমি হিন্দু - তোমার সঙ্গ-সাথী হয়ে;
ভাই-বন্ধু হয়ে সংজ্ঞাতে করি সনাক্ত।

আপনজন এবং দিনদর্পণ খবরের কাগজে প্রকাশিত আমার একটা কবিতা- তোমার খেয়ালে।
26/02/2023

আপনজন এবং দিনদর্পণ খবরের কাগজে প্রকাশিত আমার একটা কবিতা- তোমার খেয়ালে।

দিন দর্পণ খবরের কাগজে প্রকাশিত হয়েছে আমার একটা কবিতা।
20/01/2023

দিন দর্পণ খবরের কাগজে প্রকাশিত হয়েছে আমার একটা কবিতা।

27/12/2022

কবিতা দর্পণে প্রকাশিত হয়েছে কিছুদিন আগে।
রক্তদান
মহ. মোতাহারুল হক

রক্তের ঘাটতি শরীরে
রক্ত চায় 'B' নেগেটিভ, মেয়ের জন্যে
কত ছুটাছুটি এদিক-ওদিক
ঢেলে দেবে অর্থকড়ি যত লাগে
ওদিকে অসুস্থ ও ক্লিশিত মেয়েটি বড় উচাটন
অশ্রু ঝরে আঁখি তলে!
ঝঞ্ঝাট... ব্যর্থ হয় পিতা, রক্ত তালাশ করে
ফলে গভীর চিন্তায় আচ্ছন্ন
নির্দিষ্ট সময়ের পূর্বে রক্ত দিতে হবে
চিকিৎসক জানিয়েছে একথা
তা না হলে রুগীর মৃত্যু অবধারিত।
কোথা থেকে আগত ? অচেনা এক যুবক। এটা শুভবার্তা...
যার রক্তের গ্রুপ একই, ঈশ্বরের কৃপা!
কিন্তু সে ভিন ধর্মের হলেও রক্ত দিলো নিঃস্বার্থে
আর মেয়েটি সুস্থ্য জীবন পেলো
বাঁচলো অকাল মৃত্যু হতে এইরূপে।

Address

English Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Motaharul Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Motaharul Hoque:

Share