Taniya Choudhury

Taniya Choudhury লাল-নীল সংসার ❤️🩵

আজকে সকালে এই ক’টা ফুল পেয়েছি।মায়ের জবা, বাবার প্রিয় ধুতুরা আর কৃষ্ণর জন্য তারা গাঁদা।বাকিদের জন্য টগর ও শিউলি 🎀🌸ওই হ...
29/10/2025

আজকে সকালে এই ক’টা ফুল পেয়েছি।
মায়ের জবা, বাবার প্রিয় ধুতুরা আর কৃষ্ণর জন্য তারা গাঁদা।
বাকিদের জন্য টগর ও শিউলি 🎀🌸

ওই হলুদ ফুলটাকে আমাদের বালুরঘাটে তারা গাঁদা বলে। তোমাদের ওদিকে কী বলে??

২০১৮ সালে দুই মদনের সঙ্গে।তখন আমি কলকাতার বাসিন্দা ছিলাম 😝হেব্বি আড্ডা দিয়েছিলাম দ্যাশের বন্ধুদের সঙ্গে ❤️🎀
28/10/2025

২০১৮ সালে দুই মদনের সঙ্গে।
তখন আমি কলকাতার বাসিন্দা ছিলাম 😝
হেব্বি আড্ডা দিয়েছিলাম দ্যাশের বন্ধুদের সঙ্গে ❤️🎀

এই হল বর্তমানে ফেসবুকের ইনকামের অবস্থা 😑ভিউজ কাশ্মীরের উল আর ইনকাম বগলের চু*ল 🥲
28/10/2025

এই হল বর্তমানে ফেসবুকের ইনকামের অবস্থা 😑
ভিউজ কাশ্মীরের উল আর ইনকাম বগলের চু*ল 🥲

27/10/2025

ভাইফোঁটায় পেলাম দারুণ দারুণ গিফট ❤️🧿🦋🎀🎁

26/10/2025

নিজের টাকায় শখ পূরণ ❤️🧿

লোভনীয় ❤️😋একেবারে বাঁকড়ি স্টাইলে মুড়ি মাখা। আচারের তেল ছাড়া আর কী কী আছে বলতে পারবে?
26/10/2025

লোভনীয় ❤️😋
একেবারে বাঁকড়ি স্টাইলে মুড়ি মাখা। আচারের তেল ছাড়া আর কী কী আছে বলতে পারবে?

সেই ছোটবেলার প্রেমের কাহিনী দিয়ে শুরু। স্কুল থেকে ফিরে বিকেলের ভাত খেতে খেতে একভাবে তাকিয়ে থাকতাম টিভির দিকে। সঙ্গীত ব...
26/10/2025

সেই ছোটবেলার প্রেমের কাহিনী দিয়ে শুরু। স্কুল থেকে ফিরে বিকেলের ভাত খেতে খেতে একভাবে তাকিয়ে থাকতাম টিভির দিকে। সঙ্গীত বাংলা ছাড়া তখন পৃথিবী অন্ধকার। আর সঙ্গীত বাংলা মানেই কোয়েল মল্লিক। প্রেমের কাহিনী, নবাব নন্দিনী, পাগলু, হান্ড্রেড পার্সেন্ট লভ একের পর এক ব্লকবাস্টার ছবি।
দেব কোয়েল আর জিৎ কোয়েলের জুটি মানে আলাদাই ব্যাপার। সে এক নস্টালজিয়া।
এখন আরও বেশি বাজেটের সিনেমা হয়। সঙ্গীত বাংলাও হয়তো চলে। টিভিই দেখা হয় না। সিনেমা নিয়ে যে আকচাআকচি রোজ দেখি, তার ধারেকাছেও কখনও কোয়েল মল্লিককে দেখি না। যে সময় দাঁড়িয়ে লেডি সুপারস্টার নামক শব্দবন্ধের মোহে আমরা হাবুডুবু খাচ্ছি সে সময় তাঁর কোনো বিশেষ তকমা নেই। অথচ মনে মনে সব্বাই জানে, কে আসল হিরোইন।
কোনো কন্ট্রোভার্সি নেই। কোনো হেট্রেট নেই। নিপাট শান্ত, নিষ্পাপ একজন মানুষ। গুছিয়ে নিয়েছেন সংসার। সঙ্গে আবার দুই সন্তানের মা। মার্জিত, শোভন কথাবার্তা। অহেতুক কোনো ইন্টারভিউতে মা হওয়া নিয়ে ভুলভাল বক্তব্য নেই। ‘বাচ্চাকে সৃষ্টি করেছি আমি’ বলে হেঁদিয়ে বেড়ানো নেই। সত্যিই কোয়েল মল্লিক মানে একটা ব্র্যান্ড ❤️

25/10/2025

সব দোষ ডেলিভারি বয়ের 😑😠

25/10/2025

মায়ের বারণ সত্ত্বেও পরে নিলাম ন্যাতানো শাড়িটা ❤️

কিচ্ছু দেখেই অবাক হইনি। সব নাটক 🤭
24/10/2025

কিচ্ছু দেখেই অবাক হইনি। সব নাটক 🤭

একটু দেখতে ভালো লাগার জন্য মানুষ কত কী করে!জোর করে হাসেও।একটুও কি মিষ্টি লাগছি না? 😔
22/10/2025

একটু দেখতে ভালো লাগার জন্য মানুষ কত কী করে!
জোর করে হাসেও।
একটুও কি মিষ্টি লাগছি না? 😔

আজ শ্যামাপুজো। তাই এই খবরটা শেয়ার করার জন্য এর থেকে ভালো দিন আর কিইবা হতে পারে!
20/10/2025

আজ শ্যামাপুজো। তাই এই খবরটা শেয়ার করার জন্য এর থেকে ভালো দিন আর কিইবা হতে পারে!

Address

English Bazar

Website

https://www.facebook.com/share/g/19gWSLkN6S/

Alerts

Be the first to know and let us send you an email when Taniya Choudhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taniya Choudhury:

Share