26/10/2025
সেই ছোটবেলার প্রেমের কাহিনী দিয়ে শুরু। স্কুল থেকে ফিরে বিকেলের ভাত খেতে খেতে একভাবে তাকিয়ে থাকতাম টিভির দিকে। সঙ্গীত বাংলা ছাড়া তখন পৃথিবী অন্ধকার। আর সঙ্গীত বাংলা মানেই কোয়েল মল্লিক। প্রেমের কাহিনী, নবাব নন্দিনী, পাগলু, হান্ড্রেড পার্সেন্ট লভ একের পর এক ব্লকবাস্টার ছবি।
দেব কোয়েল আর জিৎ কোয়েলের জুটি মানে আলাদাই ব্যাপার। সে এক নস্টালজিয়া।
এখন আরও বেশি বাজেটের সিনেমা হয়। সঙ্গীত বাংলাও হয়তো চলে। টিভিই দেখা হয় না। সিনেমা নিয়ে যে আকচাআকচি রোজ দেখি, তার ধারেকাছেও কখনও কোয়েল মল্লিককে দেখি না। যে সময় দাঁড়িয়ে লেডি সুপারস্টার নামক শব্দবন্ধের মোহে আমরা হাবুডুবু খাচ্ছি সে সময় তাঁর কোনো বিশেষ তকমা নেই। অথচ মনে মনে সব্বাই জানে, কে আসল হিরোইন।
কোনো কন্ট্রোভার্সি নেই। কোনো হেট্রেট নেই। নিপাট শান্ত, নিষ্পাপ একজন মানুষ। গুছিয়ে নিয়েছেন সংসার। সঙ্গে আবার দুই সন্তানের মা। মার্জিত, শোভন কথাবার্তা। অহেতুক কোনো ইন্টারভিউতে মা হওয়া নিয়ে ভুলভাল বক্তব্য নেই। ‘বাচ্চাকে সৃষ্টি করেছি আমি’ বলে হেঁদিয়ে বেড়ানো নেই। সত্যিই কোয়েল মল্লিক মানে একটা ব্র্যান্ড ❤️