22/05/2025
গত মঙ্গলবার এক মৃত রোগীকে তিনদিন ধরে চিকিৎসা করার গুরুতর অভিযোগ উঠেছিল মালদার কালিয়াচকের সুজাপুরের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবী, রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ময়না তদন্তের রিপোর্ট আসলেই আসল কারণ জানতে পারবে সাধারণ মানুষ। মুষ্টি কিছু লোক চক্রান্ত করে তাদের নার্সিংহোমের নাম বদনাম করতেই এই কাজ করা হয়েছে। যারা মিথ্যা অভিযোগ ও প্রচার করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন নার্সিংহোম কর্তৃপক্ষ বলে সাফ জানিয়েছেন।