News Today Bangla

News Today Bangla News Today Bangla Today Bangla News

04/08/2025

নেপালে মসূলধর বৃষ্টি।জল ছাড়লো কোষী ব্রীজ।বন্যা আশঙ্কা বিহারের বেশকিছু অঞ্চল।



03/08/2025

মুখ্যমন্ত্রীর নির্দেশে নালদায় শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি।






01/08/2025

রতুয়ার মহানন্দাটোলা এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙ্গন।



31/07/2025

রতুয়ার মহানন্দাটোলা এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙ্গন।

মালদা, ৩০ জুলাই : ৮০ উর্দ্ধ বৃদ্ধ সাদা পাঞ্জাবী ও সাদা ধূতি পড়ে ঘাড়ে গামছা নিয়ে চড়া রৌদ্র বা বৃষ্টি কে উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন গঙ্গা নদীর পারে। সাথে কিছু তাঁর সাগরেদ। সকাল,সন্ধ্যে এমনকি রাতেও নদী পাড়ে টহলদারী দিচ্ছেন তিনি। এ যেন পাহারাদারের ভুমিকায় রয়েছেন বিধায়ক। কাছে যেতেই হাতজোড় করে তাঁর আকুতি অনুরোধ ‘গঙ্গা ভাঙন থেকে রক্ষা কর ভাই’।
তিনি অর্থাৎ শাসকদলের বর্ষীয়ান নেতা তথা রতুয়ার বিধায়ক সমর মুখ্যার্জী। রতুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা দলের রাজ্য সহ-সভাপতি। একদা দেশের রাষ্ট্রপতি প্রনব মুখ্যার্জীর অন্তত ঘনিষ্ঠ এই ব্যাক্তি আজ গঙ্গা নদী বাঁচানোর লড়াইয়ে নেমেছেন। ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন রতুয়া বিধায়ক সমর মুখার্জি। পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করায় রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি।
গত কয়েকদিন ধরে ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মালদা জেলার রতুয়া বিধানসভার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরামটোলা, জিত্তুটোলা, শ্রীকান্ত টোলা সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে ভাঙ্গন। ইতিমধ্যে চাষের জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। শেষ সম্বল টুকু নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষেরা।
ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় থাকছেন বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জি। কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায় চেপে, আবার কখনো বালির বস্তার উপর বসে দূরবীন দিয়ে ভাঙ্গন এলাকা দেখেন সমর বাবু।
তিনি বলেন, মহানন্দা টোলা তার জন্মস্থান। এই এলাকা গঙ্গা ভাঙ্গন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। কেন্দ্র সরকারকে বারবার বলা সত্ত্বেও ভাঙ্গন রোধের কাজ শুরু হয়নি। শ্রীকান্ত টোলা, মূলিরাম টোলা, জিত্তটোলা সহ বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে। এই কেন্দ্রের যিনি সাংসদ রয়েছেন তিনি এলাকায় এসেছিলেন, গঙ্গা ভাঙ্গন রোধের কাজ না করায় মানুষ তাকে হেনস্থা করেছেন। কাজ না করে এলাকায় আসছেন তিনি, তাই তাকে গঙ্গায় ছুড়ে ফেলার নিদান দেন তিনি। পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধের কাজ করায় রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখার্জী।

27/07/2025

নির্যাতিত বাঙালি শ্রমিকের বাড়িতে বাংলা পক্ষের প্রতিনিধি দল।

27/07/2025

বিজেপি শাসিত রাজ্যে বাংলা*ভাষীদের উপর অ*ত্যা*চা*রে*র প্রতিবাদে মালদায় ভাষা আন্দোলন তৃণ*মু*লের।




22/07/2025

মালদা জেলা পরিষদে আগুন,ঘটনায় জোর চাঞ্চল্য

18/07/2025

বাবলা খুনে আদালতে আত্মসর্ম্পন বাবলু যাদবের

মালদা ১৯ জুলাই : জেলা তৃণমুলের প্রাক্তন সভাপতির মৃত্যুর প্রায় সাত মাস পর আত্মসর্ম্পন করলো বাবলু যাদব।শুক্রবার মালদা আদালতে ১১টা নাগাদ আত্মসর্ম্পন করে।খুনের ঘটনায় ৮জনকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করে। এই বাবলু যাদব ঘটনার পর থেকে বিহারে গা ঢাকা দিয়েছিল। ববলু যাদভের নামে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেছিল পুলিশ। এদিন মালদা আদালতে এসে আত্মসর্ম্পন করে। বাবলা সরকার খুনের ঘটনায় মোট নয়জন গ্রেফতার করা হয়েছে।





17/07/2025

মালদার রথবাড়ি মোড়ে ফুট ওভার ব্রীজ তৈরির উদ্যেগ নিলো ইংরেজবাজার পৌরসভা।




17/07/2025

জমি নিয়ে বিবাদের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন মহিলা। মালদার ইংরেজবাজারের ঘটনা।




16/07/2025

অবৈধভাবে ভারতে প্রবেশ
হিলিসীমানতে আটক বাংলাদেশি দম্পতি।


16/07/2025

হরিশ্চন্দ্রপুর,১৬ জুলাই : বৃষ্টির দিনে আগুনে পুড়ে ছাই এক পরিযায়ী শ্রমিকের বাড়ি। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ,বুধবার সকাল নয়টা নাগাদ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাইপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে পরিযায়ী শ্রমিক আনসারুল হকের একমাত্র বসতবাড়িটি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আনসারুল ভিন রাজ্য কেরলে রয়েছে। তার স্ত্রী বাবার বাড়িতে রয়েছে। এদিন সকালে আনসারুলের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়।
দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Address

English Bazar

Alerts

Be the first to know and let us send you an email when News Today Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Today Bangla:

Share