31/07/2025
রতুয়ার মহানন্দাটোলা এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙ্গন।
মালদা, ৩০ জুলাই : ৮০ উর্দ্ধ বৃদ্ধ সাদা পাঞ্জাবী ও সাদা ধূতি পড়ে ঘাড়ে গামছা নিয়ে চড়া রৌদ্র বা বৃষ্টি কে উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন গঙ্গা নদীর পারে। সাথে কিছু তাঁর সাগরেদ। সকাল,সন্ধ্যে এমনকি রাতেও নদী পাড়ে টহলদারী দিচ্ছেন তিনি। এ যেন পাহারাদারের ভুমিকায় রয়েছেন বিধায়ক। কাছে যেতেই হাতজোড় করে তাঁর আকুতি অনুরোধ ‘গঙ্গা ভাঙন থেকে রক্ষা কর ভাই’।
তিনি অর্থাৎ শাসকদলের বর্ষীয়ান নেতা তথা রতুয়ার বিধায়ক সমর মুখ্যার্জী। রতুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা দলের রাজ্য সহ-সভাপতি। একদা দেশের রাষ্ট্রপতি প্রনব মুখ্যার্জীর অন্তত ঘনিষ্ঠ এই ব্যাক্তি আজ গঙ্গা নদী বাঁচানোর লড়াইয়ে নেমেছেন। ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন রতুয়া বিধায়ক সমর মুখার্জি। পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করায় রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি।
গত কয়েকদিন ধরে ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মালদা জেলার রতুয়া বিধানসভার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরামটোলা, জিত্তুটোলা, শ্রীকান্ত টোলা সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে ভাঙ্গন। ইতিমধ্যে চাষের জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। শেষ সম্বল টুকু নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষেরা।
ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় থাকছেন বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জি। কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায় চেপে, আবার কখনো বালির বস্তার উপর বসে দূরবীন দিয়ে ভাঙ্গন এলাকা দেখেন সমর বাবু।
তিনি বলেন, মহানন্দা টোলা তার জন্মস্থান। এই এলাকা গঙ্গা ভাঙ্গন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। কেন্দ্র সরকারকে বারবার বলা সত্ত্বেও ভাঙ্গন রোধের কাজ শুরু হয়নি। শ্রীকান্ত টোলা, মূলিরাম টোলা, জিত্তটোলা সহ বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে। এই কেন্দ্রের যিনি সাংসদ রয়েছেন তিনি এলাকায় এসেছিলেন, গঙ্গা ভাঙ্গন রোধের কাজ না করায় মানুষ তাকে হেনস্থা করেছেন। কাজ না করে এলাকায় আসছেন তিনি, তাই তাকে গঙ্গায় ছুড়ে ফেলার নিদান দেন তিনি। পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধের কাজ করায় রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখার্জী।