Press cable

Press cable PRESS CABLE NEWS CHANNEL ONLY FACEBOOK PAGE OFFICE BOTTLE IRRIGATION MORE REPORTER NAME SANJU PAUL

04/08/2025

মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে মালদায় শুরু হল এক মাস ব্যাপী শ্রাবণী সংস্কৃতি মেলা শুভ সূচনা হয়ে গেল মালদা শহরের ৬ নং ওয়ার্ডের ১নং গভমেন্ট কলোনীর মালদা অনীক সংঘের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস স্থানীয় কাউন্সিলর শিপ্রা রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা তারা সকলে মিলে প্রদীপ প্রজ্জ্বলন করে বেলুন উড়িয়ে শ্রাবণী সংস্কৃতি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনের পরপরই মঞ্চ মাতান মালদার প্রখ্যাত শিল্পীরা আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )

04/08/2025

মালদা শহরের মহানন্দাপল্লী সার্বজনীন দুর্গোৎসবের ঢাকি কাঠি পড়ল খুঁটিপুজোর মাধ্যমে ৪৭ তম বর্ষের পুজো প্রস্তুতি শুরু করলেন সুকান্ত স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তারা এদিন সকালে ধর্মীয় আচার অনুশাসন মেনে পুজো মন্ডপ প্রাঙ্গণে খুঁটিপুজোর আয়োজন করা হয় খুঁটিপুজো পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল চৈতালী ঘোষ সরকার সহ অন্যান্যরা তারা সকলে মিলে স্থানীয় ২২নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর তথা সুকান্ত স্মৃতি সংঘের প্রয়াত পুজো উদ্যোক্তা বাবলা সরকারকে স্মরণ করে খুঁটিপুজোর মাধ্যমে এবছরের পুজো প্রস্তুতি শুরু করেন আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )

31/07/2025

শারদীয়া উৎসব উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ও সমন্বয় বৈঠক হয়ে গেল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel )

29/07/2025

বাংলাদেশের দক্ষিণ অংশে তৈরি হওয়া নিম্নচাপ এবং বিহারে উপর অক্ষরেখা সক্রিয় থাকার কারণে গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে মালদায় এই বৃষ্টি অব্যাহত থাকবে আগামী আরও দুদিন মঙ্গলবার এমনটাই জানালেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস তবে বৃষ্টি হলেও বাতাসে অত্যধিক পরিমাণে আর্দ্রতা থাকায় বজায় থাকবে ভ্যাপসা গরম হাওয়া অফিস সূত্রে খবর এবছর এখন পর্যন্ত মালদায় বর্ষার বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে স্বাভাবিক গত পয়লা জুন থেকে ২৯ শে জুলাই পর্যন্ত মালদায় মোট বৃষ্টি হয়েছে ৫৮০ মিলিমিটার আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )

29/07/2025

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুণ্যতিথিতে কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হল মালদা শহরের মহেশমাটি অভিযান সংঘ প্রাঙ্গণে এই উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গণে দেবাদিদেব মহাদেবের পুজোপাঠ ও হোম-যজ্ঞানুষ্ঠান আয়োজন করা হয় ঢাক বাজিয়ে পুরোহিতের পুণ্য মন্ত্রপাঠের মাধ্যমে পুজো পর্ব সুসম্পন্ন হয় পুজো শেষে জেলার মুখপাত্র আশিস কুন্ডু ক্লাব সদস্যদের নিয়ে মন্দির প্রাঙ্গণে কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন আর প্রতিষ্ঠার পরপরই শিব ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণে ও তারি সঙ্গে দূর্গা পূজার খুঁটি পুজো করেন আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )

27/07/2025

সিসিটিভিতে মোড়া সোনার দোকানের পেছনের দেওয়াল কেটে চুরির ঘটনা ঘটাল দুষ্কৃতীরা প্রায় দুলক্ষ টাকার সোনাচাঁদির অলঙ্কার হাতিয়ে নিয়ে গেল দোকান থেকে দুপুরে এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য ছড়াল মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকায় ওই এলাকাতেই রয়েছে এক ক্ষুদ্র স্বর্ণ ব্যবসায়ীর সোনার দোকান রাতে সেই দোকানেই দুষ্কৃতীরা হানা দেয় তারা দোকানের পেছনের দিকের দেওয়াল কেটে ভেতরে ঢোকে এরপর দোকান থেকে সমস্ত সোনাচাঁদির অলঙ্কার হাতিয়ে নেয় এমনকি দোকান রাখা লোহার সিন্দুকের ভল্ট ভাঙার চেষ্টাও করে দুষ্কৃতীরা তবে তাতে সফল হয়নি এরপর দুষ্কৃতীরা দোকানে লাগানো সিসিটিভির হার্ডডিস্ক সহ সমস্ত সোনাচাঁদির অলঙ্কার হাতিয়ে চম্পট দেয় দুপুর নাগাদ এই ঘটনা জানাজানি হতেই বিশ্বনাথ মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে তিনি গোটা ঘটনায় পুলিশের কাছে চুরি যাওয়া প্রায় দুলক্ষ টাকার সোনাচাঁদির অলঙ্কার উদ্ধারের দাবী জানান আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )

27/07/2025

মালদা শহরের ইউনাইটেড ইয়ংৎস ক্লাবের দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়লো খুঁটিপুজোর মাধ্যমে শুরু হল এবছরের দূর্গাপুজোর প্রস্তুতি এদিন সকালে মালদা শহরের রবীন্দ্র অ্যাভেনিউ এলাকার পুজো মন্ডপ প্রাঙ্গণে ঢাক বাজিয়ে পুরোহিতের পুণ্য মন্ত্রপাঠের মাধ্যমে খুঁটিপুজো অনুষ্ঠিত হয় খুঁটিপুজোয় সামিল হন সমস্ত ক্লাব সদস্য সহ স্থানীয় ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু তাদের উপস্থিতিতে ধর্মীয় আচার অনুশাসন মেনে ৭৫ তম বর্ষের দুর্গাপুজোর খুঁটিপুজো পর্ব সুসম্পন্ন হয় পুজো পর্ব শেষে পুজো উদ্যোক্তারা ক্লাবের ৭৫ তম বর্ষের ব্যাচ উদ্বোধন করেন আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9832735106 )

27/07/2025

অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের লোগো লাগানো খাকি পোশাক পরে বাস চালানোর ঘটনাকে কেন্দ্র করে বিবাদ অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘ এবং বাস-মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠনের মধ্যে বিবাদের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল মালদা শহরের আমবাজার এলাকায় যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্যদের অভিযোগ তারা সংগঠনের লোগো যুক্ত খাকি পোশাক পরে বাস চালাচ্ছেন কিন্তু এতে বাধার সৃষ্টি করছে মালদা জেলা বাস-মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু তারা সেই বাধা মানতে নারাজ তারা সংগঠনের লোগোযুক্ত খাকি পোশাক পরেই বাস চালাতে চান এই বিষয়ে মালদা জেলা বাস-মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বের দাবী যারা নিজেদের অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্য বলে দাবী করছে তারা আসলে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য তাই এক সংগঠনে থেকে অন্য সংগঠনের লোগোযুক্ত পোশাক পরে তারা বাস চালাতে দেবেন না যার প্রতিবাদ করেছেন তারা আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )

26/07/2025

রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে মালদায় শুরু হল ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সফল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা শিক্ষা দপ্তর যার অঙ্গ হিসেবে মালদা শহরের চিন্তামণি চমৎকার গার্লস হাইস্কুলের ছাত্রীদের নিয়ে আয়োজন করল এক সচেতনতামূলক র‍্যালি র‍্যালিতে সামিল ছাত্রীরা প্রতীকি মশারি টাঙিয়ে, হাতে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত নানান সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে পথ পরিক্রমা করল স্কুলের আশপাশের এলাকায় এদিনের এই র‍্যালিতে ছাত্রী শিক্ষিকাদের পাশাপাশি পায়ে পা মেলালেন ডেপুটি সিএমওএইচ-টু ডাঃ অমিতাভ মন্ডল জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা তারা সকলে মিলে সচেতনতামূলক র‍্যালি ও পথনাটিকার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক বার্তা তুলে ধরেন যাতে এই বার্তা পালনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে এগিয়ে আসেন সাধারণ মানুষ আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )

26/07/2025

মহানায়ক উত্তম কুমারের স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল মালদায় টাউন হলে এই উপলক্ষে মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির পক্ষ থেকে মালদা টাউন হলে স্মরণে উত্তম শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট শিল্পীরা অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বিশিষ্টজনেরা মিলে প্রথমে মহানায়ক উত্তম কুমারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন এরপর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )

26/07/2025

মালদা মহানন্দার নদীর জল বাড়ছে ও নদীর ধারে থাকা বাসিন্দাদের ঘড়ে জল প্লাবিত হচ্ছে আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )

25/07/2025

মালদা শহরের বালুচর বাঁধরোড এলাকায় শ্রীশ্রী শনি মহারাজের ৪৫ তম বার্ষিক পুজো আরাধনা হয়ে গেল এই উপলক্ষে এদিন সন্ধ্যায় থেকেই মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে ভক্তদের উপস্থিতিতে শ্রীশ্রী শনিদেবের পুজোপাঠ হোম-যজ্ঞ আরতি অনুষ্ঠিত হয় যাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে মাঙ্গলিক আবহ রচিত হয় পুজো শেষে কয়েক হাজার ভক্তকে খিচুরি ভোগ খাওয়ানো হয় আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )

Address

Malda

Alerts

Be the first to know and let us send you an email when Press cable posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Press cable:

Share