04/08/2025
মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে মালদায় শুরু হল এক মাস ব্যাপী শ্রাবণী সংস্কৃতি মেলা শুভ সূচনা হয়ে গেল মালদা শহরের ৬ নং ওয়ার্ডের ১নং গভমেন্ট কলোনীর মালদা অনীক সংঘের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস স্থানীয় কাউন্সিলর শিপ্রা রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা তারা সকলে মিলে প্রদীপ প্রজ্জ্বলন করে বেলুন উড়িয়ে শ্রাবণী সংস্কৃতি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনের পরপরই মঞ্চ মাতান মালদার প্রখ্যাত শিল্পীরা আপনারা শুধু মাত্র ফেসবুক পেজে দেখতে পারবেন ( press cable news channel ar reporter sanju paul contact number 9732735106 )