Banglar Sambad - বাংলার সংবাদ

Banglar Sambad - বাংলার সংবাদ Bengali Media/News Website
Banglar Sambad - বাংলার সংবাদ

31/08/2025

গনেশ পূজা উপলক্ষে আমরা কজন ক্লাবের পরিচালনায় ক্ষুদে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং ছদ্দবেশী প্রতিযোগিতার আয়োজন করা হয়।

31/08/2025

মালদা রেল স্টেশনে জেলা শিশু সুরক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ চাইল্ড রাইটস এর কর্মকর্তারা।

31/08/2025

মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের উদ্যোগে এবং উত্তর মালদার সমস্ত ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনায় রবিবার এক বিশেষ শিবির অনুষ্ঠিত হল চাঁচলে।

30/08/2025

মালদার রথবাড়িতে রেললাইনে স্বচ্ছতা অভিযান

30/08/2025

ওয়াকফ ইস্যু নিয়ে বিস্ফোরক মালদার রতুয়ার বর্ষীয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়

29/08/2025

স্বরলিপি মিউজিক একাডেমীর পক্ষ থেকে গানে গানে এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয় মালদা টাউন হলে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, স্বরলিপি মিউজিক একাডেমির কর্ণধার মৌমিতা চক্রবর্তী সহ একাধিক শিল্পীরা। এদিন মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ছাত্র-ছাত্রী ছাড়াও অভিভাবকরা সংগীত পরিবেশন করেন।

29/08/2025

মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় অবস্থিত এক কারখানায় হঠাৎ করেই নামল আয়কর দপ্তরের অভিযান।

29/08/2025

গনেশ পূজা উপলক্ষে আমরা কজন ক্লাবের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইংরেজবাজার শহরের দুর্গাবাড়ি মোড়ে ক্লাব প্রাঙ্গনে আজ বিকেল নাগাদ এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল এদিন প্রায় পুরুষ, মহিলা ও ক্লাব সদস্য সহ ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।

27/08/2025

অপসারিত হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়।মঙ্গলবার রাতে তাকে হঠাৎ করেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস অপসারণের নির্দেশ পাঠান বলে খবর। যা বুধবার সকালে জানাজানি হতেই শিক্ষা মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়।

27/08/2025

বাইক প্রেমীদের উপস্থিতিতে কেক কেটে, পর্দা উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে FZ-S Hybrid বাইক লঞ্চিং এছাড়াও এদিন কাস্টমারদের দিয়ে হাইব্রিড মাইলেজ চ্যালেঞ্জ টেস্ট করানো হয়।

27/08/2025

লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়।

27/08/2025

শারীরিক অসুস্থতা কাটিয়ে দীর্ঘ দুমাস পর মালদায় ফিরলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বুধবার সকাল ৬ টা নাগাদ গৌড় এক্সপ্রেসে কলকাতা থেকে মালদায় ফিরলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Address

Malda
English Bazar
732101

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Sambad - বাংলার সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglar Sambad - বাংলার সংবাদ:

Share