সালাম বাংলা - Saalaam Bangla

সালাম বাংলা - Saalaam Bangla রাজ্য, দেশ, বিদেশের নানান খবরে আপডেট থাকতে জুড়ে থাকুন।

বর্তমানে মার্কিন নাগরিক হলেও ওমরের জন্ম হয়েছিল এক ফিলিস্তিনি শরণার্থী বাবা-মায়ের ঘরে। নিজ দেশ ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত...
09/10/2025

বর্তমানে মার্কিন নাগরিক হলেও ওমরের জন্ম হয়েছিল এক ফিলিস্তিনি শরণার্থী বাবা-মায়ের ঘরে। নিজ দেশ ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হওয়া ওমরের বাবা-মা চলে যান জর্ডানের আম্মানে। ১৯৬৫ সালে সেখানেই জন্ম হয় তার।

মাত্র ১৫ বছর বয়সে বাবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ওই সময় খুব বেশি ইংরেজি না জানলেও যুক্তরাষ্ট্রের একটি কলেজে ভর্তি হন। এরপর সেখানেই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি করেন। তিনি তার জ্ঞানের মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানে মনোনিবেশ করেন।

জর্ডানে যে সময় ছিলেন তখন বাবা-মায়ের সঙ্গে অন্য আরও ভাইবোনদের নিয়ে মাত্র একটি রুমে থাকতে হতো তাকে। এছাড়া যেখানে থাকতেন সেখানে পানির প্রকট সমস্যা ছিল। প্রতি দুই সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টার জন্য পানি আনার সুযোগ পেতেন তারা। এ কারণে পরবর্তীতে পানি সংগ্রহ বিষয় নিয়ে কাজ করেন তিনি।

২০২১ সালে সৌদি আরব তাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। ভিশন ২০৩০ এর অংশ হিসেবে দেশটির নাগরিক হন তিনি। বিশ্বের বিভিন্ন জায়গায় থাকা জ্ঞানী ও গুণী অনেককে নাগরিকত্ব দিয়েছে সৌদি।

এদিকে ওমরের সঙ্গে এ বছর রসায়নে নোবেল পেয়েছেন আরও দুজন। তারা হলেন সুসুমু কিতাগাওয়া এবং রিচার্ড রবসন। সুসুমু জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়, অপরদিকে রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
সূত্র: আল আরাবিয়া

ভারত সফরে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি...
09/10/2025

ভারত সফরে আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি...

জেল থেকে ছাড়া পাওয়ার পরে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সিনিয়র নেতা আজম খানের বাড়ি গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ য...
08/10/2025

জেল থেকে ছাড়া পাওয়ার পরে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সিনিয়র নেতা আজম খানের বাড়ি গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল মনে করেন যে, গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক বাহিনীর জাতিসংঘের অনু...
08/10/2025

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল মনে করেন যে, গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক বাহিনীর জাতিসংঘের অনুমোদন প্রয়োজন হবে। এদিকে, ইন্দোনেশিয়া শান্তিরক্ষার জন্য গাজায় ২০,০০০ সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে।

প্রধান বিচারপতির উপর জুতো ছোড়া প্রসঙ্গে...
08/10/2025

প্রধান বিচারপতির উপর জুতো ছোড়া প্রসঙ্গে...

05/10/2025

আজকের নেদারল্যান্ডসের আমস্টারডাম অবরুদ্ধ হয়ে গেছিলো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে।

দেশবাসীর আস্থা হারাচ্ছেন ইজ়রায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? হামাসের হাতে বন্দি ইজ়রায়েলিদের কবে মুক...
05/10/2025

দেশবাসীর আস্থা হারাচ্ছেন ইজ়রায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? হামাসের হাতে বন্দি ইজ়রায়েলিদের কবে মুক্ত করে আনা হবে, তা নিয়েই দেশের অন্দরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নেতানিয়াহুকে। আর এই দাবি তুলেই হাজার হাজার মানুষ ইজ়রায়েলের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করলেন। শুধু তা-ই নয়, হামাসের সঙ্গে ইজ়রায়েলের যে শান্তিচুক্তির প্রক্রিয়া চলছে, সেই চুক্তিতে যাতে নেতানিয়াহু সায় দিয়ে দ্রুত যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করেন, সেই দাবিও উঠেছে বিক্ষোভকারীদের মধ্যে থেকে।

04/10/2025

বাংলাদেশ থেকে এসে নাম বদল করে বহাল তবিয়তে থাকছিলেন এপার বাংলায়। সন্ধান পেয়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশ: জৌনপুরের চাঁদওয়াক থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই শামা পারভীনের প্রসববেদনা শুরু...
04/10/2025

উত্তরপ্রদেশ: জৌনপুরের চাঁদওয়াক থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই শামা পারভীনের প্রসববেদনা শুরু হয়। তার পরিবার তাকে দ্রুত জেলা মহিলা হাসপাতালে নিয়ে যায়।

এনডিটিভির প্রতিবেদন মতে "শামা পারভীনকে ভর্তি করা হয়েছিল, কিন্তু তার পরিবারের অভিযোগ, তিনি বেশ কয়েক ঘন্টা ধরে বিছানায় যন্ত্রণায় পড়ে ছিলেন, তবুও কর্তব্যরত মহিলা ডাক্তার আসেননি। যখন ডাক্তার আসেন, তখন বলেন, "তুমি মুসলিম... আমি তোমার ডেলিভারি করব না।"

ইজরায়েলি বাহিনীর হাতে আটক ফ্লোটিলা - প্রতিবাদী ধর্মঘটে স্তব্ধ ইতালিধর্মঘটের ডাক দেয় ইতালির বিভিন্ন ট্রেড ইউনিয়ন। যাদের ম...
03/10/2025

ইজরায়েলি বাহিনীর হাতে আটক ফ্লোটিলা - প্রতিবাদী ধর্মঘটে স্তব্ধ ইতালি

ধর্মঘটের ডাক দেয় ইতালির বিভিন্ন ট্রেড ইউনিয়ন। যাদের মধ্যে প্রধান ভূমিকা নেয় ইটালিয়ান জেনারেল কনফেডারেশন অফ লেবার (CGIL) এবং Unione Sindacale di Base (USB)।

ইতালির চরম দক্ষিণপন্থী সরকারের প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বক্তব্যকে কোনও গুরুত্ব না দিয়ে গ্রেটা থুনবার্গদের সমর্থনে দেশ জোড়া ধর্মঘটে অংশ নিল সে দেশের সাধারণ মানুষ। ইতালির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছিলেন, “ফ্লোটিলা এক ভয়ংকর, অবিবেচক পদক্ষেপ”। গাজায় ত্রাণ দিতে যাবার অভিযানে ৪৪টি ছোটো জাহাজের যে নৌবহর যাচ্ছিল তাতে ইতালিরও বহু মানুষ আছেন। যে নৌবহর আটক করেছে ইজরায়েলি বাহিনী।

শুক্রবার সকাল থেকেই ইতালির বিভিন্ন বড়ো শহরে দলে দলে রাস্তায় নামেন সাধারণ মানুষ। ইজরায়েলি বাহিনীর হাতে ফ্লোটিলা আটক হবার প্রতিবাদে তাঁরা প্রতিবাদে শামিল হন। এদিনের ধর্মঘটের ডাক দেয় ইতালির বিভিন্ন ট্রেড ইউনিয়ন। যাদের মধ্যে প্রধান ভূমিকা নেয় ইটালিয়ান জেনারেল কনফেডারেশন অফ লেবার (CGIL) এবং Unione Sindacale di Base (USB)। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে বৃহস্পতিবার কলেজিয়ামে প্রায় ১০ হাজার রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদে মিছিল করেন।

সিজিআইএল-এর প্রধান মরিজিও ল্যান্ডিনি (Maurizio Landini) সাংবাদিকদের জানিয়েছেন, "এই ধর্মঘট সেইসব সৎ মানুষদের ধর্মঘট, যারা গণহত্যা বন্ধ করতে চায়, যখন সরকার এবং রাষ্ট্রগুলো ভান করে যে তারা কিছু দেখেনি, যদিও তারাও এতে জড়িত।"

শুক্রবার সকাল থেকেই ধর্মঘটের রোমের রাস্তায় নামেন সাধারণ মানুষ। বিভিন্ন শহরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ধর্মঘটের জেরে ব্যাহত হয়েছে বিমান চলাচল। ইতালিয়ান সংবাদসংস্থা এজিআই জানিয়েছে, এদিন ধর্মঘটের সমর্থনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্ররাও রাস্তায় নেমেছে। আনসা তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ইতালিতে বন্ধ আছে অধিকাংশ স্কুল।

এদিন মিলানের রাস্তায় প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল করেন বহু মানুষ। তাঁদের হাতে থাকা বিশাল ব্যানারে লেখা ছিল, “প্যালেস্তাইনকে মুক্ত কর, যুদ্ধ বন্ধ করো।”

ডেভডিস্কোরস তাদের প্রতিবেদনে জানিয়েছে, সিজিআইএল-এর নেতৃত্বে ইতালির ১০০টির বেশি শহরে মিছিল হয়। রোমে ধর্মঘটীরা পিয়াজ্জা ভিট্টোরিও থেকে মেইন ট্রেন স্টেশন পর্যন্ত মিছিল করে।

এক বিক্ষোভকারী সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছে, এটা আমাদের সামাজিক দায়িত্ব। আমাদের সরকার যা করছে, বিশ্বে যা হচ্ছে তা নিয়ে আমরা কতটা ক্ষুব্ধ তা এদিন মানুষ বুঝিয়ে দিয়েছে। আমরা ফ্লোটিলার প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি, সেই সঙ্গে প্যালেস্টাইনের প্রতিও সংহতি প্রকাশ করছি। বিশেষ করে গাজার মানুষদের জন্য, যাদের ওপর অত্যাচার করা হচ্ছে, যাদের মেরে ফেলা হচ্ছে। (সৌজন্যে: PR)

কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি; আর তা নিয়ে ভক্তদের আগ্রহও থাকে তুঙ্গে।
03/10/2025

কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি; আর তা নিয়ে ভক্তদের আগ্রহও থাকে তুঙ্গে।

২৬/১১ সন্ত্রাসের মোকাবিলা করেছিলেন এই ব্ল্যাক ক্যাট কমান্ডো, মাদক পাচারের দায়ে গ্রেফতার হলেন রাজস্থানে!রাজস্থান পুলিশের ...
03/10/2025

২৬/১১ সন্ত্রাসের মোকাবিলা করেছিলেন এই ব্ল্যাক ক্যাট কমান্ডো, মাদক পাচারের দায়ে গ্রেফতার হলেন রাজস্থানে!
রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন শাখা এবং মাদকবিরোধী টাস্ক ফোর্সের যৌথ অভিযানে ২০০ কেজি গাঁজা-সহ ধরা পড়েছেন প্রাক্তন এনএসজি কমান্ডো বজরং সিংহ।

Address

Sujapur, Malda
English Bazar
732206

Website

Alerts

Be the first to know and let us send you an email when সালাম বাংলা - Saalaam Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সালাম বাংলা - Saalaam Bangla:

Share