
27/07/2025
কঠিন বাস্তব # কবিতা # কৃষ্ণা রায় গোস্বামী।
জীবনের আকাশে
অনুভব-অনুভূতির সূর্যোদয় ও সূর্যাস্ত হতে থাকে প্রতি মুহূর্ত।
মনের বদ্ধ, পচা পুকুরে স্বপ্নকুঁড়িরা চোখবুজে,
জীবনের অন্ধকার আকাশে তাকিয়ে থাকে সূর্যোদয়ের প্রতীক্ষায়।
অথচ কঠিন বাস্তব বিষাক্ত সাপের মত
প্রতিমুহূর্ত আঁকড়ে থাকে স্বপ্নকুঁড়িদের।
সূর্যোদয়ের সাথে চোখ মেলার আগেই
কঠিন বাস্তব ফণা তুলে ছোবল মারে,
নীল বিষ ঢেলে দেয় স্বপ্নকুঁড়িদের চোখে।
নীরব যন্ত্রণার অবগুন্ঠনের অন্তরালে
স্বপ্নকুঁড়িরা অস্ত যায় মনের বদ্ধ, পচা পুকুরে।
জীবনের আকাশে
জীবনের ঋতু পরিবর্তন হতে থাকে প্রতিটি দিন
নিষ্ঠুর অভিজ্ঞতার কক্ষপথে।
🖊️ কলমে - কৃষ্ণা রায় গোস্বামী।
#বাংলাকবিতা #কবিতা