Malda Sabar Khabar - News Channel

Malda Sabar Khabar - News Channel News & Media
(1)

26/07/2025

ফের বেহাল রাস্তার চরম দুর্ভোগের ভাইরাল ভিডিও সামনে এল মালদার হবিবপুর ব্লকে। হবিবপুরের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামের ভাইরাল ভিডিওতে দেখা গেল বেহাল রাস্তার কারণে অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসার পর গ্রামে যাওয়ার মতো কোন যানবাহন না পেয়ে খাটিয়ায় চাপিয়ে সেই খাটিয়া দুজন মিলে ঘাড়ে টেনে নিয়ে যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। শনিবার এই ভাইরাল ভিডিও নেট মাধ্যমে সামনে আসতেই রীতিমতো হইচই, পড়ল হবিবপুর ব্লকে। যদিও সেই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি সবার খবর।

26/07/2025

বাংলাভাষায় কথা বলায় ছেলেকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশ ব্যাক করেছে বিএসএফ। তাই ছেলের চিন্তায় এখন শুধুই কেঁদে চোখের জলে ভাসাচ্ছেন অসহায় বাবা সহ গোটা পরিবারবর্গ। শনিবার এমনই হৃদয় বিদায়ক দৃশ্য নজরে এল মালদার কালিয়াচক- ১নং ব্লকের জালালপুর অঞ্চলের নারায়ণপুর গ্রামে। এই পরিস্থিতিতে শনিবার বিকালে সেই অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, কংগ্রেস নেতা মাহিবর রহমান, জেলাপরিষদ সদস্য সায়েম চৌধুরী সহ অন্যান্যরা এদিন সেই অসহায় পরিবারের বাড়ি যান। তারা পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে ঘটনাস্থলে দাঁড়িয়েই বাংলাদেশে পুশ ব্যাক করা পরিযায়ী শ্রমিক আমির সেখের বাবা জিয়েম সেখের সঙ্গে ফোনে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর কথা বলার ব্যবস্থা করেন। ফোনে ইশা খান চৌধুরী আমির সেখকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান। ফোনে কথা বলার পর জিয়েম সেখ কাঁদতে কাঁদতে অভিযোগের সুরে বলেন, তার ছেলে আমির সেখ মাস তিনেক আগে রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়েছিল। কিন্তু বাংলাভাষায় কথা বলার অপরাধে রাজস্থান পুলিশ তার ছেলেকে বিনা দোষে প্রথমে তিন চারেক থানায় আটক করে রাখে। পরে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। দুমাসের মতো ছেলেকে ডিটেনশন ক্যাম্পে, রেখে সম্প্রতি বিএসএফ মাধ্যমে বাংলাদেশে পুশ ব্যাক করে। পুশব্যাক করার দিন কয়েক পরেই তারা নেট মাধ্যমে দেখতে পান ছেলে বাংলাদেশে অসহায়ভাবে কাঁদছে। বাড়ি ফেরানোর জন্য কাতর আর্জি জানাচ্ছেন। যা দেখে তারা কান্নায় ভেঙে পড়েন। তারা চান ছেলেকে দেশে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। এই গোটা ঘটনাকে চরম অমানবিক ঘটনা বলে উল্লেখ করেন জেলা কংগ্রেসের সহ সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার। একই সাথে তিনি গোটা ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাঙালিদের হেনস্তা করার অভিযোগ তুলে সুর চড়ান এবং বাংলাদেশে পুশ করা আমির সেখকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসবাণী শোনান।

26/07/2025

MALDA SABAR KHABAR TODAY NEWS FULL BULLETIN, 26-07-25, FOR NEWS & ADVERTISEMENT CONTACT-9609488701

26/07/2025

MALDA SABAR KHABAR TODAY NEWS-26-07-25, PART-4, FOR NEWS & ADVERTISEMENT CONTACT-9609488701

26/07/2025

MALDA SABAR KHABAR TODAY NEWS-26-07-25, PART-1, FOR NEWS & ADVERTISEMENT CONTACT-9609488701

26/07/2025

MALDA SABAR KHABAR TODAY NEWS-26-07-25, PART-3, FOR NEWS & ADVERTISEMENT CONTACT-9609488701

26/07/2025

MALDA SABAR KHABAR TODAY NEWS-26-07-25, PART-2, FOR NEWS & ADVERTISEMENT CONTACT-9609488701

26/07/2025

শনিবার ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন মালদার প্রবীণ সিপিআইএম নেতা তথা ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ইন্দ্রজিৎ মিত্র। এদিন বেলা ২টা নাগাদ তিনি তাঁর মালদা শহরের কালীতলা এলাকার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে মালদার রাজনৈতিক মহলে। প্রয়াত সিপিআইএম নেতা ইন্দ্রজিৎ মিত্র এক সময় সিপিআইএম মালদা জেলা কমিটির সদস্য ছিলেন। এক সময় তিনি সিপিআইএম-এর ইংরেজবাজার শহর লোকাল কমিটির সম্পাদকের দায়িত্ব সামলেছেন। সিঁটুর মালদা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। 'সেই সঙ্গে বামপন্থী ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। এছাড়াও এক সময় ইংরেজবাজার পৌরসভার ১০নং ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। সর্বজন পরিচিত এই মানুষটি শনিবার বেলা ২টা নাগাদ বার্ধক্যাজনিত কারণে তাঁর বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। এদিন তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মালদা জেলা সিপিআইএম নেতাকর্মীদের অনেকেই তাঁর বাস ভবনে ছুটে যান। বিকালের দিকে প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় সিপিআইএম মালদা জেলা সদর কার্যালয় মিহির দাস 'ভবনে। সেখানে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, প্রবীণ সিপিআইএম নেতা অম্বর মিত্র, সিপিআইএম নেতা দোলন চাকী, অনীক ভট্টাচার্য, সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা।

26/07/2025

স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। যার অঙ্গ হিসেবে প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার সেই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল পুরাতন মালদার বাচামারি জি.কে হাইস্কুলে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পুরাতন মালদ অঞ্চল কমিটির পক্ষ থেকে এদিন এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। যাকে কেন্দ্র করে পুরাতন মালদা জোনের ১০টি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী নাচ, গান, আবৃত্তি, প্রবন্ধ রচনা, বক্তৃতা সহ মোট ৩০টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা পর্ব সুষ্ঠুভাবে পরিচালনা করতে হাজির ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পুরাতন মালদা অঞ্চল কমিটির সম্পাদক অমৃত কুমার ঘোষ, সভাপতি রাহুল রঞ্জন দাস সহ অন্যান্যরা।

26/07/2025

আইসিডিএস সেন্টারে রান্না করা খিচুরিতে মিলল মরা শুঁয়োপোকা! যা দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের কলমপাড়া আইসিডিএস সেন্টারে।ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তাদের এলাকার আইসিডিএস সেন্টারে প্রতিদিনের মতো আজকেও শিশু এবং প্রসূতি মহিলাদের রান্না করার খিচুরি দেওয়া হয়। সেই খিচুরি খেতে গিয়েই একজনের পাত্রে মরা শুঁয়োপোকা পড়ে থাকতে দেখা যায়। তাই বিষয়টি জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য ও ক্ষোভ তৈরি হয়। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, এই খিচুরি যারা খেয়েছেন তারা অসুস্থ হয়ে পড়তে পারেন। বড়সড় কোন অঘটন ঘটতে পারে। এতে আইসিডিএস সেন্টারের কর্মীর চরম গাফিলতি রয়েছে। তাই তারা এই কর্মীর অন্যত্র বদলির দাবী জানাচ্ছেন।এদিকে এই খবর পেয়ে কলমপাড়া আইসিডিএস সেন্টারের সুপার ভাইজার রুমি মন্ডল ঘটনাস্থলে ছুটে যান। ওই সময় ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে ঘিরেও ক্ষোভ-বিক্ষোভ দেখান। যদিও সেই ক্ষোভ-বিক্ষোভকে সঙ্গত বলে মেনে নেন সুপার ভাইজার রুমি মন্ডল। তার বক্তব্য, খিচুরিতে মরা শুঁয়োপোকা পাওয়া গেছে। সেই কারণেই গ্রামবাসীরা আইসিডিএস কর্মীর বিরুদ্ধে বিক্ষোভদেখাচ্ছেন। যদিও সেই কর্মী আজ সেন্টারে আসেন নি। তিনি ছুটিতে আছেন। তাই তিনি পুরো বিষয়টি সিডিপিও-কে জানাবেন। তিনিই উপযুক্ত পদক্ষেপ নেবেন।

26/07/2025

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। শনিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলের বৈরগাছি-২নং অঞ্চলের হজরতপুর এলাকায়। জানা গেছে, আত্মঘাতী যুবকের নাম জীবন, মাহাতো। বয়স ৩৫ বছর। তার বাড়ি গাজোলের মাঝরা গ্রামে। তবে বছর দুয়েক আগে বাড়ির অমতে বিয়ে করায় তাকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়। এরপর থেকে জীবন গাজোলের শান্তিমোড় এলাকায় শ্বশুরবাড়িতে থাকত। মাঝে বেশ কয়েকমাস স্বামী-স্ত্রী দুজনে মিলে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিলেন। কিছুদিন আগেই ভিনরাজ্য থেকে শ্বশুরবাড়িতে ফেরেন। এরপর থেকে তিনি স্থানীয় এক আমের আড়তে কাজ করছিলেন। তবে শনিবার সকাল ১০টা নাগাদ তিনি হঠাৎ করেই নবদ্বীপ-বালুরঘাটগামী চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।। মৃতের স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনেদের দাবী,, জীবন সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই এই কান্ড ঘটিয়েছে। তবে সঠিক কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখতে রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে।

26/07/2025

মালদা জেলাপরিষদের অর্থানুকূল্যে দু-দুটি রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল কালিয়াচক-১নং ব্লকের সিলামপুর-২নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার সিলামপুর মিঞাপাড়া এবং হাটখোলা এলাকায় দুটি রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন মালদা জেলাপরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান। তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের নিয়ে এদিন জেলাপরিষদ থেকে মোট ৩০ লক্ষ টাকা বরাদ্দে দুটি কংক্রীট ঢালাই রাস্তার কাজের সূচনা করেন।

Address

English Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Malda Sabar Khabar - News Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share