28/07/2024
আলিপুরদুয়ার: ফের ডুয়ার্সের চা বাগান থেকে খাঁচাবন্দী হল লেপার্ড। এদিন ডুয়ার্সের আটিয়াবাড়ি চা বাগানের নয় নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় একটি পূর্ণবয়ষ্ক পুরুষ লেপার্ড। ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়।