Mandira & Jiya

Mandira & Jiya Falakata
Alipurduar

16/05/2025

অতিরিক্ত মা ভক্ত পুরুষ, আর অতিরিক্ত বাবার বাড়ি ভক্ত নারী কখনোই সংসারী হয় না। সঙ্গীর প্রতি অসন্মান, সঙ্গীকে মানসিক যন্ত্রণা দেবার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে এরা, এরা শুধু সংসার টা নয়, পুরো ঘরটাকেই নরক বানিয়ে রাখে

08/05/2025

শিশুর মা হওয়া মানেই কি সবকিছু একা সামলানো? বাবার দায়িত্ব কোথায়?

একটি শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে একজন নারীর জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়—মা হওয়ার। সমাজ, পরিবার এবং চারপাশের মানুষ অনেক শুভকামনা জানায়, হাসিমুখে বলে, “তুমি এখন একজন মা!” কিন্তু এই মধুর পরিচয়ের আড়ালে থাকে নির্ঘুম রাত, অগোছালো দিন, ক্লান্ত শরীর, আর অসীম মানসিক চাপ।

কিন্তু প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসে—শিশুর মা হওয়া কি সত্যিই মানে সবকিছু একা সামলানো? আর সেই সময় বাবার ভূমিকা কোথায়?

আজকের সমাজেও অনেক সময় মনে করা হয়, মা হলেই তার সব কিছু বুঝে নেওয়া উচিত—শিশুর কষ্ট কেন হচ্ছে, কখন খেতে চাইবে, কখন ঘুমাবে, কখন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। যেন মা হওয়া মানেই একজন নারীর স্বাভাবিক জীবন থেকে পুরোপুরি সরে গিয়ে কেবল সন্তানের পরিচর্যায় ডুবে যাওয়া।

এই 'সুপারমম' হবার চাপ অনেক সময় মায়ের মানসিক স্বাস্থ্যকেই ধ্বংস করে দেয়। তিনি কাঁদতে পারেন না, অভিযোগ করতে পারেন না, ক্লান্তিও প্রকাশ করতে পারেন না। কারণ সবাই ধরে নিয়েছে—“এটাই তো মা হওয়ার নিয়ম!”

আর এদিকে আমাদের সমাজের পুরুষ আজও মনে করেন, অর্থ উপার্জন করলেই তিনি তার দায়িত্ব পালন করেছেন। কিন্তু একটি শিশুর বেড়ে ওঠায় মানসিক ও শারীরিক যত্ন ঠিক যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বাবার সক্রিয় অংশগ্রহণ।

রাত জেগে সন্তানকে দোল দেওয়া,শিশুর ডায়াপার পাল্টানো,খাওয়ানোর সময় পাশে থাকা,স্ত্রীর মানসিক চাপ বুঝে সাপোর্ট দেওয়া,চিকিৎসকের কাছে যাওয়া বা ওষুধ আনা,নিজের সন্তানের সঙ্গে সময় কাটানো....

এই কাজগুলো 'সহযোগিতা' নয়—এগুলো বাবার নিজের দায়িত্ব।

একটি পরিবার তখনই পূর্ণ হয়, যখন দায়িত্ব ভাগ হয়!!

সন্তান লালন-পালন শুধু ‘মায়ের কাজ’ এই চিন্তা পরিবারকেই অসম্পূর্ণ করে তোলে। একজন ক্লান্ত মা তার সন্তানের জন্য শতভাগ দিতে পারবেন না, যদি না তার পাশে একজন দায়িত্ববান সঙ্গী থাকেন।
একটি সুস্থ ও সুন্দর পরিবার গড়ে ওঠে তখনই, যখন বাবা-মা দুজনেই সমানভাবে দায়িত্ব ভাগ করে নেন।

বাবাদের বলবো -মায়েদের পাশে দাঁড়ান, তাদের কথা শুনুন!

সব সময় মায়েরা সাহায্য চাইতে পারেন না, কারণ তারা অনেক সময় নিজেই বুঝে উঠতে পারেন না কীভাবে বা কার কাছে চাইবেন। তাই বাবাকে আরও সংবেদনশীল হতে হবে—স্ত্রীর অব্যক্ত ক্লান্তিকে বোঝার চেষ্টা করতে হবে।

✅1. "তুমি একটু ঘুমিয়ে নাও, আমি বাচ্চাকে দেখছি" — এই কথাটাই অনেক সময় একজন মায়ের কাছে আআশীর্বাদ হয়ে উঠতে পারে।

আমাদের বুঝতে শিশুর জন্মে শুধু একজন মা জন্মান না—একজন বাবাও জন্মান। কিন্তু সেই পিতৃত্বকে যদি শুধু আর্থিক দায়িত্বের মাঝে সীমাবদ্ধ রাখা হয়, তাহলে মা হয়ে ওঠা মানেই হবে নিঃসঙ্গ এক সংগ্রাম!!

মা হওয়া মানে সব কিছু একা সামলানো নয়। মা হওয়া মানে ভালোবাসা, স্নেহ আর দায়িত্বের পথচলায় একসঙ্গে হাঁটার নাম—যেখানে মা-বাবা দুজনেই হাত ধরাধরি করে থাকেন শিশুর পাশে।❤️

08/05/2025

আপনার কাছে একটি বাচ্চাকে বড় করা অনেক সহজ কাজ মনে হতে পারে,কিন্তু আপনি যতটা সহজ ভাবছেন, একটা সন্তানকে বড় করে তোলা.. তার চাইতে কয়েকশো গুণ বেশি কঠিন..! কয়েকশো গুণ বেশি ক্লান্তিকর...! একটি মাকে হয় সাহায্য করুন না হয় চুপ থাকুন..!

05/05/2025

গর্ভাবস্থার ২৩ সপ্তাহ থেকেই আপনার সন্তান আপনার সব কথাই শুনতে শুরু করে,
কিন্তু দুই বছর বয়সে গিয়ে তারা একেবারেই শোনা বন্ধ করে দেয়

02/05/2025

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - 🙂

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে প্রণাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।

04/03/2025

কয়েক মিনিটে ঘুম পাড়ানোর কৌশল

02/12/2024

How to make Cerelac

Astamir rat
29/10/2024

Astamir rat

Nabamir rat..
28/10/2024

Nabamir rat..

16/01/2024

নবজাতক শিশুর জিভ ও গলা , চোখ, পরিস্কার | newborn baby toung and throat, eye cleaning | Mandira Roy |
#নবজাতক শিশুর যত্ন
to clean a newborn baby

20/12/2023

amii eka ekaii khelchii...kotha bolchii..tomra keoo khelbe amr sathe???

07/11/2023

amii khelte khuubb valobasii..little baby video....baby playing video..

Address

Falakata

Alerts

Be the first to know and let us send you an email when Mandira & Jiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category