08/05/2025
শিশুর মা হওয়া মানেই কি সবকিছু একা সামলানো? বাবার দায়িত্ব কোথায়?
একটি শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে একজন নারীর জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়—মা হওয়ার। সমাজ, পরিবার এবং চারপাশের মানুষ অনেক শুভকামনা জানায়, হাসিমুখে বলে, “তুমি এখন একজন মা!” কিন্তু এই মধুর পরিচয়ের আড়ালে থাকে নির্ঘুম রাত, অগোছালো দিন, ক্লান্ত শরীর, আর অসীম মানসিক চাপ।
কিন্তু প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসে—শিশুর মা হওয়া কি সত্যিই মানে সবকিছু একা সামলানো? আর সেই সময় বাবার ভূমিকা কোথায়?
আজকের সমাজেও অনেক সময় মনে করা হয়, মা হলেই তার সব কিছু বুঝে নেওয়া উচিত—শিশুর কষ্ট কেন হচ্ছে, কখন খেতে চাইবে, কখন ঘুমাবে, কখন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। যেন মা হওয়া মানেই একজন নারীর স্বাভাবিক জীবন থেকে পুরোপুরি সরে গিয়ে কেবল সন্তানের পরিচর্যায় ডুবে যাওয়া।
এই 'সুপারমম' হবার চাপ অনেক সময় মায়ের মানসিক স্বাস্থ্যকেই ধ্বংস করে দেয়। তিনি কাঁদতে পারেন না, অভিযোগ করতে পারেন না, ক্লান্তিও প্রকাশ করতে পারেন না। কারণ সবাই ধরে নিয়েছে—“এটাই তো মা হওয়ার নিয়ম!”
আর এদিকে আমাদের সমাজের পুরুষ আজও মনে করেন, অর্থ উপার্জন করলেই তিনি তার দায়িত্ব পালন করেছেন। কিন্তু একটি শিশুর বেড়ে ওঠায় মানসিক ও শারীরিক যত্ন ঠিক যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বাবার সক্রিয় অংশগ্রহণ।
রাত জেগে সন্তানকে দোল দেওয়া,শিশুর ডায়াপার পাল্টানো,খাওয়ানোর সময় পাশে থাকা,স্ত্রীর মানসিক চাপ বুঝে সাপোর্ট দেওয়া,চিকিৎসকের কাছে যাওয়া বা ওষুধ আনা,নিজের সন্তানের সঙ্গে সময় কাটানো....
এই কাজগুলো 'সহযোগিতা' নয়—এগুলো বাবার নিজের দায়িত্ব।
একটি পরিবার তখনই পূর্ণ হয়, যখন দায়িত্ব ভাগ হয়!!
সন্তান লালন-পালন শুধু ‘মায়ের কাজ’ এই চিন্তা পরিবারকেই অসম্পূর্ণ করে তোলে। একজন ক্লান্ত মা তার সন্তানের জন্য শতভাগ দিতে পারবেন না, যদি না তার পাশে একজন দায়িত্ববান সঙ্গী থাকেন।
একটি সুস্থ ও সুন্দর পরিবার গড়ে ওঠে তখনই, যখন বাবা-মা দুজনেই সমানভাবে দায়িত্ব ভাগ করে নেন।
বাবাদের বলবো -মায়েদের পাশে দাঁড়ান, তাদের কথা শুনুন!
সব সময় মায়েরা সাহায্য চাইতে পারেন না, কারণ তারা অনেক সময় নিজেই বুঝে উঠতে পারেন না কীভাবে বা কার কাছে চাইবেন। তাই বাবাকে আরও সংবেদনশীল হতে হবে—স্ত্রীর অব্যক্ত ক্লান্তিকে বোঝার চেষ্টা করতে হবে।
✅1. "তুমি একটু ঘুমিয়ে নাও, আমি বাচ্চাকে দেখছি" — এই কথাটাই অনেক সময় একজন মায়ের কাছে আআশীর্বাদ হয়ে উঠতে পারে।
আমাদের বুঝতে শিশুর জন্মে শুধু একজন মা জন্মান না—একজন বাবাও জন্মান। কিন্তু সেই পিতৃত্বকে যদি শুধু আর্থিক দায়িত্বের মাঝে সীমাবদ্ধ রাখা হয়, তাহলে মা হয়ে ওঠা মানেই হবে নিঃসঙ্গ এক সংগ্রাম!!
মা হওয়া মানে সব কিছু একা সামলানো নয়। মা হওয়া মানে ভালোবাসা, স্নেহ আর দায়িত্বের পথচলায় একসঙ্গে হাঁটার নাম—যেখানে মা-বাবা দুজনেই হাত ধরাধরি করে থাকেন শিশুর পাশে।❤️