
02/07/2025
বিদায় প্রিয় সঙ্গী
২০১৭ সালের এক সকালে যখন তোমায় নিয়ে প্রথম বেরিয়েছিলাম, বুঝিনি তুমি আমার জীবনের এত বড়ো অংশ হয়ে উঠবে। প্রতিদিন স্কুল যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে ছোটখাটো ঘুরে বেড়ানো—সব কিছুতেই তুমি ছিলে পাশে।
বছরের পর বছর সঙ্গ দিয়েছো, বৃষ্টিতে ভিজেছো, রোদের তাপে শুকিয়েছো, কখনও না বলোনি। তোমাকে আজ বিদায় জানালাম, কিন্তু স্মৃতির পাতায় তুমি চিরকাল থেকে যাবে(ভালো থেকো আমার প্রথম প্রিয় বাইক হিরো গ্ল্যামার)...