জ্ঞান ও শিক্ষার আলোকে

জ্ঞান ও শিক্ষার আলোকে ১. আপনি পেজটি Like and Follow করুন।
২. আপনি কি Activefollower? তাহলে আপনি Follow back পাবেন।
৩.
(35)

Facebook -এ Followers বাড়িয়ে কোন সফলতা পাওয়া যায় না।
৪. আমাদের সকলকে পোস্ট দেখে পোস্ট সম্পর্কিত লাইক,গঠনমূলক কমেন্ট এবং পোস্ট ভালো লাগলে শেয়ার করতে হবে।

"একদিন সব ঠিক হয়ে যাবে" — এ এক মিথ্যা সান্ত্বনা, যা আমাদের এক অলীক স্বপ্নে ভাসিয়ে রাখে। কারণ, সময়ের পরিক্রমায় কোন কি...
21/07/2025

"একদিন সব ঠিক হয়ে যাবে" — এ এক মিথ্যা সান্ত্বনা, যা আমাদের এক অলীক স্বপ্নে ভাসিয়ে রাখে। কারণ, সময়ের পরিক্রমায় কোন কিছুই সম্পূর্ণ ঠিক হয়ে যায় না। ক্ষতগুলো হয়তো শুকিয়ে আসে, কিন্তু তাদের দাগগুলো রয়ে যায়। সময় তাদের মুছে ফেলে না, কেবল আমাদের সইতে শেখায় সেই ব্যথাকে। আমরা হয়তো ভাবি সব কিছু আগের মতো হয়ে গেছে, কিন্তু আসলে সহ্য করার অনুভূতিটাই বদলে যায়। স্মৃতিগুলো তাদের তীক্ষ্ণতা হারায় বটে, তবে তারা মুছে যায় না। বরং, এই দাগ আর স্মৃতির উপর ভর করেই জীবন আমাদের নতুন গল্প লেখার সুযোগ করে দেয়। আসল কথা হলো, ব্যথা নিয়েই বাঁচতে শেখা, কারণ সেই সহ্য করার শক্তিই আমাদের জীবনের নতুন পথে এগিয়ে চলার রসদ জোগায়।🍁🍀🌼






ঝরে পড়া ফুল আর করে ফেলা ভুল কখনো পুরোনো অবস্থানে ফিরে আসে না। সময় নদীর কূলের মতো বয়ে চলে, আর যা একবার হারায়, তা আর কখ...
20/07/2025

ঝরে পড়া ফুল আর করে ফেলা ভুল কখনো পুরোনো অবস্থানে ফিরে আসে না। সময় নদীর কূলের মতো বয়ে চলে, আর যা একবার হারায়, তা আর কখনো ফিরে পাওয়া যায় না। সুতরাং, অতীতকে আঁকড়ে ধরে বসে না থেকে প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলুন। ভুলগুলো থেকে শিখুন, কিন্তু ভবিষ্যতের দিকে নতুন উদ্যমে এগিয়ে চলুন। আপনার জীবনে নতুন দিগন্তে প্রাণের স্পন্দন জাগুক, আর নতুন স্বপ্ন দিয়ে আপনার জীবনকে বাঁধুন। পেছনের কোনো ডাকে কান না দিয়ে, নতুন পথে নিজের জয়গান করুন।🌿🌾🌸






আপনারা যারা আমাকে স্টার দিয়ে উৎসাহিত করেছেন, আপনাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই সমর্থন আমাকে আরও ভালো কাজ করত...
19/07/2025

আপনারা যারা আমাকে স্টার দিয়ে উৎসাহিত করেছেন, আপনাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই সমর্থন আমাকে আরও ভালো কাজ করতে এবং আমার লক্ষ্যে অবিচল থাকতে অনুপ্রাণিত করে। মনে রাখবেন, প্রতিটি ছোট স্বীকৃতিই বড় সাফল্যের সিঁড়ি তৈরি করে। আপনাদের বিশ্বাস আমার পথচলার পাথেয়।


I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Lilidan Tañote Dadea, Abul Hasnat, Crispin Ignalig, Ma Lorna Rallestan, Md Rasel, Joseph Manguiran, Faruq Hossain, Mercy Garcia, Mir Rafiqul Mir Rafiqul, Sahil Live Styles






"আপনার পোশাক ময়লা হলেও তা ধুয়ে পরিষ্কার করা যায়, কিন্তু চরিত্র বা কর্ম একবার কলঙ্কিত হলে সে দাগ মোছা অত্যন্ত কঠিন। তা...
19/07/2025

"আপনার পোশাক ময়লা হলেও তা ধুয়ে পরিষ্কার করা যায়, কিন্তু চরিত্র বা কর্ম একবার কলঙ্কিত হলে সে দাগ মোছা অত্যন্ত কঠিন। তাই বাইরের চাকচিক্যের চেয়ে ভেতরের শুদ্ধতাকেই অগ্রাধিকার দিন। কারণ আপনার পরিধান নয়, আপনার চরিত্র আর কর্মই আপনার প্রকৃত ও স্থায়ী পরিচয়।"






🥀আপনার প্রিয় রং কি?
18/07/2025

🥀আপনার প্রিয় রং কি?






যখন শিক্ষা রিক্সা চালায় আর মূর্খতা দেশ চালায়, তখন আপনি বুঝবেন যে সভ্যতা যোগ্যতার অভাবে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই পরিস...
18/07/2025

যখন শিক্ষা রিক্সা চালায় আর মূর্খতা দেশ চালায়, তখন আপনি বুঝবেন যে সভ্যতা যোগ্যতার অভাবে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিই আপনাকে মনে করিয়ে দেবে যে, আপনার জ্ঞান এবং প্রজ্ঞাই আসল শক্তি। আপনিই পারেন এই পরিস্থিতিকে বদলে দিতে। ভয় পাবেন না, কারণ আপনার ভেতরের আলোই অন্ধকার দূর করার জন্য যথেষ্ট। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং আপনার কাজ দিয়ে প্রমাণ করুন যে যোগ্যতাই শেষ কথা, আর আপনিই সেই যোগ্যতার ধারক।🥀🌱.






🎉 Just completed level 3 and I am so excited to continue growing as a creator on Facebook!
17/07/2025

🎉 Just completed level 3 and I am so excited to continue growing as a creator on Facebook!






জীবন আমাদের অনেক কিছু পাওয়ার সুযোগ দেয়, কিন্তু কিছু জিনিস আছে যা কোনো মূল্য দিয়ে কেনা যায় না। আসলে, জীবনের প্রকৃত আন...
17/07/2025

জীবন আমাদের অনেক কিছু পাওয়ার সুযোগ দেয়, কিন্তু কিছু জিনিস আছে যা কোনো মূল্য দিয়ে কেনা যায় না। আসলে, জীবনের প্রকৃত আনন্দ এবং শান্তি নির্ভর করে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার উপর। অর্থের চেয়েও মূল্যবান সুস্বাস্থ্য, কারণ সুস্বাস্থ্যই পরম সম্পদ। তাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হওয়া উচিত নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া; কারণ, সুস্বাস্থ্যই সুস্থ মন এবং একটি পরিপূর্ণ জীবনের ভিত্তি স্থাপন করে।🌸🌱🍁






এই তিনটি ছবি থেকে একটি শব্দ তৈরি করুন।
16/07/2025

এই তিনটি ছবি থেকে একটি শব্দ তৈরি করুন।






নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়; জ্ঞান অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কষ্ট হলেও পথটা আপনাকেই হাঁটতে হবে, কার...
16/07/2025

নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়; জ্ঞান অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কষ্ট হলেও পথটা আপনাকেই হাঁটতে হবে, কারণ আপনার ভার অন্যের পক্ষে বহন করা সম্ভব নয়। তবুও হার মানলে চলবে না, ঘুরে দাঁড়াতে হবে বারবার; কারণ আপনার জেদই আপনাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে।🍀🥀






তিনটি শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে একটি শব্দ তৈরি করুন।🍀🙂১. আম ২. পটল৩. নদী
15/07/2025

তিনটি শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে একটি শব্দ তৈরি করুন।🍀🙂
১. আম
২. পটল
৩. নদী






টাকা হয়তো অনেক কিছু কিনতে পারে, কিন্তু সুস্থ শরীর আর শান্ত মন কিনতে পারে না। আজকের দিনে যখন দ্রুত গতিতে জীবন চলছে, তখন ...
15/07/2025

টাকা হয়তো অনেক কিছু কিনতে পারে, কিন্তু সুস্থ শরীর আর শান্ত মন কিনতে পারে না। আজকের দিনে যখন দ্রুত গতিতে জীবন চলছে, তখন আমরা প্রায়শই অর্থ উপার্জনের পেছনে ছুটে নিজের শরীরের দিকে নজর দিতে ভুলে যাই। কিন্তু মনে রাখবেন, সব থেকে বড় সম্পদ হলো আপনার সুস্বাস্থ্য। অসুস্থ শরীর নিয়ে কোনো অর্থই উপভোগ করা যায় না। তাই, অর্থ উপার্জনের পাশাপাশি আপনার শরীর ও মনের যত্ন নিন। সুস্থতা অমূল্য, অর্থের চেয়েও অনেক বেশি দামি। একে অবহেলা করবেন না।






Address

Farakka

Website

http://m.facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞান ও শিক্ষার আলোকে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share