
21/07/2025
"একদিন সব ঠিক হয়ে যাবে" — এ এক মিথ্যা সান্ত্বনা, যা আমাদের এক অলীক স্বপ্নে ভাসিয়ে রাখে। কারণ, সময়ের পরিক্রমায় কোন কিছুই সম্পূর্ণ ঠিক হয়ে যায় না। ক্ষতগুলো হয়তো শুকিয়ে আসে, কিন্তু তাদের দাগগুলো রয়ে যায়। সময় তাদের মুছে ফেলে না, কেবল আমাদের সইতে শেখায় সেই ব্যথাকে। আমরা হয়তো ভাবি সব কিছু আগের মতো হয়ে গেছে, কিন্তু আসলে সহ্য করার অনুভূতিটাই বদলে যায়। স্মৃতিগুলো তাদের তীক্ষ্ণতা হারায় বটে, তবে তারা মুছে যায় না। বরং, এই দাগ আর স্মৃতির উপর ভর করেই জীবন আমাদের নতুন গল্প লেখার সুযোগ করে দেয়। আসল কথা হলো, ব্যথা নিয়েই বাঁচতে শেখা, কারণ সেই সহ্য করার শক্তিই আমাদের জীবনের নতুন পথে এগিয়ে চলার রসদ জোগায়।🍁🍀🌼