TMC Bewa-II Karjalay office

TMC Bewa-II  Karjalay office Government of the people, by the people and for the people.

20/01/2024

আগামী সোমবার ২২/০১/২০২৪ তিলডাঙ্গা পাড়ায় পাড়ায় গিয়ে BDO OFFICE এর staff এবং পঞ্চায়েত অফিসের staff দুয়ারে সরকার এর সমস্ত রকম from জমা নেওয়া হবে। যেমন, বয়স্ক ভাতা, লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা, খাদ্য কার্ড, পর্যায় শ্রমিক OBC,SC,ST আর ইত্যাদ।

তিলডাঙ্গা গ্রামের সমস্ত Drain cleaning করা হলো.....
01/12/2023

তিলডাঙ্গা গ্রামের সমস্ত Drain cleaning করা হলো.....

বেওযা ২ গ্রাম পঞ্চায়েতে তিলডাঙ্গা গ্রামে নতুন করে কিছু পাকা রাস্তা তৈরি করা হচ্ছে।
11/11/2023

বেওযা ২ গ্রাম পঞ্চায়েতে তিলডাঙ্গা গ্রামে নতুন করে কিছু পাকা রাস্তা তৈরি করা হচ্ছে।

04/11/2023
উপস্থিত, MLA মনিরুল ইসলাম মহাশয়,তৃণমূল কংগ্রেস এর রাজ্যে সহ-সভাপতি মইনুল হক মহাশয়,ফারাক্কা ব্লক সভাপতি অরুণময় দাস মহা...
04/11/2023

উপস্থিত, MLA মনিরুল ইসলাম মহাশয়,তৃণমূল কংগ্রেস এর রাজ্যে সহ-সভাপতি মইনুল হক মহাশয়,ফারাক্কা ব্লক সভাপতি অরুণময় দাস মহাশয় এবংজেলাপরিষদ এর মেম্বার আমজুমরা খাতুন মহাশয়এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান রোজিনা খাতুন এর স্বামী ইসমাইল সেখ এবং পঞ্চায়েতসিমিতি মেম্বার রফিকুল আলম মহাশয়, আরো গ্রামের সম্মানীয় ব্যক্তি গন। বেওয়া 2 গ্রাম পঞ্চায়েতের দৈহিতপুর গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ এবং চন্ডিপুর গ্রামে বাড়ি বাড়ি জলীয় ব্যবস্থা কাজ উদ্বোধন করা হলো।

৩৯ নম্বর বুথে, রাস্তায় জল থাকার কারণে  রাস্তায় চলা চল এর জন্য অনেক অসুবিধা হচ্ছিল মানুষের। প্রধানের নির্দেশ অনুসারে ওই...
10/10/2023

৩৯ নম্বর বুথে, রাস্তায় জল থাকার কারণে রাস্তায় চলা চল এর জন্য অনেক অসুবিধা হচ্ছিল মানুষের। প্রধানের নির্দেশ অনুসারে ওই রাস্তাকে dust দিয়ে মানুষের চলাচলের যোগ্য করে দিলেন!

সম্মানীয় ব্যক্তি মাননীয় মইনুল হক মহাশয় ,কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর রাজ্যের সহ-সভাপতি মনোনীত হওয়া। আমরা সবাই অভ...
06/10/2023

সম্মানীয় ব্যক্তি মাননীয় মইনুল হক মহাশয় ,কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর রাজ্যের সহ-সভাপতি মনোনীত হওয়া। আমরা সবাই অভিনন্দন জানাই। এবং আজ আমরা ফারাক্কাবাসী সকলে গর্বিত।

আজ, গান্ধী জয়ন্তীর শুভ উপলক্ষ্যে, আমরা এখানে একত্রিত হয়েছি এমন একজন মানুষকে শ্রদ্ধা জানাতে যার কোনো পরিচয়ের প্রয়োজন ...
02/10/2023

আজ, গান্ধী জয়ন্তীর শুভ উপলক্ষ্যে, আমরা এখানে একত্রিত হয়েছি এমন একজন মানুষকে শ্রদ্ধা জানাতে যার কোনো পরিচয়ের প্রয়োজন নেই - মহাত্মা গান্ধী। তার জীবন ও নীতি বিশ্বজুড়ে প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
আমরা যেমন মহাত্মাকে আজ স্মরণ করি, আমাদের অবশ্যই তাঁর স্থায়ী উত্তরাধিকারের প্রতিফলন করতে হবে। সত্য, অহিংসা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি গান্ধীর অটল প্রতিশ্রুতি ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল এবং বিশ্বজুড়ে নাগরিক অধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলনকে প্রজ্বলিত করেছিল

তিলডাঙ্গা হাইস্কুল উচ্চমাধ্যমি এ শিক্ষা দিবস অনুষ্ঠানে উপস্থিত মাননীয় MLA মনিরুল ইসলাম মহাশয় এবং ইসমাইল শেখ ও তিলডাঙ্গ...
06/09/2023

তিলডাঙ্গা হাইস্কুল উচ্চমাধ্যমি এ শিক্ষা দিবস অনুষ্ঠানে উপস্থিত মাননীয় MLA মনিরুল ইসলাম মহাশয় এবং ইসমাইল শেখ ও তিলডাঙ্গা সমস্ত বুথের মেম্বার TMC কর্মী সকলকে প্রস্তুত হওয়ার জন্য ধন্যবাদ। তিলডাঙ্গা হাই স্কুল শিক্ষা দিবস অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক মহাশয় স্কুলে সেক্রেটারি মহাশয় ছাত্র সকলকে ধন্যবাদ অনুষ্ঠানকে শান্তি স্বেচ্ছাভাবে সাফল্য করার জন্য।

Address

Farakka
742212

Website

Alerts

Be the first to know and let us send you an email when TMC Bewa-II Karjalay office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share