
25/01/2025
ঊনবিংশ শতাব্দীর রেনেসাঁ বা নবজাগরণের বিপুল আলোড়ন ও তরঙ্গ বিক্ষোভের গর্ভ থেকে গভীর কাব্যচেতনার আত্মপ্রত্যয়ের অগ্নিজ্বালা নিয়ে তাঁর আবির্ভাব। আধুনিক বাংলা কাব্যসাহিত্যের ইতিহাসে প্রথম সার্থক আধুনিক কবি তিনি। মধ্যযুগীয় জীবনচর্চা ও কাব্য-ঐতিহ্যের সংকীর্ণ গণ্ডি ভেদ করে সদ্যোজাত বৈপ্লবিক বীররূপে বাংলা সাহিত্যে তাঁর তিমিরবিদার আলোেক জ্বলজ্বল উদার অভ্যুদয়। সংস্কারমুক্ত আধুনিক জীবনচেতনার যুক্তি,
বুদ্ধি ও মানবতার আদর্শসঞ্জাত ভাবভাবনাকে তিনি নতুন রূপ, ব্যঞ্জনা, ধ্বনিসৌন্দর্য ও ছন্দের প্রবহমানতায় বাংলা কাব্যকে আকস্মিকভাবে আধুনিকতায় উত্তীর্ণ করে দেন। তিনি ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার এবং প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। কবিগুরুর কথায়,
"নবযুগের প্রাণবান সাহিত্যের স্পর্শে কল্পনাবৃত্তি যেই নবপ্রভাতে উদ্বোধিত হল, অমনি মধুসূদনের প্রতিভা তখনকার বাংলা ভাষার পায়ে-চলার পথকে আধুনিক রথযাত্রার উপযোগী করে তোলাকে দুরাশা মনে করলেন না। কবি বাংলা ভাষাকে নির্ভীকভাবে এমন আধুনিকতার দীক্ষা দিলেন যা তার পূর্বানুবৃত্তি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র।"
আজ সেই মধুকবির জন্মদিনে' জানাই সশ্রদ্ধ প্রণাম।
• তথ্যঋণ - ইন্টারনেট ও অন্যান্য