Tutu Bandana Institute of Culture টুটু বন্দনা ইনস্টিটিউট অফ কালচার

  • Home
  • India
  • Ganga Sagar
  • Tutu Bandana Institute of Culture টুটু বন্দনা ইনস্টিটিউট অফ কালচার

Tutu Bandana Institute of Culture টুটু বন্দনা ইনস্টিটিউট অফ কালচার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tutu Bandana Institute of Culture টুটু বন্দনা ইনস্টিটিউট অফ কালচার, Digital creator, Chourangee, Ganga Sagar.
(1)

01/10/2025

মিস ক্যালকাটা থাকছেন আজ চৌরঙ্গী পল্লী উন্নয়ন দুর্গোৎসব কমিটির আহবানে বিবেকানন্দ মোড়ে ( চৌরঙ্গীতে) ঠিক রাত ৮ টায়।

28/09/2025

মহানবমীতে অনুষ্ঠান উপস্থাপনের মহাপ্রস্তুতি চলছে

26/09/2025

বিদ্যালয়ের আগমনী অনুষ্ঠানের মহড়ার এক ঝলক.. ভীষণ ভীষণ খারাপ লাগছে ..আজকেই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু আগাম ছুটি পড়ার কারণে সব তছনছ..

24/09/2025

সুপ্রভাত, সক্কাল সক্কাল
বিবেকানন্দ থেরাপি
আমার বাচ্চাটাকে আশীর্বাদ করবেন আর হ্যা থেরাপি কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না কিন্তু

21/09/2025

পূজোর গন্ধ এসেছে ❤️♥️

16/09/2025

আগে শুধু স্বামীর কাছে এখন স্বামী সন্তান দুজনের কাছে যেতে হয়... সঙ্গী প্রাকৃতিক সৌন্দর্য.. বর কখনও রাস্তায় একা ছাড়তো না আমায় অথচ সেই আমিই কিভাবে দোকা হয়ে গেলাম 😎😎😎 পরিস্থিতি বুঝলেন

যাই ঘটে যাক বিচার করতেই হবে সঙ্গে ধ্যাবড়া চন্দনের টিপ 🤣🙏🙏🙏🙏❤️
13/09/2025

যাই ঘটে যাক বিচার করতেই হবে সঙ্গে ধ্যাবড়া চন্দনের টিপ 🤣🙏🙏🙏🙏❤️

11/09/2025
11/09/2025

আজ সেই দিন যেদিন ভারত বর্ষ কে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন এক ভারতীয় সন্ন্যাসী..

প্রসঙ্গ যখন অনির্বাণ ভট্টাচার্যের হুলি গান ইজম  # # #@শতাংশের দিক থেকে শিক্ষিতের হার হয়তো বেড়েছে কিন্তু মানুষ বেশিরভাগ...
10/09/2025

প্রসঙ্গ যখন অনির্বাণ ভট্টাচার্যের হুলি গান ইজম # # #@

শতাংশের দিক থেকে শিক্ষিতের হার হয়তো বেড়েছে কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভেতর থেকে অশিক্ষিত।
তা না হলে তির্যক মন্তব্য এবং প্রতিবাদ দুটোকে মানুষ একসাথে গুলিয়ে ফেলতেন না। পুরো গান আমি ভালো করে শুনলাম যেখানে এটাই স্পষ্ট ছড়া বাঁধতে গিয়ে ঘোষ বোস নাম মিলিয়ে টুকরো তির্য ক মন্তব্য এবং ছন্দ মিলিয়েছেন। সেখানে প্রতিবাদের ছিটে ফোটাও নেই। দল পরিবর্তন বা রাজনীতি করতে গিয়ে উল্টোপাল্টা কথা বলা বা নিজের দলকে বাঁচিয়ে বিরুদ্ধ দলের বিরুদ্ধে কথা বলা কখনোই দুর্নীতির মধ্যে পড়ে না। এগুলো সবই রাজনীতির বৈশিষ্ট্য। অনির্বানের গানে এগুলোই স্পষ্টত উজ্জ্বল। এগুলো নিয়ে মজা কুড়নো যায় কিন্তু কখনোই এই গানের স্রষ্টার বুকের পাটা আছে বলে আমি অন্তত মনে করি না।
বুকের পাটা আছে তখনই বুঝতাম যদি তার গানে দুর্নীতির প্রসঙ্গ থাকতো যেমন আরজি কর প্রসঙ্গ, চাকরির দুর্নীতি ,তামান্নার ওপর নির্যাতন সহ বাকিগুলো থাকতো তাহলে বুঝতাম মানুষটির সত্যি সত্যিই বুকের পাটা আছে।

এই গান শুনে বুঝলাম তার বুকের ভেতর ভয় আছে, গা বাঁচিয়ে চলার সমস্ত মেটিরিয়াল রয়েছে আর রয়েছে মানুষকে বোকা বানাবার মোক্ষম অস্ত্র।

তবে এটা ঠিক তিনি কিন্তু কখনই বলেননি, আমার গান শুনে আমাকে আপনারা প্রতিবাদী ভাবুন। মাথায় তুলে নাচুন ইত্যাদি ইত্যাদি। তিনি তার ক্ষমতা অনুযায়ী ছড়া গান বেধেছেন মজা করেছেন তির্যক মন্তব্য করেছেন। হয়তো আমরা তাকে নিয়ে বাড়াবাড়ি করছি। তিনি সত্যি কারের একজন প্রতিভাবান শিল্পী। আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা। তার গোটা জীবন জুড়ে রয়েছে সংগ্রামী ইতিহাস সেদিক থেকে তাকে স্যালুট জানাই ভালো থাকবেন অনির্বাণ বাবু। নতুন গানের অপেক্ষায় রইলাম।

08/09/2025

সপ্তম শ্রেণীর ব্রাহ্মণ ছেলে চিঠি দিল এক মুসলিম মেয়েকে এবং তারপর..

আমরা কয়েকজন যখন এক ফ্রেমে বন্দী হই..সুপ্রভাত
07/09/2025

আমরা কয়েকজন যখন এক ফ্রেমে বন্দী হই..
সুপ্রভাত

Address

Chourangee
Ganga Sagar
743373

Opening Hours

Saturday 3pm - 7pm
Sunday 9am - 6pm

Telephone

+919635685203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tutu Bandana Institute of Culture টুটু বন্দনা ইনস্টিটিউট অফ কালচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tutu Bandana Institute of Culture টুটু বন্দনা ইনস্টিটিউট অফ কালচার:

Share