
08/07/2025
আদিবাসী কন্যার স্বপ্নপূরণের লড়াই।
ভাই দীল খানের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলাম ও কয়েকটা ছবি স্কিনশট নিলাম।
মালতী মুর্মু গ্ৰামের ৮৫ টি পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা করানোর জন্য নিজের বাড়িকে ২০২০ সাল থেকে স্কুল বানিয়ে ফেলেছেন।
পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের Hilltop থেকে ২৫ কিমি দূরে বিচ্ছিন্ন গ্ৰাম জিলিং সেরেং। সেই গ্ৰামের গৃহবধূ নিজের ২ মাসের ছোট্ট বাচ্চাকে নিয়ে প্রায় ৬০ জন ছাত্রীদের নিয়ে বিনামূল্যে স্কুল চালাচ্ছেন। গ্ৰাম থেকে বিদ্যালয় দূরবর্তী হওয়ায় বাচ্চারা নিয়মিত স্কুলে যেতে পারে না। ২০২০ সালে লক ডাউনের সময় শিশুরা যখন বইএর পাতা থেকে মুখ সরিয়ে নিয়েছে। তখন তিনি সিদ্ধান্ত নেন আমি গ্ৰামে ছেলেমেয়েদের বিনাপয়সায় পড়াবো। কয়েকজনকে নিয়ে পড়ানো শুরু করেন। তারপর ধীরে ধীরে গ্ৰামের সমস্ত শিশুরা পড়াশোনা করতে শুরু করেন মালতী দিদিমনির কাছে।
প্রথমের দিকে স্বামীর আপত্তি থাকলেও মালতীর অদম্য ইচ্ছাশক্তির কাছে স্বামী সহমত পোষণ করেন। তারপর স্ত্রীর পাশে দাঁড়িয়ে মালতীকে সাহায্য করতে থাকেন।
প্রতিকূল পরিবেশকে কাটিয়ে বর্তমানে মালতী দিদিমনি শুধুমাত্র গ্ৰামের গর্ব নয়, আমাদের ভারতবর্ষের গর্ব। শ্রদ্ধা ও নমস্কার জানাই।