দৃষ্টিকোন

দৃষ্টিকোন Dristikon

এশিয়া কাপ নায়ক ❤️
28/09/2025

এশিয়া কাপ নায়ক ❤️

28/09/2025

বাব্ বাব্ হোতা হ্যায়, এ বাত খপড়ি মে ঘুসালো পাকিস্তান,এশিয়া কাপে ind-3/ pak 0, চ্যাম্পিয়ন.... চ্যাম্পিয়ন ভারত।

নবেল পাওয়ার মতো ছবি, জয় হীন্দ.
27/09/2025

নবেল পাওয়ার মতো ছবি, জয় হীন্দ.

27/09/2025

গর্বের পবিত্র গঙ্গাসাগর।

23/09/2025

বিরল দৃশ্য, কলকাতায় মেঘ ভাঙ্গা বৃষ্টি, পুজোর মুহূর্তে ভাষলো শহর কলকাতা।

11/09/2025

একি কাণ্ড গঙ্গাসাগরে? ১১ দিন নিখোঁজ, জঙ্গল থেকে অ*চৈতন্য অবস্থায় উদ্ধার. তদন্তে পুলিশ।

গত ১১ দিন নিখোঁজ থাকার পর আজ গঙ্গাসাগর কসতলা নদীর চরে জঙ্গল থেকে জীবিত সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার গঙ্গাসাগর কসতলা নিবাসী গৃহবধূ পূর্ণিমা দোলুইয়ের। গত ১১ দিন আগে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হন গৃহবধূ পূর্ণিমা দলুই। আজ কসতলা নদীর চরে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার।বর্তমানে সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে সাগর থানার পুলিশ। দৃষ্টিকোন

ডিজিটাল সৌভাগ্যের ইতিহাসে ছবি ও লেখাখানি জমা থাক। ছবিতে যিনি আমার পাশে রয়েছেন তিনার বয়স ৯৯, নাম অর্চনা দাস, বাড়ি গঙ্গ...
01/09/2025

ডিজিটাল সৌভাগ্যের ইতিহাসে ছবি ও লেখাখানি জমা থাক। ছবিতে যিনি আমার পাশে রয়েছেন তিনার বয়স ৯৯, নাম অর্চনা দাস, বাড়ি গঙ্গাসাগরের বিষ্ণুপুর এলাকায়,কোন এক কাজ নিয়ে ফিরছিলাম ওই রাস্তাতেই,বাড়ির রাস্তার পাশে দাঁড়িয়ে হৃদকম্পন চেহারায় চোখের কোনায় জলবিন্দু নিয়ে এক প্রান্তে দাঁড়িয়ে। চোখের কোনায় জলবিন্দু দেখে নিজেকে দাঁড় করিয়ে প্রশ্ন করলাম দিদা বয়স কত? দিদার কাপানো কণ্ঠস্বরে উত্তর... আমার বয়স ৯৯ বছর, পরের প্রশ্ন... কেমন আছেন ? উত্তরে ৯৯ এর বৃদ্ধা কম্পন কন্ঠে বললেন আমি ভালো আছি, ছেলেরা ভালো রেখেছেন আমায়, পরের প্রশ্ন আমার... এই দরিদ্র নাতি তোমার জন্য কি করতে পারে বলুন তো? উত্তরে মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন তোরা আমার বয়স পারকর এই আশীর্বাদ করলাম।

27/08/2025

দৃষ্টিকোন

শুরু হলো গঙ্গাসাগর সেতুর সয়েল টেস্ট। মাটির এই পরীক্ষা করা হয় সেতুর নিচের মাটির ভারবহন ক্ষমতা এবং অন্যান্য প্রকৌশলগত বৈ...
26/08/2025

শুরু হলো গঙ্গাসাগর সেতুর সয়েল টেস্ট। মাটির এই পরীক্ষা করা হয় সেতুর নিচের মাটির ভারবহন ক্ষমতা এবং অন্যান্য প্রকৌশলগত বৈশিষ্ট্য যাচাই করার জন্য, যা নিরাপদে ও টেকসইভাবে সেতু নির্মাণ নিশ্চিত করে। এই পরীক্ষার মাধ্যমে ধরন, গঠন, ভারবহন ক্ষমতা, এবং ভূগর্ভস্থ জলের অবস্থা বিশ্লেষণ করা হয়, যার মধ্যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, তরল সীমা, প্লাস্টিক সীমা পরীক্ষা ইত্যাদি অন্তর্ভুক্ত। এই পরীক্ষা সেতুর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৃষ্টিকোন

25/08/2025

শুভেন্দু অধিকারীর মন্তব্যকে সম্পূর্ণ নিরাশজনক ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী।
Bankim Chandra Hazra দৃষ্টিকোন

Address

Gangasagar
Ganga Sagar
743373

Alerts

Be the first to know and let us send you an email when দৃষ্টিকোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৃষ্টিকোন:

Share