দৃষ্টিকোন

দৃষ্টিকোন Dristikon
(3)

আদিবাসী কন্যার স্বপ্নপূরণের লড়াই। ভাই দীল খানের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলাম ও কয়েকটা ছবি স্কিনশট নিলাম।মালতী মুর্মু গ...
08/07/2025

আদিবাসী কন্যার স্বপ্নপূরণের লড়াই।

ভাই দীল খানের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলাম ও কয়েকটা ছবি স্কিনশট নিলাম।

মালতী মুর্মু গ্ৰামের ৮৫ টি পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা করানোর জন্য নিজের বাড়িকে ২০২০ সাল থেকে স্কুল বানিয়ে ফেলেছেন।
পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের Hilltop থেকে ২৫ কিমি দূরে বিচ্ছিন্ন গ্ৰাম জিলিং সেরেং। সেই গ্ৰামের গৃহবধূ নিজের ২ মাসের ছোট্ট বাচ্চাকে নিয়ে প্রায় ৬০ জন ছাত্রীদের নিয়ে বিনামূল্যে স্কুল চালাচ্ছেন। গ্ৰাম থেকে বিদ্যালয় দূরবর্তী হওয়ায় বাচ্চারা নিয়মিত স্কুলে যেতে পারে না। ২০২০ সালে লক ডাউনের সময় শিশুরা যখন বইএর পাতা থেকে মুখ সরিয়ে নিয়েছে। তখন তিনি সিদ্ধান্ত নেন আমি গ্ৰামে ছেলেমেয়েদের বিনাপয়সায় পড়াবো। কয়েকজনকে নিয়ে পড়ানো শুরু করেন। তারপর ধীরে ধীরে গ্ৰামের সমস্ত শিশুরা পড়াশোনা করতে শুরু করেন মালতী দিদিমনির কাছে।
প্রথমের দিকে স্বামীর আপত্তি থাকলেও মালতীর অদম্য ইচ্ছাশক্তির কাছে স্বামী সহমত পোষণ করেন। তারপর স্ত্রীর পাশে দাঁড়িয়ে মালতীকে সাহায্য করতে থাকেন।
প্রতিকূল পরিবেশকে কাটিয়ে বর্তমানে মালতী দিদিমনি শুধুমাত্র গ্ৰামের গর্ব নয়, আমাদের ভারতবর্ষের গর্ব। শ্রদ্ধা ও নমস্কার জানাই।

03/07/2025

একগাল হাসি মুখ নিয়ে গঙ্গাসাগর থেকে নদীয়াতে নিজের বাড়ি ফিরলেন সঞ্জীব দেবনাথ। দৃষ্টিকোন

30/06/2025

ধ*র্ষকদের একটাই শাস্তি মৃ*ত্যুদন্ড।
সে ছাত্রনেতা মনোজিৎ হোক কিম্বা আশ্রমের পদ্ম মহারাজ কার্তিক......
শাস্তিহোক অপরাধীদের ।

30/06/2025

সব খুইয়ে ঘরে ফেরার আর্জি। এই ব্যাক্তির নাম - সঞ্জীব দেবনাথ। বয়স - ৫৭। থানা - নদীয়া। গ্রাম - ছটির মাঠ গুন্নিক নগর। বাবা - অনিল দেবনাথ, যিনি পরলোকে গমন করেছেন, দুই ছেলে রয়েছেন, নাম - কৃষ্ণ দেবনাথ এবং সুজিত দেবনাথ। এই ব্যাক্তি আসামের কামাখ্যা মেলায় গিয়ে সবকিছু হারিয়ে বর্তমানে রয়েছেন গঙ্গাসাগরের শ্রীধাম বাজারে। তিনি বর্তমানে বাড়ি ফিরতে চাইছেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। ভিডিওখানি পরিবারের নজরে পড়লে 9735861327 এই নম্বরে যোগাযোগ করবেন। fans দৃষ্টিকোন

30/06/2025

বাড়ির একমাত্র রোজগেরেকে হা*রিয়ে দি*শেহারা পুরো পরিবার। হৃ*দয় বি*দারক 😥
দৃষ্টিকোন

24/06/2025

কমান্ডো তপনের র*হস্যজনকভাবে মৃ*ত্যু, সেই ভিডিও পোস্ট হতেই নি*ন্দনীয় কমেন্ট, শেষমেষ ক্ষ*মা চেয়ে আপনাদের দ্বারস্থ হলেন কমেন্টধা*রী।
দৃষ্টিকোন

23/06/2025

রহস্যজনক ভাবে রাজপুত কমান্ডো তপনের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন হল গঙ্গাসাগরে। এদিকে বাবার বুকফাটা কান্নায় ভেসে আসছে আয় বাবা ফিরে আয়। হৃদয় বিদারক 😥
দৃষ্টিকোন

22/06/2025

গঙ্গাসাগর নিবাসী ইন্ডিয়ান কামান্ডো তপনের দেহ ফিরলো আজ গঙ্গাসাগরের বেনুবনে, সঙ্গে এলেন কামান্ডো বাহিনীর অনেকেই। বিস্তারিত নিয়ে সরাসরি রয়েছি লাইভে।
দৃষ্টিকোন

ছিলেন রেজিমেন্ট রাজস্থান ২ রাজপুত কমান্ডো। বাড়ি গঙ্গাসাগর। নাম তপন জানা, বছর ৩১ এর রাজস্থান রেজিমেন্ট কামান্ডো তপন ব্যা...
22/06/2025

ছিলেন রেজিমেন্ট রাজস্থান ২ রাজপুত কমান্ডো। বাড়ি গঙ্গাসাগর। নাম তপন জানা, বছর ৩১ এর রাজস্থান রেজিমেন্ট কামান্ডো তপন ব্যাঙ্গালোরে ডিউটিরত অবস্থায় গলায় ফাঁ*স লাগিয়ে করেন আ*ত্মহত্যা । মৃত্যুর কারণ যদিও এখনো স্পষ্ট নয়, তবে তদন্তে পুলিশ প্রশাসন থেকে আর্মি। এদিকে গোটা পরিবার জুড়ে কান্নার রোল।
দৃষ্টিকোন

21/06/2025

হাড়হিম করা ভিডিও। জম্মুদ্বীপ থেকে দীর্ঘ ৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের গভীর সমুদ্রে একটি মৎস্যজীবী ট্রলার আজ আচানক ডুবে যায়, পাশাপাশি থাকা অন্যান্য মৎস্যজীবী ট্রলার ডুবে যাওয়া মৎস্যজীবী শ্রমিক সহ ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসেন ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। দৃষ্টিকোন

20/06/2025

সাত সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির প*চা গ*লা মৃ**তদেহ উদ্ধার গঙ্গাসাগরে।
দৃষ্টিকোন

16/06/2025

ম*রণব্যাধি ক্যা*ন্সার সহ কিডনি বিহীন চন্দ্রের পরিবারের পাশে মন্ত্রী. Palash Das Bankim Chandra Hazra

Address

Ganga Sagar

Alerts

Be the first to know and let us send you an email when দৃষ্টিকোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৃষ্টিকোন:

Share