05/09/2025
যাদের বউকে খরচ দেওয়ার মতো যোগ্যতা, ইনকাম কিংবা মানসিকতাই নেই,তাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে বিয়ে করবেন না😇
একজন মেয়ের মাসিক খরচ সাধারণত এমন হতে পারে—
• স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার: ২,০০০ – ১০,০০০ টাকা
• ড্রেস: ২,০০০ – ২০,০০০ টাকা
• রেস্টুরেন্ট বিল: ১,০০০ – ৫,০০০ টাকা
• মেকআপ (৬ মাস / ১ বছর): ৬,০০০ – ২০,০০০ টাকা
তবে এই খরচ একেকজনের চয়েজ, ব্র্যান্ড, ইনকাম ও লাইফস্টাইল অনুযায়ী ভিন্ন হতে পারে,কারও মাসে মাত্র ২ হাজার খরচ হয়, আবার কারও ২০ হাজার বা তারও বেশি হতে পারে।
প্রশ্ন হলো : আপনার যদি এই খরচ বহন করার মানসিকতা না থাকে, তবে কেন বিয়ে করবেন?
মনে রাখবেন
আপনার স্ত্রী ইনকাম করুক বা না করুক, তার ভরণপোষণ আপনার দায়িত্ব,চাইলে স্ত্রী নিজে নিজের খরচ চালাতে পারে, কিন্তু সেটি তার ইচ্ছা,আপনার দায়িত্ব থেকে আপনি মুক্ত নন।
আজকাল বিয়ের আগেই অনেক মেয়ে নিজের লাইফস্টাইল ও খরচের ধরন স্পষ্ট করে জানিয়ে দেয়। তাহলে বিয়ের পরে অযথা কাহিনী করার মানে কী?
উদাহরণস্বরূপ—
যদি আপনার স্ত্রী একটি সিরাম কিনে ১৬০০ টাকা দিয়ে, আর আপনি বলেন— “এইসব দিয়ে কি হবে?” তবে সেটি কেবলই ছো*টলোকি মা'নসি'কতার পরিচয়।
কারণ, একজন নারী শুধু সংসার টিকিয়ে রাখা আর সন্তান জন্ম দেওয়ার জন্যই বিয়ে করে না। সে ভালোবাসা, সম্মান ও কেয়ারও চায়। সে ইনকাম করুক বা না করুক, প্রত্যেক নারীই চায় তার স্বামী তাকে গুরুত্ব দিক, কেয়ার করুক, ছোট ছোট চাহিদাগুলো পূরণ করুক।
লেখাটি ফেসবুক সংগৃহত