
24/05/2025
উপরে যে ৫০০ টাকার নোটটি দেখছেন, সেটা এক সময় ছিল একটি সাধারণ পরিবারের এক সপ্তাহের ভরসা।
সেই এক টুকরো কাগজ দিয়ে চলত সাপ্তাহিক বাজার, কেনা যেত প্রয়োজনীয় ওষুধ, এমনকি কাউকে ছোটখাটো উপহারও দেওয়া যেত।
ছিল সেই টাকাটির ভেতর একরাশ স্বস্তি, নিরাপত্তা আর নিশ্চয়তা।
আর এখন? নিচের যে চকচকে নতুন ৫০০ টাকার নোটটি দেখছেন, তা উন্নয়নের প্রতিচ্ছবি হলেও—বাস্তবতায় সেটি একদিনের বাজারেরও খরচ মেটাতে হিমশিম খায়।
বদলেছে শুধু নোটের রঙ আর ডিজাইন নয়, বদলে গেছে সময়, মানুষের স্বপ্ন, আর বেঁচে থাকার লড়াইয়ের সংজ্ঞা।
এক সময় হাতে থাকা ৫০০ টাকা মানেই ছিল শান্তির নিঃশ্বাস,
আর আজ—তা যেন দুশ্চিন্তার প্রতীক, টানাপোড়েন আর অনিশ্চয়তার নামান্তর।
এই দুই নোট কেবল অর্থমূল্যের ফারাক নয়,
এটা সময়ের প্রতিচ্ছবি, জীবনের নিষ্ঠুর বাস্তবতা আর সংগ্রামের নিঃশব্দ কাব্য।