Sahitya Bandhu

Sahitya Bandhu A Trusted Little Magazine

26/06/2024

|| বিশেষ ঘোষণা ||

আমরা খুবই দুঃখের সাথে জানাতে বাধ‍্য হচ্ছি যে নানাবিধ সমস‍্যার কারনে আমরা আপনাদের সকলের 'দিগন্ত' পত্রিকাকে বন্ধ করে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছি। এই পদক্ষেপ গ্রহণ করা আমাদের কাছে খুবই কষ্টের ও কঠিন ছিল। দীর্ঘ পাঁচবছর ধরে এই পত্রিকা বহু নামি-অনামি, নতুন-পুরাতন লেখকের লেখা নিয়মিত স্বচ্ছতার সাথে প্রকাশ করে এসেছে এবং বাংলা লিটিল ম‍্যাগাজিনের দুনিয়াতে অল্প হলেও কিছুটা দাগ কাটতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। আপনারা যারা এতদিনের এই লম্বা সফরে আমাদের পাশে থেকেছেন, মনোবল জুগিয়েছেন, সাহস দিয়েছেন, আমাদের খুব সহজেই আপন করে নিয়েছেন আপনাদের কাওকেই ধন‍্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। আমরা আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে খুবই ধন‍্য হয়েছি।

এই পত্রিকার সাথে যুক্ত সমস্ত ব‍্যাক্তিদের আমরা সকলকে ধন‍্যবাদ জানাই, সমস্ত চিত্রশিল্পী, ডিস্ট্রিবিউটার, ওয়েবসাইটের টেকনিক্যাল টিম, বিপননে যারা সাহায‍্য করেছেন আপনাদের ওপর আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনার যে-যার কর্মক্ষেত্রে উন্নতি করুন এও আমাদের পরম চাওয়া।

এই পত্রিকার সাথে কেউ কোনোরকম স্মৃতি আমাদের সাথে ভাগ করে নিলে খুবই ভালো লাগবে।

আমরা সকলেই আশায় বাঁচি তাই আবারও যদি কখনও অনুকূল পরিস্থিতি তৈরী হয় তাহলে 'দিগন্ত' আবার ফিরে আসবে।

সকলে ভালো থাকুন। ধন‍্যবাদ।

সহযোগী-সম্পাদক
সীমন্ত নন্দী
২৭ জুলাই, ২০২৪

প্রকাশিত হয়ে গেল দিগন্ত শারদ সংখ‍্যা-১৪৩০। এবছর অত‍্যন্ত অর্থাভাবে আমরা শুধুমাত্র ইভার্সনে শারদ সংখ্যা প্রকাশ করছি। যে ক...
30/11/2023

প্রকাশিত হয়ে গেল দিগন্ত শারদ সংখ‍্যা-১৪৩০। এবছর অত‍্যন্ত অর্থাভাবে আমরা শুধুমাত্র ইভার্সনে শারদ সংখ্যা প্রকাশ করছি। যে কেউ আমাদের এই পত্রিকার ইভার্সন ক্রয় করতে পারেন।

মূল‍্য মাত্র- ৮০ টাকা

পত্রিকার ইভার্সন ক্রয় করার লিঙ্ক-

Boitoi.in - Buy Digonto Sharod Sankhya 1430 || Digonto Utsab Sankhya 1430 [PDF] online at best price in India. We offer standard and fastest delivery.

প্রকাশিত হয়ে গেল দিগন্ত শারদ সংখ‍্যা-১৪৩০। এবছর অত‍্যন্ত অর্থাভাবে আমরা শুধুমাত্র ইভার্সনে শারদ সংখ্যা প্রকাশ করছি। যে ক...
30/11/2023

প্রকাশিত হয়ে গেল দিগন্ত শারদ সংখ‍্যা-১৪৩০। এবছর অত‍্যন্ত অর্থাভাবে আমরা শুধুমাত্র ইভার্সনে শারদ সংখ্যা প্রকাশ করছি। যে কেউ আমাদের এই পত্রিকার ইভার্সন ক্রয় করতে পারেন।

◆ পত্রিকা ক্রয় করার জন‍্য বিনিময় মূল‍্য মাত্র ৮০/-

◆ যেকোনো অ‍্যাপ থেকে মোবাইল ব‍্যাঙ্কিং, অনলাইন ব‍্যাঙ্কিং এর মাধ‍্যমে পত্রিকার বিনিময় মূল‍্য পাঠানোর পরে 7602042535-এই WhatsApp নম্বরে সেই Transaction এর স্ক্রিনসট পাঠানোর পরেই আমরা পত্রিকার ইভার্সন আপনাকে পাঠিয়ে দেব। বিনিময় মূল‍্য পাঠানোর ঠিকানা-

UPI Address- nandisimanta534@okicici

অথবা 7602042535@axl

শারদ পত্রিকার ইতিহাসে প্রথম বার একটি পত্রিকা তাদের শারদ সংখ্যা প্রকাশ করতে চলছে শারদীয়া পূজা শেষের পরে। নিজেদের মান বাঁচাতে বলা যেতেই পারে, সবাই তো আগেভাগেই শারদ সংখ্যা প্রকাশ করে, আমরা না হয় পরেই বের করলাম। তবে যাই হোক, বেশ একটু দেরীই বোধহয় হয়ে গেল। কিন্তু না প্রকাশ হওয়ার থেকে দেরী হওয়াও চলে। কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, প্রবন্ধ, লিমেরিক, মুক্তগদ‍্য নিয়ে আমাদের শারদ সংখ্যা সংগ্রহযোগ্য একটি সংখ্যা হয়ে উঠেছে। তবে এটা আমাদের ভাবনা। এবার পাঠকদের হাতে তার বিচার। তারাই ঠিক করবেন, এই সংখ্যা সাহিত্য রসের মাপকাঠির বিচারে উতরে যেতে পারলো কিনা।

আসছে...
28/11/2023

আসছে...

প্রকাশ করা হল দিগন্ত-উৎসব সংখ‍্যার নির্বাচিত লেখকসূচী। আপনাদের সকলের জন‍্য রইলো একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীর সবটুকু...
09/11/2023

প্রকাশ করা হল দিগন্ত-উৎসব সংখ‍্যার নির্বাচিত লেখকসূচী। আপনাদের সকলের জন‍্য রইলো একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীর সবটুকু ভালো হোক।

বিঃদ্রঃ : প্রচন্ড সমস‍‍্যার মধ‍্য দিয়ে যাওয়ার জন‍্য আমাদের এই অনিচ্ছাকৃত বিলম্ব হওয়াতে আমরা যারপরনাই লজ্জিত। আমরা চেষ্টা করছি নভেম্বরের মধ‍্যে পত্রিকাটি প্রকাশ করার। অনুগ্রহ করে কিছু মনে করবেন না, আশা করছি পাশে থাকবেন। আমরা চেষ্টা করছি সবকিছু সামলে যতটা তাড়াতাড়ি প্রকাশ করা যায়।

সম্পূর্ন লেখকসূচীর ড্রাইভ লিঙ্ক- https://drive.google.com/file/d/1uCsO1nvoZtlW4U0WVBVQRK3XE_eC6FG3/view?usp=drivesdk

ছোটদের ছোট ছোট ছড়া-র বইটি অনলাইনে চলে এসেছে। প্রিন্ট ভার্সন ও ডিজিটাল ভার্সন দুইভাবেই বইটি উপলব্ধ। লিঙ্ক দেওয়া রইলো। ঝটপ...
17/10/2023

ছোটদের ছোট ছোট ছড়া-র বইটি অনলাইনে চলে এসেছে। প্রিন্ট ভার্সন ও ডিজিটাল ভার্সন দুইভাবেই বইটি উপলব্ধ। লিঙ্ক দেওয়া রইলো। ঝটপট সংগ্রহ করা শুরু করে দিন।
WhatsApp Order এর মাধ‍্যমেও সংগ্রহ করতে পারেন। WhatsApp নম্বরটি হল- 7602042535

অনলাইন লিঙ্ক- https://boitoi.in/product/chotoder-choto-choto-chora

বই নিয়ে দু-চার কথা রইলো আপনাদের জন‍্য-

ইচ্ছে ছিল অনেকদিনের যে ছোটদের জন্য একটা ছড়ার বই প্রকাশ করার। কেন? হ্যাঁ, একটা জবাব দিতে হবে বইকি।

ছোটদের জন্য ছড়ার বইয়ের অভাব নেই। অজস্ৰ লেখা আছে খ্যাতিমান ও প্রখ্যাত সাহিত্যিকদের। কাদের নাম করব? পাতা ভর্তি হয়ে যাবে।

তবে ছড়া কি শুধু একটা সময়ে আটকে থাকতে পারে? মানে যে সময়ে ছড়াগুলি লেখা হয়েছিল তারপরে নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। শিশুদের জগতে আরো অনেক কিছুর প্রবেশ ঘটেছে;তার মধ্যে দুটো হল গ্যাজেট আর পড়াশোনার চাপ। তাই ছড়ার জগতে অনেক কিছুর সংযোজন প্রয়োজন ছিল। বর্তমান ছড়াকারদের দায়িত্ব শুধু শিশুদের নির্মল আনন্দ দেওয়া নয়; তাদের কাজ হল শিশুদের মনোজগৎ কতটা আমরা বুঝেতে পেরেছি তার একটা মাপকাঠি তৈরী করাও আমাদের লক্ষ্য। সেই কাজে ব্রতী হতে গিয়ে আমরা আমাদের বর্তমান প্রজন্মের সাহিত্যিকদের কাছে ছোটদের উপযোগী ছড়া লেখবার আবেদন রেখেছিলাম। তারা আমাদের সাড়া দিয়ে তাদের কলম তুলে নিয়েছেন।

অনেক ছড়া আমরা পেয়েছি। তাদের প্ৰায় সমস্তগুলিই আমরা দুই মলাটের মধ্যে সাজিয়ে দিলাম ।

আসল পাঠক অর্থাৎ শিশুদের যদি ভালো লাগে, তাহলেই আমাদের কষ্ট সার্থক বলে মনে করব। আর ভুলত্রুটির কথা নতুন করে বলব না। সহৃদয় পাঠকরা সেগুলি আমাদের দৃষ্টিগোচর করবেন বলেই আমরা আশা রাখি। আর গুণমান যাচাই করার কাজটিও আমরা আমাদের বলিষ্ঠ পাঠকদের হাতেই ছেড়ে দিলাম।

ধৃতি সুন্দর গুছাইত

সম্পাদক - সাহিত্য বন্ধু

প্রকাশ হওয়ার মুহূর্ত....
14/10/2023

প্রকাশ হওয়ার মুহূর্ত....

07/10/2023

*আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ! *

অত্যন্ত আনন্দের সহিত জানানো যাচ্ছে যে "ছোটোদের ছোট ছোট ছড়া" বইটি প্রকাশিত হবে আগামী ১৪ই অক্টোবর, সন্ধ্যে ৭:০০ ঘটিকায়, সাহিত্য বন্ধুর নিজস্ব কার্যালয়ে। উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি।

প্রত্যেকেই জানাই যে বইটি যে কেউ ডাকযোগে পেতে পারেন। শুধু আপনারা আপনাদের ঠিকানা আমাকে ব্যক্তিগতভাবে জানিয়ে রাখুন। প্রত্যেকে লেখক/লেখিকাদের দুটি করে সৌজন্য সংখ্যা দেওয়া হবে। বইটির সামান্য মূল্য সহ ডাকখরচ দিয়ে বইটি কেনার জন্য অনুরোধ রইল। বইটি সংগ্রহ করার জন‍্য এই নং -এ যোগাযোগ করুন।

Call & WhatsApp No- 076020 42535

05/10/2023

নমস্কার,

আমি "দিগন্ত" লিটিল ম‍্যাগাজিনের তরফ থেকে সম্পাদক ধৃতি সুন্দর গুছাইত কথা বলছি৷ সম্প্রতি আমাদের পত্রিকার পূজাবার্ষিকী প্রকাশ করার চেষ্টা করছি। কাজ শুরু হয়েছে। ডিজিটাল এবং প্রিন্টেড আকারে একটি সুন্দর পূজাবার্ষিকী আনার৷ বেশ কিছু প্রথিতযশা লেখক লিখছেন। অনেক নামী শিল্পীও কাজ করছেন৷ আমাদের পত্রিকা প্রকাশ হয় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে, প্রিন্ট এবং ই-বুক এই উভয় মাধ্যমে৷ এর সার্কুলেশন সারা ভারত জুড়ে আছে।

আমাদের কোনো প্রকাশনা সংস্থার সাথে গাঁটছড়া নেই, কোনো গ্রুপের সাথেও যোগাযোগ নেই আমাদের। স্বতন্ত্রভাবে, ছোট্ট একটি টিম নিয়ে আমরা কাজ করি৷ ফলত, লড়াই করতে হয় প্রতিনিয়ত। যে লড়াইটা কঠিন হলেও, অসম্ভব নয়৷

তাই, স্বতঃপ্রণোদিত হয়েই আপনাদের সাথে একটু যোগাযোগ করছি৷ এই অনুরোধটুকু করলাম, একটু দেখবেন, যদি কয়েকটা বিজ্ঞাপনের ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের পত্রিকাটা বাঁচে। বর্তমানে নানান পরিস্থিতির জন‍্য বিজ্ঞাপন জোগাড় করতে খুব সমস্যা হচ্ছে৷ প্লিজ একটু জানাবেন৷ পাশে থাকবেন।

বিজ্ঞাপনের রেট চার্ট নিচে দিলাম৷ এছাড়াও, কেউ যদি শুভেচ্ছাবার্তা হিসেবেও কিছু পাঠাতে চান, সাদরে গ্রহণ করব৷ কিন্তু দয়া করে সাহিত‍্যপ্রেমিদের জন‍্য, নবীন লেখক-লেখিকা, শিল্পীদের জন‍্য এবং সর্বোপরী সমাজের কথা ভেবে এই পত্রিকাটিকে বাঁচান কারন 'Literature is Representation of Life through Text'। কথা দিচ্ছি, আপনাদের নিরাশ করব না৷ পুজোর খুব কাছাকাছি সময়ে আমাদের লেখক লেখিকাদের সৃষ্টি নিয়ে আসছে আমাদের পূজাবার্ষিকী "দিগন্ত শারদ সংখ‍্যা-১৪৩০"। সাথে থাকছে অসাধারণ কিছু চমক। কাজ চলছে জোরকদমে।

কেউ যদি আগ্রহী হন, দয়া করে যোগাযোগ করবেন নিন্মলিখিত এই ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরগুলিতে
+91 76020 42535 /+91 82934 63043

বিজ্ঞাপনের রেট চার্ট----

Full Page- Black & White- ₹ 1500/-
Full Page- Black & White- Back side of Front Page- ₹ 2500/-
Full Page- Black & White- Back side of Back Cover Page- ₹ 2000/-

বিঃ দ্রঃ : "দিগন্ত শারদীয়া সংখ‍্যা-১৪৩০" পূজাবার্ষিকী বা অন্য যেকোনো সংখ্যার নাম করে বা বিজ্ঞাপনের নাম করে কোনো অসাধু ব্যক্তি আর্থিক লেনদেন চালাতে চাইলে আমাদের সঙ্গেসঙ্গে জানাবেন।

ধন্যবাদ অশেষ।

page link :- https://www.facebook.com/Sahitya-Bandhu-108243574888524/

Website :- https://sahityabandhuedito.wixsite.com/wwwsahitayabandhuo-1

A Trusted Little Magazine

◆ দিগন্ত শারদ সংখ‍্যা ১৪৩০ ◆________******________আসছে...সকলের কাছে শুভেচ্ছা শুভ কামনার আবদার রইলো...পুজো সংখ্যার মধ্যে ...
25/08/2023

◆ দিগন্ত শারদ সংখ‍্যা ১৪৩০ ◆
________******________

আসছে...
সকলের কাছে শুভেচ্ছা শুভ কামনার আবদার রইলো...

পুজো সংখ্যার মধ্যে অদ্ভুত এক নেশা থাকে আমাদের মতো অক্ষরকর্মীদের কাছে। গল্প- কবিতা- উপন্যাস- ভ্রমণকথা ছড়া অণুগল্প হাজারো লেখা পড়ে নির্বাচন করা লেখা সম্পাদনা লেআউট মেকিং আরও কত কী! বিগত বছরের মতো এবছরও প্রকাশ হবে আমাদের শারদ সংখ্যা। বিভিন্ন কারনবশত পত্রিকার কাজে বিলম্ব হওয়ার জন‍্য আমরা অত‍্যন্ত দুঃখিত।

📢শর্তাবলী / নিয়মাবলী............
___________________________________

ক) কবিতা
খ) অণুকবিতা (৬ লাইনের মধ্যে দুটি, একটি মনোনীত হবে)
গ) লিমেরিক (দুটি, একটি মনোনীত হবে)
ঘ) অণুগল্প (৩০০-৩৫০ শব্দের মধ্যে একটি)
ঙ) ছোটগল্প (অনাধিক ২০০০ শব্দের মধ্যে একটি)
চ) মুক্তগদ্য (২০০০ শব্দের মধ্যে একটি)
ছ) প্রবন্ধ (২০০০ শব্দের মধ্যে একটি)
জ) পুজোর ফিচার (২৫০০ শব্দের মধ্যে একটি)
ঝ) ভ্রমণকাহিনী (২০০০ শব্দের মধ্যে একটি)
ঞ) কমিকস

১) আপনার সৃষ্টি পাঠানোর সময় বিভাগ-এর নাম উল্ল‍্যেখ করতে ভুলবেন না।

২) প্রতি ক্ষেত্রে লেখা স্বরচিত ও যেকোনও মাধ‍্যমে অপ্রকাশিত(মৌলিক) হওয়া বাধ‍্যতামূলক। লেখা হোক আপনার মস্তিষ্কপ্রসূত অথবা বাস্তবঘটনা অবলম্বনে।

৩) লেখা ও আপনার সৃষ্টি প্রকাশের জন‍্য আমরা কোনোরকম টাকা-পয়সা গ্রহন করি না। লেখা ও আপনার সৃষ্টি প্রকাশের ক্ষেত্রে গুনগত মান-ই শেষ কথা।

৪) প্রত‍্যেক লেখক/লেখিকা তাঁর লেখার যতি চিহ্ন, বানান এবং ব‍্যাকরন-এর দিকে নজর রাখবেন।

৫) আপনার লেখার সাথে সামঞ্জস‍্যপূর্ন কোনো ছবি যদি থাকে সেটিকে স্ক‍্যান করে পাঠাতে পারেন।

৬) কমিক্স পাঠানোর জন‍্য আপনার সৃষ্ট কমিক্সটি স্ক‍্যান করে JPEG format এ আমাদের পাঠিয়ে দিন। (বিষয়- উন্মুক্ত )

৭) পাঠানোর পদ্ধতি ---------
লেখা E-Mail এ পাঠালে তা ইউনিকোড ফর্মে টাইপ করে ওয়ার্ড ফাইলে পাঠাবেন। এছাড়া সরাসরি E-mail বডিতে লিখে পাঠাতে পারবেন। কমিক্স, দূর্গাপুজো নিয়ে স্মৃতিকথা, প্রবন্ধ এবং শারদীয়া বিষয়ক ছবি ও ফটোগ্রাফিও ইমেইল এর মাধ‍্যমে পাঠাতে পারেন।

E-Mail Address => 📩[email protected]

E-Mail এর মাধ‍্যমে পাঠাতে অসুবিধা থাকলে, Whatsapp এর মাধ‍্যমে সরাসরি টাইপ করে পাঠাতে পারেন।
📱Whatsapp No টি হল ~ [¡] 76020 42535 (সীমন্ত নন্দী)

➡ বিশেষ দ্রষ্টব‍্য ~ pdf ফাইল এর মাধ‍্যমে লেখা পাঠালে সেটি গ্রহন করা হবে না।

৮) আপনার সৃষ্টি পাঠানোর সময় " #সাহিত‍্য বন্ধু--শারদীয়া সংখ‍্যা" কথাটি লিখতে ভুলবেন না। আপনার সৃষ্টি Mail-এ পাঠালে Mail-এর সাবজেক্ট লাইনে লিখুন-- " #সাহিত‍্য বন্ধু--শারদ সংখ‍্যা-১৪৩০"।

◆ দিগন্ত শারদ সংখ‍্যা ১৪৩০ ◆________******________আসছে...সকলের কাছে শুভেচ্ছা শুভ কামনার আবদার রইলো...পুজো সংখ্যার মধ্যে ...
25/08/2023

◆ দিগন্ত শারদ সংখ‍্যা ১৪৩০ ◆
________******________

আসছে...
সকলের কাছে শুভেচ্ছা শুভ কামনার আবদার রইলো...

পুজো সংখ্যার মধ্যে অদ্ভুত এক নেশা থাকে আমাদের মতো অক্ষরকর্মীদের কাছে। গল্প- কবিতা- উপন্যাস- ভ্রমণকথা ছড়া অণুগল্প হাজারো লেখা পড়ে নির্বাচন করা লেখা সম্পাদনা লেআউট মেকিং আরও কত কী! বিগত বছরের মতো এবছরও প্রকাশ হবে আমাদের শারদ সংখ্যা। বিভিন্ন কারনবশত পত্রিকার কাজে বিলম্ব হওয়ার জন‍্য আমরা অত‍্যন্ত দুঃখিত।

📢শর্তাবলী / নিয়মাবলী............
___________________________________

ক) কবিতা
খ) অণুকবিতা (৬ লাইনের মধ্যে দুটি, একটি মনোনীত হবে)
গ) লিমেরিক (দুটি, একটি মনোনীত হবে)
ঘ) অণুগল্প (৩০০-৩৫০ শব্দের মধ্যে একটি)
ঙ) ছোটগল্প (অনাধিক ২০০০ শব্দের মধ্যে একটি)
চ) মুক্তগদ্য (২০০০ শব্দের মধ্যে একটি)
ছ) প্রবন্ধ (২০০০ শব্দের মধ্যে একটি)
জ) পুজোর ফিচার (২৫০০ শব্দের মধ্যে একটি)
ঝ) ভ্রমণকাহিনী (২০০০ শব্দের মধ্যে একটি)
ঞ) কমিকস

১) আপনার সৃষ্টি পাঠানোর সময় বিভাগ-এর নাম উল্ল‍্যেখ করতে ভুলবেন না।

২) প্রতি ক্ষেত্রে লেখা স্বরচিত ও যেকোনও মাধ‍্যমে অপ্রকাশিত(মৌলিক) হওয়া বাধ‍্যতামূলক। লেখা হোক আপনার মস্তিষ্কপ্রসূত অথবা বাস্তবঘটনা অবলম্বনে।

৩) লেখা ও আপনার সৃষ্টি প্রকাশের জন‍্য আমরা কোনোরকম টাকা-পয়সা গ্রহন করি না। লেখা ও আপনার সৃষ্টি প্রকাশের ক্ষেত্রে গুনগত মান-ই শেষ কথা।

৪) প্রত‍্যেক লেখক/লেখিকা তাঁর লেখার যতি চিহ্ন, বানান এবং ব‍্যাকরন-এর দিকে নজর রাখবেন।

৫) আপনার লেখার সাথে সামঞ্জস‍্যপূর্ন কোনো ছবি যদি থাকে সেটিকে স্ক‍্যান করে পাঠাতে পারেন।

৬) কমিক্স পাঠানোর জন‍্য আপনার সৃষ্ট কমিক্সটি স্ক‍্যান করে JPEG format এ আমাদের পাঠিয়ে দিন। (বিষয়- উন্মুক্ত )

৭) পাঠানোর পদ্ধতি ---------
লেখা E-Mail এ পাঠালে তা ইউনিকোড ফর্মে টাইপ করে ওয়ার্ড ফাইলে পাঠাবেন। এছাড়া সরাসরি E-mail বডিতে লিখে পাঠাতে পারবেন। কমিক্স, দূর্গাপুজো নিয়ে স্মৃতিকথা, প্রবন্ধ এবং শারদীয়া বিষয়ক ছবি ও ফটোগ্রাফিও ইমেইল এর মাধ‍্যমে পাঠাতে পারেন।

E-Mail Address => 📩[email protected]

E-Mail এর মাধ‍্যমে পাঠাতে অসুবিধা থাকলে, Whatsapp এর মাধ‍্যমে সরাসরি টাইপ করে পাঠাতে পারেন।
📱Whatsapp No টি হল ~ [¡] 76020 42535 (সীমন্ত নন্দী)

➡ বিশেষ দ্রষ্টব‍্য ~ pdf ফাইল এর মাধ‍্যমে লেখা পাঠালে সেটি গ্রহন করা হবে না।

৮) আপনার সৃষ্টি পাঠানোর সময় " #সাহিত‍্য বন্ধু--শারদীয়া সংখ‍্যা" কথাটি লিখতে ভুলবেন না। আপনার সৃষ্টি Mail-এ পাঠালে Mail-এর সাবজেক্ট লাইনে লিখুন-- " #সাহিত‍্য বন্ধু--শারদ সংখ‍্যা-১৪৩০"।

৯) লেখা ও আপনার সৃষ্টি পাঠানোর শেষ দিন ২১ সেপ্টেম্বর, রাত্রি বারোটা পর্যন্ত।

১০) আপনার সৃষ্টি পাঠানোর সময় অনুগ্রহ করে আপনার ফোন নম্বর বা WhatsApp নম্বর লিখে দিবেন।

১১) কোনো প্রকার বিশেষ দরকারে যোগাযোগ করুন 7602042535 -এই নং এ।

১২) পত্রিকা 'ডিজিটাল' এবং 'মুদ্রিত' দুই মাধ‍্যমেই প্রকাশিত হবে।

১৩) নির্বাচিত লেখক/লেখিকা বন্ধুদের জন‍্য সৌজন‍্য সংখ‍্যা (ডিজিটাল) থাকছে।
এবং মুদ্রিত আকারে সংগ্রহ করতে চাইলে নির্বাচিতদের জন‍্য মুদ্রিত মূল‍্যের ওপর বিশেষ ছাড়ের ব‍্যবস্থা আছে।

১৪) লেখা বা সৃষ্টি মনোনীত হলে লেখক/লেখিকা বন্ধুদের জানানো হবে। লেখা মনোনয়নের ক্ষেত্রে সম্পাদক মন্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত।

১৫) আপনার পাঠানো লেখা শারদ সংখ্যার জন্য প্রাপ্তিস্বীকার করা হবে । আপনার লেখাটি স্থান পাচ্ছে কি না সেটি মনোনয়নের পর মেল মারফত জানানো হবে।

আমাদের সাধ অনেক কিন্তু সাধ‍্য অনেক কম। সকল লেখক/লেখিকাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সাহিত‍্য প্রেমিদের মধ‍্যে সাহিত‍্যের প্রসার ঘটানোয় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কে সাফল‍্যমন্ডিত করে তুলুন।

ধন‍্যবাদান্তে,
"সাহিত‍্য বন্ধু" সম্পাদকমন্ডলী

Address

Garhbeta

Alerts

Be the first to know and let us send you an email when Sahitya Bandhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahitya Bandhu:

Share

Category