26/06/2024
|| বিশেষ ঘোষণা ||
আমরা খুবই দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে নানাবিধ সমস্যার কারনে আমরা আপনাদের সকলের 'দিগন্ত' পত্রিকাকে বন্ধ করে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছি। এই পদক্ষেপ গ্রহণ করা আমাদের কাছে খুবই কষ্টের ও কঠিন ছিল। দীর্ঘ পাঁচবছর ধরে এই পত্রিকা বহু নামি-অনামি, নতুন-পুরাতন লেখকের লেখা নিয়মিত স্বচ্ছতার সাথে প্রকাশ করে এসেছে এবং বাংলা লিটিল ম্যাগাজিনের দুনিয়াতে অল্প হলেও কিছুটা দাগ কাটতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। আপনারা যারা এতদিনের এই লম্বা সফরে আমাদের পাশে থেকেছেন, মনোবল জুগিয়েছেন, সাহস দিয়েছেন, আমাদের খুব সহজেই আপন করে নিয়েছেন আপনাদের কাওকেই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। আমরা আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে খুবই ধন্য হয়েছি।
এই পত্রিকার সাথে যুক্ত সমস্ত ব্যাক্তিদের আমরা সকলকে ধন্যবাদ জানাই, সমস্ত চিত্রশিল্পী, ডিস্ট্রিবিউটার, ওয়েবসাইটের টেকনিক্যাল টিম, বিপননে যারা সাহায্য করেছেন আপনাদের ওপর আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনার যে-যার কর্মক্ষেত্রে উন্নতি করুন এও আমাদের পরম চাওয়া।
এই পত্রিকার সাথে কেউ কোনোরকম স্মৃতি আমাদের সাথে ভাগ করে নিলে খুবই ভালো লাগবে।
আমরা সকলেই আশায় বাঁচি তাই আবারও যদি কখনও অনুকূল পরিস্থিতি তৈরী হয় তাহলে 'দিগন্ত' আবার ফিরে আসবে।
সকলে ভালো থাকুন। ধন্যবাদ।
সহযোগী-সম্পাদক
সীমন্ত নন্দী
২৭ জুলাই, ২০২৪