
18/09/2024
বাড়িতে বসে বসে একঘেয়েমি জীবন লাগছে তাহলে একদিনের সফরে ছুটি কাটাতে চলে আসুন আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত বাগনানের মধ্যে ও বাগনানের খুব কাছের কয়েকটি দর্শনীয় ভ্রমণ স্থানে, একদিনের ঘুরতে আসা ও মন ভালো করার কয়েকটি সেরা দর্শনীয় ভ্রমণ স্থান আপনাদের সামনে তুলে ধরলাম :
(১) বাইনান দামোদর নদীর চড়ার পর্যটন কেন্দ্র,বাইনান গ্রাম,বাইনান গ্রামের বাইনান বাজারে অবস্থিত চির ঐতিহ্যমন্ডিত শ্মশান কালী মায়ের মন্দির, শিব ঠাকুরের মন্দির, পানসিলা ব্রিজ ও সুন্দর রাস্তা পানসিলা ব্রিজ থেকে খালনা যাওয়ার বাঁধের উপর দিয়ে
(২) দেউলটির পানিত্রাসের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাটি ও রূপনারায়ণ নদীর পর্যটন কেন্দ্র
(৩) বাগনান দু নম্বর ব্লকের অন্তর্গত বেনাপুর পর্যটন কেন্দ্র ও বেনাপুরের রূপনারায়ণ নদীর পাড়
(৪) শ্যামপুর থানার অন্তর্গত গাদিয়াড়া পর্যটন কেন্দ্র, গাদিয়াড়ার নদীর সুন্দর দৃশ্য
(৫) শ্যামপুর থানার অন্তর্গত বেলারি পর্যটনকেন্দ্র
(৬) ৫৮ গেট ও গড়চুমুক পর্যটনকেন্দ্র, বোয়ালিয়া নামক জায়গার নদীর ধার
(৭) উলুবেড়িয়া কালীবাড়ি ও গঙ্গা নদীর স্নিগ্ধ কোমল পাড়
(৮) বাগনান কালীবাড়ি ও বাগনান শহর
(৯) কোলাঘাট ব্রিজ ও রূপনারায়ণ নদীর পাড়,হোটেল সোনার বাংলা ও মেছেদা শহর ও তমলুকের পর্যটন কেন্দ্রগুলি ও মা বরগভীমা মন্দির
(১০) বাকসী ও পারবাকসি সংলগ্ন নদীর চড়া,বাকসি থেকে আজানগাছি যাওয়ার রাস্তার মধ্যাকার নদীর ওপর দিয়ে বয়ে চলা সুন্দর ব্রিজ
(১১) কুলিয়া ও ভাটোরা গ্রাম সংলগ্ন নদীর ধার ও তার নীরবতা ও বিশুদ্ধ পরিবেশ
(১২) আমতা থানার অন্তর্গত তাজপুর বা নারিটের খুব কাছেই নয়নজুলি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র ও তাজপুর বাঁধের পাশ দিয়ে বয়ে চলা দামোদর নদীর ধার, আমতার ফতেপুর আশ্রম ও আশ্রম সংলগ্ন দামোদর নদীর পাড়ের পর্যটন কেন্দ্র
(১৩) আমতা থানার অন্তর্গত খোড়প সংলগ্ন আশ্রম ও সেহগরী ব্রিজ সংলগ্ন এরিয়া ও সেহগরি ব্রিজ থেকে জয়পুর বা খালনা যাওয়ার রাস্তা
(১৪) আমতার অন্তর্গত তাজপুরের ফুলেশ্বর ও বানেশ্বর শিব মন্দির,তাজপুরের দামোদর নদীর চড়া
(১৫) মানকুর ঘাটের পর্যটন কেন্দ্র ও মানকুর ঘাটের অন্তর্গত রূপনারায়ন নদীর চড়া ও তার পর্যটন কেন্দ্র, পার্ক
সৌজন্য : প্রীতম ব্যানার্জী