Republic-TV

Republic-TV Digital Media

ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে পথ দুর্ঘ*টনা আহ*ত ৩, রিপোর্টে - লক্ষীকান্ত চক্রবর্তী
01/12/2025

ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে পথ দুর্ঘ*টনা আহ*ত ৩, রিপোর্টে - লক্ষীকান্ত চক্রবর্তী

01/12/2025

দ্রুত গতির কেটিএম বাইক ধা*ক্কা দিল পথচারী মহিলাকে

01/12/2025

♦️দিঘা বেড়াতে গিয়ে আর সময়মতো খাওয়া-দাওয়া নিয়ে চিন্তা নেই। প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, নৈশভোজ হোটেলে বসে অর্ডার করলেই তিনবেলার খাবার আপনাকে পৌঁছে দেবে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।
♦️এবার সকাল-দুপুর-সান্ধ্য এবং রাত্রিতে স্বল্প খরচে মিলবে মহাপ্রসাদ। জগন্নাথ মন্দির তৈরির পর থেকেই ভক্তদের ঢল উপচে পড়েছে সৈকতশহর দিঘায়। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা ও আয় দুই বেড়েছে দিঘার জগন্নাথ মন্দিরের। উত্তরোত্তর সেই ভক্তসমাগম বৃদ্ধির কথা মাথায় রেখে নতুন পরিষেবা চালু করেছে মন্দির কর্তৃপক্ষ। শুধু জগন্নাথদেবের ভোগ নয়, এবার অর্ডার করলে প্রাতঃরাশ থেকে নৈশভোজ সবই আপনি পেয়ে যাবেন মন্দিরে। বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। খরচও নামমাত্র। দিঘা বেড়াতে গিয়ে আর সময়মতো খাওয়া-দাওয়া নিয়ে চিন্তা নেই। প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, নৈশভোজ হোটেলে বসে অর্ডার করলেই তিনবেলার খাবার আপনাকে পৌঁছে দেবে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। মেনুও রকমারি। চাইলে সকালে জলখাবারে লুচি-সবজি অথবা খিচুড়ি অর্ডার করতে পারেন। এক প্লেট লুচি- সবজির দাম পড়বে মাত্র ৫০ টাকা। আর খিচুড়ি পাবেন ১০০ টাকা প্রতি প্যাকেজে। শর্ত একটাই, মন্দির থেকে প্রাতঃরাশ নিতে হলে আগের দিন রাত ৯টার মধ্যে অর্ডার দিতে হবে। মধ্যাহ্নভোজে রয়েছে দু'ধরনের প্যাকেজ যা সাধারণ ও স্পেশাল। সাধারণ প্যাকেজে থাকবে অন্নভোগসহ ডাল, সবজি, ভাজা,মিষ্টি থেকে নানা ধরনের পদ মিলবে। খরচ মাত্র ১০০ টাকা। আর স্পেশাল প্যাকেজের মধ্যে রয়েছে অন্নভোগ-সহ আট রকমের পদ। রয়েছে ঘি পরোটা, পনিরও। এই স্পেশাল প্যাকেজ পাওয়া যাবে ১৫০ টাকায়। নৈশভোজেও দুপুরের মতোই দু'ধরনের প্যাকেজ রয়েছে। সাধারণ প্যাকেজে অন্নভোগসহ পাঁচ রকমের পদ। আর স্পেশাল প্যাকেজে অন্নভোগ-সহ আট রকমের পদ। এরপর রয়েছে জগন্নাথের মহাপ্রসাদের অংশ। যেদিন জগন্নাথদেবকে যা ভোগ দেওয়া হবে, তার অংশবিশেষ মহাপ্রসাদ হিসাবে ভক্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। ফলে প্রতিদিন ভিন্ন রকম প্রস্তুতি থাকায় ভক্তরা নতুন স্বাদের অভিজ্ঞতা পাবেন। শুধু তাই নয়, মিষ্টির প্যাকেজও রয়েছে। মিষ্টির প্যাকেজের মধ্যে রয়েছে গজা, প্যাড়া, খাজা, লাড্ডু। দাম ৫০ থেকে ১০০ টাকা। সারাদিন যে কোনও সময়ে আপনি এই মিষ্টির প্যাকেজ অর্ডার করতে পারেন। চাইলে মন্দিরে এসেও মহাপ্রসাদ কিনে নিতে পারেন। এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে হোটেলে বসে অর্ডার করলে প্রতি প্যাকেজে ১০ টাকা করে ডেলিভারি চার্জ দিতে হবে। দিঘায় এখন সাধ্যের মধ্যে হোটেল পাওয়া গেলেও খাওয়া-দাওয়ার আকাশছোঁয়া দাম। পর্যটকদের মতে, দিঘায় হোটেল ভাড়াতে যা খরচ না হয়, তার থেকে বেশি খরচ হয় তিনবেলা খাওয়ার জন্য। ফলে এখন অনেক পর্যটকই দিঘায় এলে সকাল থেকে রাত পর্যন্ত খাবারের দায়িত্ব তুলে দিচ্ছেন জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের উপর। এতে খরচও অনেকটাই কমছে। দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমন দাস বলেন, "দর্শনার্থীদের জন্যে সকাল থেকে রাত্রি পর্যন্ত মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে আগে থেকে অর্ডার করতে হবে, তবেই মিলবে মহাপ্রসাদ। তাছাড়া মন্দিরের মধ্যে ঠাকুরের সরঞ্জাম-সহ গিফটের স্টল রয়েছে। সেখানে দর্শনার্থীরা কেনাকাটা করতে পারবেন।"
📌তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

♦️সাবধান: বিপথগামীতেই ঘাটাল, মেদিনীপুর খড়গপুরজুড়ে এডস সংক্রমণ উদ্বেগজনক। একসময় এডসের আঁতুড়ঘর বলা হত ঘাটাল মহকুমাকে। অভিয...
01/12/2025

♦️সাবধান: বিপথগামীতেই ঘাটাল, মেদিনীপুর খড়গপুরজুড়ে এডস সংক্রমণ উদ্বেগজনক।
একসময় এডসের আঁতুড়ঘর বলা হত ঘাটাল মহকুমাকে। অভিযোগের আঙুল তোলা হত সেখানকার 'পরিযায়ী শ্রমিক'দের দিকে। মূলত, সোনা ও জরির কারবারি তথা শ্রমিকদের দায়ী করা হত। কারণ, তাঁদের মধ্যেই এইচআইভি পজিটিভের সংখ্যা বেশি পাওয়া যেত বলে অভিযোগ উঠত। জেলার মধ্যে ঘাটাল মহকুমা থেকেই দলে দলে যুবকরা মুম্বই ও দিল্লিতে ঘাঁটি গেড়ে সোনা- রুপো ও জরির কারিগর হিসাবে প্রসিদ্ধিলাভ করেছেন। দিনের পর দিন, মাসের পর মাস এইসব পরিযায়ী শ্রমিকদের ঘর সংসার ছেড়ে ভিন রাজ্যে পড়ে থাকতে হয়। অনেকেই এতে বিপথগামী হন। তবে শুধু ঘাটাল নয়, ঘাটাল মহকুমার সাথে মেদিনীপুর ও খড়গপুর মহকুমাতেও এডস আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। বিপথগামী আর অসচেতনতার কারণেই এই অবস্থা। দুবছরের বিস্তারির পরিসংখ্যান পোষ্টারে দেওয়া লেখায় রয়েছে।

♦️ সাড়ে তিন কোটির ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ অসমাপ্ত, রাস্তায় পড়ে আবর্জনার স্তুপ। পুরসভার ভূমিকায় ক্ষোভ বাড়ছে আমজনতার। ✍...
01/12/2025

♦️ সাড়ে তিন কোটির ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ অসমাপ্ত, রাস্তায় পড়ে আবর্জনার স্তুপ। পুরসভার ভূমিকায় ক্ষোভ বাড়ছে আমজনতার।
✍️মনসারাম কর, সংবাদ প্রতিনিধি, ঘাটাল
♦️খড়ার পুরসভার দলপতিপুর সংলগ্ন রাস্তার পাশের এই ছবি দীর্ঘদিনের। আবর্জনা রাখার জন্য আড়াই বছর আগে সাড়ে তিন কোটি টাকার ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হলেও সেই কাজ আজও অসমাপ্ত। আবর্জনা স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ। পুরসভার ভূমিকায় ক্ষোভ বাড়ছে আমজনতার। এই রাস্তায় হাজার হাজার মানুষের নিত্য যাওয়া আসা। আবর্জনার গন্ধে অতিষ্ট সকলেই। স্তুপাকার নোংরা আবর্জানা কুকুর শেয়ালের মুখে রাস্তায় নেমে আসে। সেই গন্ধ ঠেলে রাস্তা পার হতে হয় সকলকে। ২০২২ এর পুর নির্বাচনের পর খড়ার পুরসভার নতুন পুরবোর্ডের আমলে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার জন্য কয়েক দফায় বরাদ্দ হয়েছিল প্রায় সাড়ে তিন কোটি টাকা। টাকা বরাদ্দ করেছিল স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)। টাকা বরাদ্দের কিছু দিনের মধ্যে ২০২৩ সালের জুলাই মাসে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হয়েছিল ৮ নম্বর ওয়ার্ডের একটি খাস জায়গায়। জায়গাটি বন্য কবলিত এলাকায়। এই নিচু এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়েও অনেক বিতর্ক দানা বেঁধেছিল সেই সময়। আড়াই বছর ধরে মূল রাস্তা থেকে প্রায় সাতশো মিটার দূরে বিরাট এলাকা জুড়ে বন্যার বর্ডার লাইনের উপর উঁচু করে তৈরি করা হয়েছে ডাম্পিং গ্রাউন্ডের দেওয়াল। তৈরি হয়েছে কানেক্টিং রাস্তা। তবে এখনও কাজ বাকি অনেক। বন্যা শেষে শীতের মরশুমে কাজ সমাপ্ত করার অনুকূল পরিবেশ থাকলেই সেই কাজের দিকে নজর নেই ঠিকাদার সংস্থার। ডাম্পিং গ্রাউন্ডের কাজ কবে শেষ হয়ে তার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই পুরসভার কাছে। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে “কাজটি সরাসরি সুডা থেকে নিয়ন্ত্রণ করছে। তবে খুব শীগ্রই অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে বলে পুরসভার দাবি”। অপরদিকে এই কাজে তৃণমূল পরিচালিত পুরবোর্ডকে দুর্নীতির তীরে বিঁধেছে বিরোধীরা। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “যে কাজ হয়েছে তাতে কত টাকা খরচ হতে পারে তা দেখলেই বোঝা যায়। আসলে টাকা ভাগের খেলায় কাজে ঢিলেমি। এই ঢিলেমি দিতে দিতে হাফ টাকার কাজ হবে বাকি টাকা নেতা ইঞ্জিনিয়ারদের পকেটে যাবে”।

SIR সময়সীমা বাড়লো
30/11/2025

SIR সময়সীমা বাড়লো

30/11/2025

বিদ্যুতের বকেয়া বিল শোধ না দেওয়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সমস্যায় পড়েছেন শতাধিক পরিবার

30/11/2025

১৮ জানুয়ারি ঘাটাল উৎসব ও শিশুমেলায় ক্যাকটাস বাংলা ব্যান্ড

30/11/2025

৭ দিনের সময়সীমা শেষ, ঘাটাল শহরের রাস্তার পাশের দখলকারীদর সরাবে পূর্ত দপ্তর !

২০২৬ সালের সরকারি ছুটির দিনগুলির তালিকা, নবান্নের ঘোষণা
30/11/2025

২০২৬ সালের সরকারি ছুটির দিনগুলির তালিকা, নবান্নের ঘোষণা

30/11/2025

ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের গতিতে ঘাটালের থেকে দাসপুর কি বেশি গুরুত্ব পাচ্ছে?

Address

Ghatal
721212

Alerts

Be the first to know and let us send you an email when Republic-TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Republic-TV:

Share