
27/05/2025
🌀⚠️ ব্যাপক দূর্যোগের সতর্কতা: পূর্ব মেদিনীপুর ⚠️🌀
🔴👉বিশেষ বিজ্ঞপ্তি: ২৬শে মে ২০২৫ সোমবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (Low pressure area) সৃষ্টি হয়েছে যা পরবর্তী ৪৮ ঘণ্টায় আরো শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি ২৯শে মে ২০২৫ বৃহস্পতিবারের আশেপাশে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
দূর্যোগের প্রকৃতি: ভারী থেকে অতিভারী বর্ষণ। দমকা থেকে প্রবল ঝোড়ো হাওয়া। উত্তাল সমুদ্র ও জলোচ্ছ্বাস।
🔴👉হাইলাইটেড অঞ্চল: #খেজুরি, #নন্দীগ্রাম, #হলদিয়া, #সুতাহাটা, #মহিষাদল, #দেশপ্রাণ, #কাঁথি, #রামনগর #এগরা #ভগবানপুর #চন্ডীপুর, #নন্দকুমার, #তমলুক, #ময়না এছাড়া #মেদিনীপুরের সমগ্র ব্লকে মাঝারি থেকে ভারী ও অতিভারী বর্ষণের পাশাপাশি দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।