DakshinBanga Sangbad - দক্ষিণবঙ্গ সংবাদ

  • Home
  • India
  • Ghatal
  • DakshinBanga Sangbad - দক্ষিণবঙ্গ সংবাদ

DakshinBanga Sangbad - দক্ষিণবঙ্গ সংবাদ সকলের সাথে আমরা সবাই

20/08/2025

LIVE: আগামী ২২শে আগষ্ট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর সভার সমর্থনে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে পথসভায় উপস্থিত আছেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী।

17/08/2025

জন্মাষ্টমী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরে কৃষ্ণ সেজে নগর পরিক্রমা।

15/08/2025

LIVE: PM Shri Narendra Modi addresses the nation on 79th Independence Day from Red Fort.

14/08/2025
05/08/2025

LIVE: বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী।

30/07/2025

LIVE: আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে পুরশুড়া গৌরাঙ্গপুর রামমোহন ১নং পঞ্চায়েতে 'কন্যা সুরক্ষা যাত্রায়' বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী।

29/07/2025

LIVE: PM Shri Narendra Modi speaks on in Lok Sabha.

29/07/2025

HM Shri Amit Shah at Special Discussion on in Lok Sabha, New Delhi.

29/07/2025

বাংলা ও বাঙ্গালীয়ানা সুড়সুড়ি দিয়ে রোহিঙ্গাদের প্রশ্রয় দিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এরই প্রতিবাদে চন্ডীপুরে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন বিজেপি নেতা বিপ্লব মন্ডল।

29/07/2025

সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

🌧️ ধেয়ে আসছে ঝড়বৃষ্টিবলয়: ঝুম 🌧️বিশেষ বিজ্ঞপ্তি: টাইফুন উইফার পালস বর্তমানে গভীর নিম্নচাপ হিসাবে ইন্দোচায়না অঞ্চলের ...
24/07/2025

🌧️ ধেয়ে আসছে ঝড়বৃষ্টিবলয়: ঝুম 🌧️
বিশেষ বিজ্ঞপ্তি: টাইফুন উইফার পালস বর্তমানে গভীর নিম্নচাপ হিসাবে ইন্দোচায়না অঞ্চলের উপর অবস্থান করছে। যা ২৪-৩৬ ঘন্টার মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পতিত হবে। অন্যদিকে পূর্ব মধ্য দিয়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা টাইফুন উইফার রামিনেন্টের সঙ্গে মিলে নিম্নচাপ সৃষ্টি করবে ২৪শে জুলাই ২০২৫ বৃহস্পতিবার নাগাদ। সম্মিলিত সিস্টেমটি পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৫-২৬শে জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে।
বৃষ্টিবলয় ঝুম: গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ২৪ থেকে ২৬ শে জুলাই ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনাগাড়ে ভারী বৃষ্টিপাতকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের স্থানীয় ভাষায় ঝুম বৃষ্টি বলা হয়ে থাকে বৃষ্টির আধিক্যের কারণে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বৃষ্টি বলয়ের নাম রাখা হয়েছে ঝুম।
বৃষ্টি বলয় ঝুমের প্রভাব: দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে প্রদত্ত সময়সীমার মধ্যে। এর পাশাপাশি হাওড়া, হুগলি কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উপকূলীয় এলাকার সমুদ্র যথেষ্ট উত্তাল হতে পারে।
সতর্কতা:
১) ২৪-২৬শে জুলাই এর আশেপাশে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
২) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে।
৩) উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া থাকার কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে।
৪) দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে ঝুম চলাকালীন তীব্র বজ্রপাতের সম্ভাবনা থাকছে তাই বজ্রপাত থেকে সতর্কতা অবলম্বন করুন।
৫) উপকূলীয় এলাকায় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যা বা বন্যাসদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে।
৬) ঝুম চলাকালীন সমুদ্র ও উপকূলীয় এলাকার নদী বাঁধ প্রচুর জলোচ্ছ্বাসের কারণে ভেঙে যেতে পারে।

Address

Purba & Paschim Medinipur
Ghatal

Telephone

+916296342793

Website

Alerts

Be the first to know and let us send you an email when DakshinBanga Sangbad - দক্ষিণবঙ্গ সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DakshinBanga Sangbad - দক্ষিণবঙ্গ সংবাদ:

Share