Sthaniya Sambad

Sthaniya Sambad A NewsPaper of Ghatal Subdivision
(458)

21/07/2025

গোপীগঞ্জে টোটো দুর্ঘটনা, জখম একাধিক

ঠিক কত জন মানুষের সঙ্গে মিশলে ‘সামাজিক’ হওয়া যায়?📝মৌমিতা লাল[কুশপাতা, ঘাটাল]:    আমার এক ফেসবুক বন্ধু সেদিন বলে উঠলো, ‘ক...
21/07/2025

ঠিক কত জন মানুষের সঙ্গে মিশলে ‘সামাজিক’ হওয়া যায়?
📝মৌমিতা লাল[কুশপাতা, ঘাটাল]: আমার এক ফেসবুক বন্ধু সেদিন বলে উঠলো, ‘কিরে, তুই তো ঘাটালে সেই চার দেওয়ালের মধ্যেই জীবনটা কাটিয়ে দিলি!’ কথাটা শুনে কিছুটা খারাপ লেগেছিল। খারাপ লাগছিল এই কারণে, কত রকমের মানুষ আছে যারা অন্যকে একটু জানা মানেই সে ভাবে সব জেনে গিয়েছি। তার পরক্ষণেই ভাবলাম—যদি সত্যিই তাই হয়, তাতে অন্যায়টা কোথায়? এটা কিসের অন্যায়?বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই অনেক মেয়েদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়।এর মানে এই নয় যে, প্রত্যেকটি মেয়েকেই সব সময়ই বহিরামুখি বা অ্যাক্টিভ থাকতে হবে! আপনার মনে হয় না, বর্তমান সময়ে কিছু মহিলা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে বা লক্ষের থেকে উপলক্ষ বড়ো হয়ে উঠেছে।
আমি একজন গৃহবধূ, আর এই পরিচয়টাই আমার কাছে সবার আগে। একটি ছোট্টো গ্রামে আমি বড়ো হয়েছি বিয়ের পর ঘাটাল আমার স্থায়ী বাসস্থান। স্বাভাবিকভাবেই, স্কুল-কলেজের দিনগুলোর সব প্রিয় মুখগুলো আজ অনেক দূরে। এক বেঞ্চে বসলেই কি আর সবাই বন্ধু হয়? আসলে বন্ধুত্বের বাঁধনটা হৃদয়ের, শুধু সময়ের নয়। হয়তো সে জানে না, তার চেনা জগতের বাইরেও আমার একটা বিশাল বন্ধুত্বের আকাশ আছে, যেখানে বেশিরভাগই কর্মব্যস্ত। শত ব্যস্ততার মাঝেও উৎসব-পার্বণে বা ছুটির দিনে আমাদের দেখা হয়, হাসি-গল্পে মেতে উঠি আমরা। সেই মুহূর্তগুলোই তো আমার কাছে অমূল্য!
আমি একটু সোজাসাপ্টা কথা বলতে ভালোবাসি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাটা আমার ধাতে নেই। বেশি আড়ম্বরতাও আমার পছন্দ নয়, তাই হয়তো অনেক সময় অনেক আড্ডা বা ভিড় থেকে একটু দূরেই থাকি। এতেই কি আমি অসামাজিক হয়ে গেলাম? লোকে তকমা লাগিয়ে দেয়, ‘ইসস, এই মেয়েটা একদম মিশতে পারে না!’ এই কথাটা শুনলে হাসি পায়! ঠিক কতজন মানুষের সাথে দল বেঁধে ছুটলে বা কোনো প্রতিযোগিতায় নামলে একজন মানুষকে 'সামাজিক' বলা যায়, তা আমার জানা নেই। এই ভিড়ের দৌড়ে আমি সামিল নই, আমি নিজের মতো করেই বাঁচতে ভালোবাসি।
♦নিজেদের ভালো রাখার ঠিকানা এই চার দেওয়ালের ভেতরেই!♦
📝তৃপ্তি পাল কর্মকার, সম্পাদক, ‘স্থানীয় সংবাদ’: মৌমিতার লেখাটি খুব সুন্দর লেগেছে। তাই আমিও মনে করি, চার দেওয়াল মানেই কিন্তু বন্দি দশা নয়, বরং এটি আমাদের নিজস্ব এক জগৎ তৈরি করার সুযোগ। আমরা গৃহিণীরাও নিজেদেরকে বিভিন্ন সৃজনশীল ও উৎপাদক কাজের সঙ্গে যুক্ত রেখে ভালো থাকতে পারি। রান্নাঘরের নতুন নতুন পদ তৈরি করা, নিপুণ হাতে সেলাই করা, মনের মতো বাগান সাজানো, অথবা নিজের ভাবনাগুলোকে লেখায় ফুটিয়ে তোলা—এই প্রতিটি কাজই আমাদের মনকে সতেজ রাখে, আত্মবিশ্বাস যোগায়।
যখন আমরা নিজেদের পছন্দের কাজে ডুব দিই, তখন আমরা কেবল বাড়ির উপকারই করি না, বরং নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাই। এই ছোট ছোট কাজগুলোই আমাদের জীবনে বড় আনন্দের উৎস হয়ে ওঠে। এই চার দেওয়ালের ভেতর থেকেই আমরা নিজেদের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে পারি, যা শুধুমাত্র সংসারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং আমাদের ব্যক্তিত্ব ও প্রতিভাকে উজ্জ্বল করে তোলে। নিজেকে ভালো রাখার এই কৌশলটা যখন আমরা আয়ত্ত করতে পারি, তখন বাইরের কোনো মন্তব্যই আমাদের স্পর্শ করতে পারে না। আমরা তো পারিই নিজেদের মতো করে ভালো থাকতে, নিজের জগৎটাকে নিজেদের রঙে রাঙিয়ে তুলতে!

21/07/2025

ঘাটালের শিলাবতী থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালার জন্য শ্রাবণের প্রথম সোমবারে ভক্তদের ভিড়

দাসপুরের এই ছোট্টো মিষ্টি দিয়া'র হাসি মুখটা স্মৃতি হয়ে রইলো!
21/07/2025

দাসপুরের এই ছোট্টো মিষ্টি দিয়া'র হাসি মুখটা স্মৃতি হয়ে রইলো!

21/07/2025

দাসপুরে ভুতনাথ বাবার মন্দিরে শ্রাবণ মাসের প্ৰথম সোমবারে ভক্তদের সমাগম,🎥 লাইভে সন্তু বেরা

ব্যস্ত ঘাটাল পাঁশকুড়া সড়কে এভাবে গাছের টব,পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে
20/07/2025

ব্যস্ত ঘাটাল পাঁশকুড়া সড়কে এভাবে গাছের টব,পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

20/07/2025

টুকটুক করে ভাত খাবার পর মুখশুদ্ধি হিসেবে একটুকরো লেবু নিল সাপটি, নিজের চোখেই দেখুন

হেমতপুরে বাইকের ধাক্কায় গুরুতর আহত দুই
20/07/2025

হেমতপুরে বাইকের ধাক্কায় গুরুতর আহত দুই

20/07/2025

অক্সিজেন অভিযান,পরিবেশ রক্ষার আন্তরিক অঙ্গীকার এই কথাকে সামনে রেখেই দাসপুর ফ্রেন্ডস্টেশন-এর উদ্যোগে দাসপুরে বৃক্ষরোপণ।লাইভে সন্তু বের

20/07/2025

যাত্রীদের দুর্ভোগ, ২১শে জুলাইয়ের আগে ঘাটাল থেকে বহু বাস তুলে নেওয়া হল, কী জানাচ্ছেন বাস মালিক সংগঠনের কর্মকর্তারা

20/07/2025

পারিবারিক ক*ল*হের জেরেই কি নিজেকে শে*ষ করে দিলেন খড়ারের গৃহবধূ?

স্বামীর মৃ*ত্যু সহ্য করতে পারলেন না স্ত্রী লতা! একই দিনে দু'জনে চলে গেলেন!স্বামীর আগেই শেষ*কৃত্য স্ত্রী'র!
20/07/2025

স্বামীর মৃ*ত্যু সহ্য করতে পারলেন না স্ত্রী লতা! একই দিনে দু'জনে চলে গেলেন!
স্বামীর আগেই শেষ*কৃত্য স্ত্রী'র!

Address

Ghatal

Alerts

Be the first to know and let us send you an email when Sthaniya Sambad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sthaniya Sambad:

Share

স্থানীয় সংবাদ

ঘাটাল মহকুমার সমস্ত খবর আমরা নিয়মিত এবং সবার আগে পরিবেশন করি। এটি ঘাটাল মহকুমার (পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত https://goo.gl/maps/22pezkKokuZCNcF18) অপ্রতিদ্বন্দ্বী সংবাদপত্র ‘স্থানীয় সংবাদ’-এর ইউটিউব চ্যানেল। 🔴আমাদের নিউজপোর্টাল https://www.ghatal.net/🔴মোবাইল আ্যাপ MyGhatal অ্যাপের লিঙ্ক: https://play.google.com/store/apps/de... 🔴ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/SthaniyaSamb...আমরা ঘাটাল মহকুমার বাইরের কোনও খবর করি না। তবে এই মহকুমার কোনও বাসিন্দা ঘাটাল মহকুমার বাইরে তথা রাজ্য, দেশ বা দেশের বাইরেও কোনও কারণে সংবাদ শিরোনামে যদি উঠে আসেন সেই খবরও আমরা করে থাকি। মহকুমার যে কোনও খবর জানানোর জন্য: 9932953367(♦সৌমেন মিশ্র,সাংবাদিক), 9647180572(♦মনসারাম কর, সাংবাদিক), 9933998177 (♦রবীন্দ্র কর্মকার, সাংবাদিক) — এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। ইমেল: [email protected]