20/02/2025
যারা নিজ ধর্ম ত্যাগ করে তাদের উচিৎ এই মুভিটা দেখা । মুভির এই দৃশ্যটা ভয়ংকর হলে বাস্তবটা একবার অনুভব করুন । 😓😓
🙏ছত্রপতি শম্ভাজী মহারাজ🙏🙏🙏
জীবন্ত অবস্থায় হাতের ও পায়ের নখ উপড়ে ফেলা হয়। গায়ের চামড়া তুলে লবণ মাখানো হয়েছিল। শেষে গরম শিখা দিয়ে চোখ উপরে ফেলা হয়েছিল। শুধু শর্ত ছিল নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করতে হবে। তিনি নিজের ধর্ম ত্যাগের থেকে এই ভয়ঙ্কর মৃত্যুকেই শ্রেয় মনে করেছিলেন।
কোটি কোটি প্রণাম এই বীর কে।🙏