Raj inside

Raj inside There is no alternative to try, try and you will too.

15/07/2025

আগলে কেউ রাখেনি, কেউ রাখেও না.., ভালোবাসি সবাই বলে, শেষ অব্দি সবাই থাকে না..!

31/05/2025

তোমার কাছে তোমার ভালোবাসা X জন্য যেমন Yজন্য তেমন।

27/05/2025

পুরুষ মানুষ তার শখের নারীর সব ভুল মাফ করে দিতে পারে যদি সেই ভুলে কোন পুরুষ না থাকে।

26/05/2025

থাকতি যদি তুই রোজ আমার আকাশে
দেখতি এ মন কতটা তোকে ভালোবাসে,
তোর দেওয়া এই কষ্টগুলো ভোলা যাবে না
আর কখনও মন টা কারো নিজের হবে না।

26/05/2025

তুমি কবিতা নও,অংক ছিলে।
আমি ঠিক বুঝতে পারিনি,
কবিতা ভেবে মুখস্থ করে নিয়েছিলাম।
কিন্তু অংক মুখস্থ করে লাভ নেই সূত্র বুঝতে হবে।
আমি এবার সত্যি বুঝলাম,
আমি কবিতা ভালবাসতাম
তুমি অংক এ পাকা মানুষ।♾️😒

25/05/2025

পৃথিবীর সবচেয়ে কষ্টের জিনিস তুমি তার অপেক্ষায় আছো আর সে অন্য কারো নিয়ে ব্যস্ত।

18/05/2025
হারিয়ে যাবো যেদিন আমি পড়বে আমায় মনে, এক ফোটা জল আসতে দিও তোমার চোখের কোনে সেদিন যতই ডাকবে আমায় দেবোনা আমি সাড়া হয়ে যাবো ...
18/05/2025

হারিয়ে যাবো যেদিন আমি পড়বে আমায় মনে, এক ফোটা জল আসতে দিও তোমার চোখের কোনে সেদিন যতই ডাকবে আমায় দেবোনা আমি সাড়া হয়ে যাবো সেদিন আমি নীল আকাশের তারা.

18/05/2025

তবু মনে রেখো, যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এক কালে হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি, ঢাকা পড়ে নব নব জীবনের জালে।

তবু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি, নূতন এ প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি--পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন।

তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ-ভরে কাটে সন্ধ্যাবেলা, অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে, অথবা বসন্তরাতে থেমে যায় খেলা।

তবু মনে রেখো, যদি মনে পড়ে আর আঁখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার।

18/05/2025

আজ থেকে শুরু হবে এক নতুন জীবন সেই জীবনে শুধু তুমি স্মৃতি হয়ে রবে

02/05/2025

পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না। নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে - অযত্নে অব'হেলায় বেড়ে ওঠে।

বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার। তার রসের গুড় চিনির কয়েক গুণ বেশী উপকারী। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষ"তবি"ক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক-ফোঁটা এক-ফোঁটা করে নিঙড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না - একাকী অযত্নে পড়ে থাকে।

জীবন শেষ করার পর জ্বালানী-কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয়, মাছ ধরার ফাঁদ হিসাবেও সে অনবদ্য।

কিন্তু খেজুর গাছ কোনো অ'ভিযোগ করে না প্র'তিবাদ করে না কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না - শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটির মতো।

খেজুর গাছসম পুরুষদের জানাই শুভেচ্ছা।
সবাই ভালো সুস্থ ও সুন্দর থাকুক ...

24/04/2025

আমি না পেয়েও এতো ভালোবাসি
— অনুজ কুমার পল

আমি না পেয়েও এতো ভালোবাসি,
যেন প্রতিদিন হৃদয় দিয়ে ছুঁই তোমায়।
চিন্তা করে দেখো—
পেয়ে গেলে কীভাবে আঁকড়ে ধরতাম তোমায়!

তোমার নিঃশ্বাসে থাকত আমার শান্তি,
তোমার হাসিতে খুঁজে পেতাম ঘর।
তোমার অভিমানে থাকত আমার অভিমান,
তোমার চোখে খুঁজতাম আমার উত্তর।

আমি ভালোবাসি—এই না-পাওয়ার মাঝেও,
কারণ ভালোবাসা তো চাওয়ার নয়,
শুধুই দেওয়ার।

পেলে হয়তো একদিন তুমি ক্লান্ত হতে,
আমি তো হারানোর ভয়েই প্রতিদিন নতুন করে ভালোবেসে যাই।

আমি না পেয়েও এতো ভালোবাসি,
কারণ তুমি ছিলে, আছো, থাকবে—
আমার প্রতিটা অনুভবে, নিঃশ্বাসে, ভালোবাসায়...

Address

Vill+P.O-PANCHPOTA ,p.s- Gaighata,dist-north 24 Parganas,pin-743273
Gobardanga
743273

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj inside posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share