বার্তা প্রবাহ

বার্তা প্রবাহ প্রবাহিত হোক খবরের আড়ালে মানুষের বার?

গোবরডাঙ্গার বেহাল রাস্তা নিয়ে সুর চরাচ্ছে সিপিআইএম গোবরডাঙ্গা, নিজস্ব সংবাদদাতা, বার্তা প্রবাহ :-বিধানসভা ও লোকসভার নির...
28/07/2025

গোবরডাঙ্গার বেহাল রাস্তা নিয়ে সুর চরাচ্ছে সিপিআইএম
গোবরডাঙ্গা, নিজস্ব সংবাদদাতা, বার্তা প্রবাহ :-
বিধানসভা ও লোকসভার নিরিখে গোবরডাঙ্গায় দেশের মূল প্রতিপক্ষ বিজেপি। গোবরডাঙ্গা বিজেপির কোন সাড়া শব্দ নেই। এই মুহূর্তে নাগরিক বিভিন্ন সমস্যা নিয়ে অনবরত রাস্তায় রয়েছে সিপিআইএম।স্টেশন সংক্রান্ত সমস্যাই হোক রাস্তা বা ড্রেন কিংবা জমা জল সব ব্যাপারেই রাস্তায় রয়েছে সিপিআইএম। সাংগঠনিকভাবে সিপিআইএমের ধাঁচা পরিবর্তনের ফলে এরকম একটা পরিবর্তন আসছে বলে এলাকার মানুষ জানাচ্ছেন।ডিআরএমকে সফল ডেপুটেশনের পর রাস্তা এবং ড্রেন নিয়ে সারা গোবরডাঙ্গা জুড়ে প্রচারে ঝড় তুলেছে সিপিএম। এলাকায় এলাকায় তিন দফা দাবির ভিত্তিতে পোস্টারিং চলছে। পার্টির এলাকার শীর্ষ নেতৃত্ব অশোক পাল থেকে শুরু করে মৌসুমী দাস, হবিবর মন্ডল, সত্রাজিৎ সরকাররা বিভিন্ন ওয়ার্ডে কর্মীদের নিয়ে বেহাল রাস্তা ও ড্রেন নিয়ে পোস্টারিং করে চলেছেন। তাদের মতে অপরিকল্পিত কাজ কর্মের জন্যই সারা গোবরডাঙ্গার মানুষ নাকাল হচ্ছেন।প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন বলে জানা গেছে। যুদ্ধকালীন ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ চলছে। নিচু জায়গায় জল সরানোর এই মুহূর্তে কোন ব্যবস্থাপনা না থাকায় কিছু সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

Big shout out to my newest top fans! 💎 সত্যপ্রকাশ সেন, Uday Uday UdayDrop a comment to welcome them to our community,
28/07/2025

Big shout out to my newest top fans! 💎 সত্যপ্রকাশ সেন, Uday Uday Uday

Drop a comment to welcome them to our community,

গ্রন্থাগার আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব শিবপ্রসাদ গাঙ্গুলী র স্মরণ সভা গোবরডাঙ্গা, ২৭ জুলাই, নিজস্ব সংবাদ দাতা,বার্তা প্রব...
28/07/2025

গ্রন্থাগার আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব শিবপ্রসাদ গাঙ্গুলী র স্মরণ সভা

গোবরডাঙ্গা, ২৭ জুলাই, নিজস্ব সংবাদ দাতা,বার্তা প্রবাহ -
রবিবার গোবরডাঙ্গা ৭ নম্বর সিপিএম পার্টি অফিসে প্রয়াত শিবপ্রসাদ গাঙ্গুলির স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সিপিআইএমের জেলা নেতৃত্ব বাবুল কর, স্বপ্না ঘোষ উপস্থিত ছিলেন। প্রয়াত নেতার প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির গোবরডাঙ্গা এরিয়া কমিটির সম্পাদক অশোক পাল। প্রাক্তন পৌর প্রধান বাপি ভট্টাচার্য, প্রাক্তন কাউন্সিলর সবিতা মজুমদার সহ অনেকে।সভায় সভাপতিত্ব করেন সুনীল কৃষ্ণ বসু। সকলেই প্রয়াত নেতার আদর্শকে পালন করার জন্য আহ্বান জানান।

09/07/2025

গোবরডাঙা, হাবরা,অশোকনগরে বামেদের বনধে সাড়া,ট্রেনে,বাসে লোক কম।ব্যাঙ্ক পুরো বন্ধ।রাস্তায় লোক কম।

24/06/2025
মদের দোকান বন্ধের দাবিতে সিপিআইএমের মিছিল ও সভা মসলন্দপুর, নিজস্ব সংবাদদাতা, বার্তা প্রবাহ :শনিবার মসলন্দপুরে একটি প্রস্...
21/06/2025

মদের দোকান বন্ধের দাবিতে সিপিআইএমের মিছিল ও সভা
মসলন্দপুর, নিজস্ব সংবাদদাতা, বার্তা প্রবাহ :
শনিবার মসলন্দপুরে একটি প্রস্তাবিত মদের দোকান খোলার প্রতিবাদে মানুষ রাস্তায় নামে।সিপিআইএমের ডাকে এই মিছিলে কয়েকশো মানুষ অংশ নেন।মিছিল শেষে মসলন্দপুর তিন মাথার মোড়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিশ্বাস মার্কেটে মদের দোকানের কাউন্টার খোলার প্রতিবাদ জানানো হয়। তাছাড়া স্মার্ট মিটার বাতিল ও নয় জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে বক্তারা বক্তব্য রাখেন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম গোবরডাঙ্গা শহর এরিয়া কমিটির সম্পাদক অশোক পাল, সিটু নেতা কপিল ঘোষ, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদ্বীপ মিত্র, জেলা নেতৃত্ব সত্যসেবী কর,এরিয়া কমিটির সদস্য জ্যোতি শংকর গাঙ্গুলী । সভাপতিত্ব করেন সম্পাদিকা স্বপ্না ঘোষ।

15/06/2025

সকালে বৃষ্টির পর আবার গুমোট গরম!

14/06/2025

চোকার্স অপবাদ ঘুঁচিয়ে ২৭ বছর পর বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়ানশিপে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বজয়ী সাউথ আফ্রিকা

09/06/2025

গ্রুপ সি ও ডি র ভাতা কি কোর্টের নির্দেশে বন্ধ হতে যাচ্ছে?

বামপন্থী পৌর কর্মীদের কর্মশালা
08/06/2025

বামপন্থী পৌর কর্মীদের কর্মশালা

কুম্ভকার সমিতির সভা ইছাপুরে গাইঘাটা, নিজস্ব সংবাদদাতা, বার্তা প্রবাহ উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ইছাপুরে অনুন্নত কুম্ভ...
08/06/2025

কুম্ভকার সমিতির সভা ইছাপুরে
গাইঘাটা, নিজস্ব সংবাদদাতা, বার্তা প্রবাহ

উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ইছাপুরে অনুন্নত কুম্ভকার সমিতির সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এই সভায় কুম্ভকারদের পেশাগত বিভিন্ন সমস্যা এবং কি ব্যবস্থা নিয়ে আলাপ আলোচনা হয়। সভায় স্থানীয় নেতৃত্ব নয়ন পালসহ জেলা ও রাজ্যের নেতৃত্বে উপস্থিত ছিলেন।

07/06/2025

কুনাল কি আবার জেলে যাচ্ছেন?

Address

Gobardanga
743252

Alerts

Be the first to know and let us send you an email when বার্তা প্রবাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বার্তা প্রবাহ:

Share