
28/07/2025
গোবরডাঙ্গার বেহাল রাস্তা নিয়ে সুর চরাচ্ছে সিপিআইএম
গোবরডাঙ্গা, নিজস্ব সংবাদদাতা, বার্তা প্রবাহ :-
বিধানসভা ও লোকসভার নিরিখে গোবরডাঙ্গায় দেশের মূল প্রতিপক্ষ বিজেপি। গোবরডাঙ্গা বিজেপির কোন সাড়া শব্দ নেই। এই মুহূর্তে নাগরিক বিভিন্ন সমস্যা নিয়ে অনবরত রাস্তায় রয়েছে সিপিআইএম।স্টেশন সংক্রান্ত সমস্যাই হোক রাস্তা বা ড্রেন কিংবা জমা জল সব ব্যাপারেই রাস্তায় রয়েছে সিপিআইএম। সাংগঠনিকভাবে সিপিআইএমের ধাঁচা পরিবর্তনের ফলে এরকম একটা পরিবর্তন আসছে বলে এলাকার মানুষ জানাচ্ছেন।ডিআরএমকে সফল ডেপুটেশনের পর রাস্তা এবং ড্রেন নিয়ে সারা গোবরডাঙ্গা জুড়ে প্রচারে ঝড় তুলেছে সিপিএম। এলাকায় এলাকায় তিন দফা দাবির ভিত্তিতে পোস্টারিং চলছে। পার্টির এলাকার শীর্ষ নেতৃত্ব অশোক পাল থেকে শুরু করে মৌসুমী দাস, হবিবর মন্ডল, সত্রাজিৎ সরকাররা বিভিন্ন ওয়ার্ডে কর্মীদের নিয়ে বেহাল রাস্তা ও ড্রেন নিয়ে পোস্টারিং করে চলেছেন। তাদের মতে অপরিকল্পিত কাজ কর্মের জন্যই সারা গোবরডাঙ্গার মানুষ নাকাল হচ্ছেন।প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন বলে জানা গেছে। যুদ্ধকালীন ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ চলছে। নিচু জায়গায় জল সরানোর এই মুহূর্তে কোন ব্যবস্থাপনা না থাকায় কিছু সমস্যা হচ্ছে বলে জানা গেছে।