GOPIBALLAVPUR সফর NEWS

GOPIBALLAVPUR সফর NEWS যেকোনো ধরনের খবর ও অল্প খরচে বিজ্ঞাপন
যোগাযোগ করুন 9382333497/8942889908

GOPIBALLAVPUR সফর NEWS
আপনার আওয়াজ জনগণের দরবারে।
GOPIBALLAVPUR সফর নিউজ ঝাড়গ্রাম জেলার একটি জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম। এটি একটি স্বাধীন অনলাইন সংবাদ মাধ্যম যার সদর দপ্তর ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকে অবস্থিত। প্রত্যন্ত গ্রাম এলাকার খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে GOPIBALLAVPUR সফর NEWS।

স্বাধীনতা দিবসে আমাদের ফেসবুক পেজের বিশেষ ভার্চুয়াল প্রোগ্রাম। #স্বপ্ন_উড়ান_২০২৪খুদে শিল্পীরা তাদের আবৃত্তির ভিডিও, না...
10/08/2024

স্বাধীনতা দিবসে আমাদের ফেসবুক পেজের বিশেষ ভার্চুয়াল প্রোগ্রাম।
#স্বপ্ন_উড়ান_২০২৪
খুদে শিল্পীরা তাদের আবৃত্তির ভিডিও, নাচের ভিডিও, গান গাওয়ার ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান। আপনাদের প্রতিভাকে তুলে ধরবো আমরা সাধারণ মানুষের কাছে।
বিশেষ শর্তাবলী প্রযোজ্য:-
🔴 বয়স হতে হবে ০-১০ বছরের মধ্যে।
🔴 গান হলে সেটা হতে হবে দেশাত্মবোধক বিষয়ে গাওয়া গান।
🔴 নিত্য হলে সেটি দেশাত্মবোধক গানের মাধ্যমে নৃত্য হতে হবে।
🔴 আবৃতির ক্ষেত্রেও দেশাত্মবোধক কিংবা সমাজ পরিবেশ টপিক নিয়ে।
🔴 ভিডিও রেকর্ডিং করার সময় মোবাইল বা ক্যামেরার আড়াআড়ি( Landscape )ভাবে রেকর্ডিং করা ভিডিও যেনো হয়।
🔴 ভিডিওর অডিও কুয়ালিটি ক্লিয়ার হওয়া চাই।
🔴 ভিডিও কোয়ালিটি ও যেন ভালো হয়।
🔴 ভিডিও পাঠানোর সময় শিল্পীর নাম ঠিকানা এবং বয়স সঙ্গে লিখে পাঠাবেন।
🔴 এই অনুষ্ঠানের জন্য শিল্পীদের কোনরকম পুরস্কার কিংবা শংসাপত্র প্রদান করা হবে না।
🔴 নিচে দেওয়া পোস্টারের Whatsapp নাম্বার ছাড়া অন্য কোন নাম্বার নেই। ভিডিও পাঠালে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠাবেন।
🔴 #কেবলমাত্র_নির্বাচিত_ভিডিও_গুলি আমাদের পেজে আপলোড করা হবে।
🔴 ভিডিও পাঠাতে হবে ১৩/০৮/২৪ সকাল ১০ টার মধ্যে, তারপরে ভিডিও পাঠালে গ্রহণযোগ্য হবে না।


#প্রোগ্রাম #ভার্চুয়াল #নিউজ #শিল্পী

জঙ্গলমহলের আদিবাসী বিদ্যালয়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস।নিজস্ব সংবাদদাতা:-জঙ্গলমহল শালবনির অন্তর্গত রাধামোহনপুর আদিবাস...
09/08/2024

জঙ্গলমহলের আদিবাসী বিদ্যালয়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস।
নিজস্ব সংবাদদাতা:-জঙ্গলমহল শালবনির অন্তর্গত রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আজ ৯ ই আগস্ট যথাযথ মর্যাদায় পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। অলচিকি ও বাংলা মাধ্যমে পরিচালিত এই বিদ্যালয়ে আজকের দিনটি বার্ষিক সাংস্কৃতিক দিবস হিসেবে পালিত হয় বলে বিদ্যালয়ের প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ জানালেন। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নির্মল মান্ডি ও পরিচালনা করেন রূপশ্রী হেমব্রম এবং লক্ষীনারায়ন হেমব্রম। তারা বিগত কয়েকদিন ধরে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন নাচ গানের তালিমও দিয়েছেন। সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রীদের ছাড়াও বিদ্যালয়ের বাকি ছাত্র-ছাত্রীদের হাতেও পুরস্কার তুলে দেয়া হয়েছে বলে বিদ্যালয়র সহ শিক্ষক অসীম কুমার দোলই জানান। বিরসা মুন্ডার প্রতিকৃতি তে মাল্যদান করে আজকের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা অলচিকি ভাষায় নাচ, গান, আবৃত্তি, অঙ্কন ইত্যাদি বিভাগে অংশগ্রহণ করেন ও শেষে ছিল মিড ডে মিলে মাংস ভাত ।

09/08/2024

বিশ্ব আদিবাসী দিবসের ঝাড়গ্রামের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের পাশাপাশি ঝাড়গ্রামে ৬৪ একর জমিতে ১০ কোটি টাকা খরচ করে টাইগার সাফারি চালু করার পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
08/08/2024

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

07/07/2024

শ্রীপাট গোপীবল্লভপুর গুপ্ত বৃন্দাবন ঠাকুর বাড়ির শতাব্দী প্রাচীন প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা।।

05/07/2024

গত শনিবার সারিয়া ৪ নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে মাটির খননকার্য চলার সময় উদ্ধার হওয়া বোমাটি আজ পুলিশ প্রশাসন , এয়ার ফোর্স এবং বোন স্কোয়ার্ডএর টিমকে নিয়ে সেফটি পরিকাঠামোসহ নষ্ট করা হলো।
সূত্রের খবর অনুসারে জানা যায় বোমাটি বহু পুরনো দিনের।

21/03/2024

ধর্মপুর (পূর্বপাড়া) ২৪ প্রহর ব্যাপী অখন্ড হরিনাম সংকীর্তন।।

19/03/2024

গোপীবল্লভপুর ১ নং ব্লকের ধর্মপুর গ্রামে চব্বিশ প্রহর ব্যাপী অখন্ড হরিনাম সংকীর্তনের শুভ গন্ধাধিবাস উপলক্ষে ঠাকুর আনোয়ণ ও নগর পরিক্রমা।।

গোপীবল্লভপুর ২নং উন্নয়ন ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ  "বীর দিশম মঞ্চে" সম্মানিত করা হলো রাজ্য সরকারের "শিক্ষারত...
12/03/2024

গোপীবল্লভপুর ২নং উন্নয়ন ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ "বীর দিশম মঞ্চে" সম্মানিত করা হলো রাজ্য সরকারের "শিক্ষারত্ন- ২০২৩ "প্রাপক বেলিয়াবেড়া কে.সি.এম হাই স্কুলের (উ:মা:) সহকারী প্রধান শিক্ষক
শ্রী সুব্রত মহাপাত্র মহাশয় কে সম্মানিত করেন গোপীবল্লভপুর - ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন
আধিকারীক শ্রী নীলোৎপল চক্রবর্তী ও পঞ্চায়েত সমিতির সভানেত্রী শর্বরী অধিকারী এবং বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ সাহেবেরা। উপস্থিত ছিলেন ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারীক, বিভিন্ন অঞ্চলের প্রধান সহ অন্যান্যরা। সুব্রত বাবুকে মূলত তিনটি কারণের জন্য সংবর্ধনা দেওয়া হয় সেগুলি হল - স্কুল ছুটির পর গ্রামে গ্রামে গিয়ে 'থ্যালাসেমিয়া সচেতনতা','চোলাই মদের ভয়াবহতা নিয়ে সচেতনতা এবং দশটি নাবালিকা বিবাহ বন্ধ করে স্কুলের আঙ্গিনায় ফিরিয়ে নিয়ে আসার জন্য গোপীবল্লভপুর ২ নং ব্লক ও পঞ্চায়েত সমিতি সংবাধিত করে। সংবর্ধনা সভায় মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভানেত্রী সুব্রত বাবুর এই মানবিক কাজকে কুর্নিশ জানান। এবং আশ্বাস দেন যে সুব্রত বাবুর এই সমাজ কল্যাণমূলক কাজে ব্লক প্রশাসন সর্বদা পাশে রয়েছেন।

গোপীবল্লভপুর ১ নং ব্লকের ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী মনসা পুজা। এই পুজা উপলক্ষ্যে আজও পুরোনো রীতি মেনে অনুষ্ঠিত হল জ্যান্...
07/11/2023

গোপীবল্লভপুর ১ নং ব্লকের ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী মনসা পুজা। এই পুজা উপলক্ষ্যে আজও পুরোনো রীতি মেনে অনুষ্ঠিত হল জ্যান্ত সাপের খেলা। যা স্থানীয় ভাষায় ঝাঁপান উৎসব হিসাবে পরিচিত। গাড়ির উপর বসে দক্ষ ব্যক্তি একাধিক বিষধর সাপের খেলা দেখান। এদিন নদী থেকে মনসা মায়ের ঘট উত্তোলনের পর সাপের খেলা দেখাতে দেখাতে পুরো গ্রাম পরিক্রমার পর ঘট পৌঁছায় পুজো মণ্ডপে। এই ঐতিহ্যবাহী ঝাঁপান উৎসবে সাপের খেলা দেখতে ভিড় জমিয়েছেন গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজ

09/04/2023
26/03/2023

ধর্মপুর পূর্বপাড়া হরিনাম সংকীর্তন সন্ধ্যা আরতি

Address

Gopiballabhpur
721506

Alerts

Be the first to know and let us send you an email when GOPIBALLAVPUR সফর NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GOPIBALLAVPUR সফর NEWS:

Share