
10/08/2024
স্বাধীনতা দিবসে আমাদের ফেসবুক পেজের বিশেষ ভার্চুয়াল প্রোগ্রাম।
#স্বপ্ন_উড়ান_২০২৪
খুদে শিল্পীরা তাদের আবৃত্তির ভিডিও, নাচের ভিডিও, গান গাওয়ার ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান। আপনাদের প্রতিভাকে তুলে ধরবো আমরা সাধারণ মানুষের কাছে।
বিশেষ শর্তাবলী প্রযোজ্য:-
🔴 বয়স হতে হবে ০-১০ বছরের মধ্যে।
🔴 গান হলে সেটা হতে হবে দেশাত্মবোধক বিষয়ে গাওয়া গান।
🔴 নিত্য হলে সেটি দেশাত্মবোধক গানের মাধ্যমে নৃত্য হতে হবে।
🔴 আবৃতির ক্ষেত্রেও দেশাত্মবোধক কিংবা সমাজ পরিবেশ টপিক নিয়ে।
🔴 ভিডিও রেকর্ডিং করার সময় মোবাইল বা ক্যামেরার আড়াআড়ি( Landscape )ভাবে রেকর্ডিং করা ভিডিও যেনো হয়।
🔴 ভিডিওর অডিও কুয়ালিটি ক্লিয়ার হওয়া চাই।
🔴 ভিডিও কোয়ালিটি ও যেন ভালো হয়।
🔴 ভিডিও পাঠানোর সময় শিল্পীর নাম ঠিকানা এবং বয়স সঙ্গে লিখে পাঠাবেন।
🔴 এই অনুষ্ঠানের জন্য শিল্পীদের কোনরকম পুরস্কার কিংবা শংসাপত্র প্রদান করা হবে না।
🔴 নিচে দেওয়া পোস্টারের Whatsapp নাম্বার ছাড়া অন্য কোন নাম্বার নেই। ভিডিও পাঠালে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠাবেন।
🔴 #কেবলমাত্র_নির্বাচিত_ভিডিও_গুলি আমাদের পেজে আপলোড করা হবে।
🔴 ভিডিও পাঠাতে হবে ১৩/০৮/২৪ সকাল ১০ টার মধ্যে, তারপরে ভিডিও পাঠালে গ্রহণযোগ্য হবে না।
#প্রোগ্রাম #ভার্চুয়াল #নিউজ #শিল্পী