ABM MAHI

ABM MAHI “লিখি মনের কথা,
অভিনয়ে বলি অনুভব,
আর প্রতিনিয়ত হেঁটে যাই
সাধারণ মানুষের পথেই —
আমি ABM MAHI ” Hello! "This is my story... not meant for everyone to understand."
(9)

I’m Abul Bashar Mohammad Mahi (Blood Group O+).

✦ Student & lifelong learner | Practising Muslim | Born 16 April

✦ Freelancer • YouTuber • Singer • Visual Storyteller (photo & video)

✦ Dreaming to become a Computer Engineer, a top‑tier YouTuber, and a successful online entrepreneur.

✦ Family‑centred soul: son of M.A Sayed & Jesmin Begum; blessed with an elder sister Sadia Sultana (Shuchi)

and a younger brother A.H.M Naser (Arafat Siddique).

✦ Known for honesty, helpfulness, and a dash of humour. I keep life simple—and guard my heart carefully.

✦ Guiding principle: “I value those who value me.”

If you share passions for technology, creativity, or purposeful collaboration, let’s connect and grow together! I don’t really care what others think of me. I live my life by my own rules — broken, messy, but mine. In this chaotic world, I’ve found peace in silence, and power in solitude. They say every soul must taste death. Then what’s the point of acting like kings in a world that isn’t ours? We come with nothing. We leave with nothing. So I stopped chasing people... I started chasing meaning. I try to be good, but I’ve learned —
A man cannot be good to everyone. And even when you give your all, they still walk away. My life? A short one, but full of fiction — filled with stories no one ever truly reads. I have no lover to love me. Maybe I was meant to walk this world alone. I was born alone, and I will leave alone. And in between...
I’ve only met fake love, false hope, and temporary people. Yes —
"Be so good they can't ignore you." That’s what Derek Sivers said. So I keep working, building myself quietly. Because I know — if I focus on being better, they’ll notice... someday. Time and tide wait for none. But some pains? They stay longer than they should. I miss someone who was never truly mine. I feel empty in a room full of people. And at night, I whisper to myself:
"Leave me alone... I just want to breathe alone." Don't ask me about my life story. You won’t handle the truth. It’s not poetry — it’s pain in disguise. Sometimes, I even smile thinking:
"I’ll die one day. And maybe that’s my only real peace." People say I’m not lovable. Maybe they’re right. I’m not perfect enough to be loved. I’m flawed. I’m raw. I’m just me. And you? You came into my life like a storm. I was better off in silence... before you ruined my peace. My life is a series of failures —
but no one ever asked me why I failed. They just judged, laughed, and moved on. But I’m still here...
Still breathing. Still writing. Still fighting.

মানবজীবন : এক অনন্ত রহস্যমানব জীবনে সমস্যার অবসান নেই—এখানে যেমন আছে ভালো, তেমনি আছে মন্দ। কেউ জীবনটা কীভাবে শুরু করবে ত...
18/09/2025

মানবজীবন : এক অনন্ত রহস্য

মানব জীবনে সমস্যার অবসান নেই—এখানে যেমন আছে ভালো, তেমনি আছে মন্দ। কেউ জীবনটা কীভাবে শুরু করবে তা নিয়ে ব্যস্ত চিন্তায় নিমগ্ন, আবার কেউ জীবন শেষ করার ভাবনায় ভরিয়ে রাখে নিজের হৃদয়। হতাশা ও ব্যর্থতার ভারে যেন দম বন্ধ হয়ে আসে কারো কারো প্রাণ।

তবুও প্রশ্ন জাগে—এই বিশাল পৃথিবীতে এমন কোনো প্রাণী কি আছে, যে ভালো থাকতে চায় না? না, সবাই-ই চায় ভালো থাকতে। এই ভালো থাকার আকাঙ্ক্ষা থেকেই কেউ সৎকর্মে নিজেকে যুক্ত করে, আবার কেউ নিঃসংকোচে অন্যের জীবন ধ্বংসের পথ বেছে নেয়।

আল্লাহ তায়ালা অসীম সৌন্দর্যে সৃষ্টি করেছেন মানুষকে। তাদের হৃদয়ে দিয়েছেন ভালোবাসা, ভয়, আল্লাদ, আকাঙ্ক্ষা—অসংখ্য অনুভূতির সমাহার। এ কারণে মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত—সৃষ্টির সেরা প্রাণী। অথচ, এই মানুষকেই ঘিরে লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য।

মানবজীবনের বৈচিত্র্য সীমাহীন। লক্ষ্য করলে দেখা যায়—একই গড়নের মানুষ, কিন্তু কত জাত-পাত, কত ভিন্নতা! কেউ উচ্চবংশীয়, কেউ নিম্নবংশীয়; অথচ এই পার্থক্যের প্রাচীর তৈরি করেছে মানুষ নিজেরাই। আকাশ-পাতাল তফাৎ।

কেউ অঢেল ধনসম্পদের মালিক, বিলাসবহুল অট্টালিকায় বসবাস করে। আর কেউ পথের ধারে ছন্নছাড়া, নেই নিজের বলে কিছুই। দুমুঠো ভাত তাদের কাছে দুঃস্বপ্নের মতো। আবার কারো জীবন ছুটে চলে নিরন্তর ব্যস্ততায়—দৌড়াতে দৌড়াতে একসময় বুঝতেই পারে না, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে সে। যখন উপলব্ধি হয়, তখন আর হাতে থাকে না কোনো সময়।

তাহলে কি সবই মিথ্যে? এই জীবন, এই দৌড়ঝাঁপ, এই আকাঙ্ক্ষা—সবই কি মায়া? সত্য বলতে কি কিছু আছে? উত্তর এখনো অজানা।

তবুও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের ক্ষুদ্র সময়টুকুই আসল জীবন। কেউ কাটায় বিভ্রান্তিতে, কেউ শান্তিতে, কেউবা অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে। আবার কেউ চিন্তার অবকাশই পায় না—হঠাৎ করেই জীবনের শেষপ্রান্তে এসে থেমে যায় তার যাত্রা। বাকি থেকে যায় শুধু অজানার অন্ধকার।

এবার আসি আমার কথায়। আমি মনে করি, মানবজীবন আমার, আর এই জীবন নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ কি সত্যিই প্রয়োজন? জীবনের প্রতিটি মুহূর্তকে হিসাব-নিকাশের খাতায় বেঁধে ফেললে কি বাঁচার স্বাদ পাওয়া যায়?

বরং জীবনকে তার আপন গতিতে বয়ে যেতে দেওয়াই শ্রেয় নয় কি?
অতএব আমি বিশ্বাস করি—এই মানবজীবনে সাধ্যের ভেতরে থেকে যতটা সম্ভব নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও শখ পূরণ করা উচিত। অন্যথায় জীবন শেষমেশ অপ্রাপ্তির খাতায় জমা পড়বে।

✍️ Abul Bashar Mohammad Mahi

এক আকাশ পরিমান অভিমান........!
07/09/2025

এক আকাশ পরিমান অভিমান........!

27/08/2025

কিছু মানুষ এর 'আন্তরিকতা' দেখলে মাঝেমধ্যে বলে ফেলতে ইচ্ছে করে 'তুমি যে কি পরিমান গুটিবাজ,তা আমি জানি তো! নাটক কেনো করতেসো?'

25/08/2025

মাঝে মাঝে মনে হয়—এমন জীবনই আসলে সবচেয়ে সুন্দর।
একটা জীবন, যেখানে নেই অকারণ ঝামেলা,
নেই অতিরিক্ত চাওয়া-পাওয়ার ক্লান্তি।
শুধু আছে—নিজের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার
এক বিশাল সুযোগ।

কল্পনা করো তো—
যেখানে ভোরের শিশির ভেজা মাঠে হেঁটে বেড়ানো যায়,
আকাশ ভরা পাখির ডাক শুনে দিন শুরু হয়,
আর সন্ধ্যার বাতাসে নিঃশব্দে ডুবে যাওয়া যায় নিজের ভেতরে।
কোনো দৌড় নেই, প্রতিযোগিতা নেই,
শুধু শান্তি…
শুধু প্রশান্তি।

আমরা কত কিছু চাই জীবনে—
কত স্বপ্ন দেখি, কত আশা গড়ে তুলি।
কিন্তু যখন সবকিছু ভেঙে চুরমার হয়,
তখন আমরা নিঃস্ব হয়ে যাই।
তারপর আবার দৌড়াই, আবার চেষ্টা করি,
কখনো সফলও হই,
আর সেখানেই শুরু হয় নতুন এক দুঃস্বপ্ন—
অর্থ, খ্যাতি আর সম্পদের লোভ।

এই লোভে দৌড়াতে দৌড়াতে
আমরা ধীরে ধীরে ভুলে যাই—
আমাদের আসল পরিচয়টা আসলে কে!
শান্তি খুঁজতে খুঁজতে,
আমরা শান্তির পথটাই হারিয়ে ফেলি।
আর শেষে বেঁচে থাকি শুধু একরাশ ক্লান্তি নিয়ে।

জীবন তখন হয়ে যায় তিক্ত।
আমরা চাই পৃথিবীর সবচেয়ে উঁচুতে উঠতে,
চাই এমন উচ্চতায় দাঁড়াতে
যেখানে অন্য কেউ পৌঁছাতে পারবে না।
তখন সাধারণ মানুষদের সাধারণ জীবনকে তুচ্ছ মনে হয়।

কিন্তু যখন সে উচ্চতায় পৌঁছাতে পারি না,
যখন হেরে যাই জীবনের যুদ্ধে,
তখন ক্লান্ত মন চায় ফিরে আসতে
সেই সাদামাটা, সরল জীবনে।
কিন্তু আফসোস—
তখন সেই জীবন আর সহজে ফেরা যায় না।

কখনো কি ভেবেছো—
আমরা এই পৃথিবীতে কেন এসেছি?
কি করার জন্য এসেছি, আর কি-ই বা করছি?
এ প্রশ্নের জবাব কি আমাদের কাছে আছে?
না।
আমাদের কাছে আছে শুধু অভিযোগ,
হাজারো আক্ষেপ আর অপূর্ণতা।

একটা জিনিস চাই, সেটা পেলেই আরেকটা চাই।
আবার চাই।
আমাদের চাওয়ার সীমা নেই।
আর সেটা পেতে গিয়ে কত অন্যায়, কত অন্যায়ই না করি—
তবুও বুক একটুও কাঁপে না।

অথচ দেখো—
একজন গ্রাম্য ছেলেকে,
যে হয়তো স্কুলের খাতার অক্ষরই চেনে না।
তার তবুও কোনো অভাব নেই।
সে সুখী—
খুবই সুখী।

কারণ সে খুঁজে পেয়েছে নিজেকে।
যেখানে আমরা সুখের খোঁজে সারাজীবন ছুটি,
সে নিজেকে খুঁজেই সুখ খুঁজে পেয়েছে।
তাই তার কাছে পৃথিবীর সব আনন্দ এসে ধরা দিয়েছে।

জীবনটা আসলেই অদ্ভুত নয় কি?

মনে হয়—কি দরকার এত পড়ালেখা করার?
এভাবেই তো জীবন সুন্দর হতো।
পরিবারের সাথে কাটতো দিন,
দল বেঁধে মাঠে কাজ করতাম,
তারপর নদীতে ঝাঁপিয়ে পড়তাম হাসি-খুশির কলতানে।
ঘরে ফিরে দু’মুঠো ভাত খেয়ে
শান্তিতে ঘুমিয়ে যেতাম।

না থাকত নাম-যশের পেছনে পাগলামি,
না থাকত অযথা প্রতিযোগিতা।
সেই সাদামাটা জীবনেই হয়তো খুঁজে নিতাম সুখ।
বিশ বছর বয়সেই হয়তো বিয়ে করে
গড়ে তুলতাম ছোট্ট সংসার,
ভালোবাসার পরিবার।

আজকের মতো অর্ধেক জীবন
শুধু পড়াশোনার নামে ফুরিয়ে যেত না।
দায়িত্ব-চাপ এসে আনন্দকে গ্রাস করত না।

তাহলে বলো তো—
সেই সাদাসিধে, সরল জীবনের চেয়ে
সত্যিকারের সুখী জীবন আর কিই বা হতে পারে?

✍️ ABM MAHI

ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে।🥰 ~ সিমোনিডেস
20/08/2025

ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে।🥰 ~ সিমোনিডেস

আমার সাথে প্রায় আড়াই শতাধিক সেলিব্রিটি ও সাংবাদিক ভাইয়া ও আপু কানেক্টেড আছেন ঠিকই, কিন্তু আমি সবসময় একজন মানুষের পোস্ট ব...
19/08/2025

আমার সাথে প্রায় আড়াই শতাধিক সেলিব্রিটি ও সাংবাদিক ভাইয়া ও আপু কানেক্টেড আছেন ঠিকই, কিন্তু আমি সবসময় একজন মানুষের পোস্ট বেশি পর্যবেক্ষণ করে। রিএক্ট বা কমেন্টস করার মতো কোনো কিছুই আমার মাথায় আসে না, ভাষা হারিয়ে ফেলি কিছু কিছু সময়।

সেই মানুষটা হলো আমাদের সবার পরিচিত মুখ ATN News এর আমার দেখা সেরা একজন Journalist শ্রদ্ধেয় Ali Asgar Emon ভাই। যার সাথে আমি ফেসবুকে কানেক্টেড আছি প্রায় দেড় - দুই বছর যাবৎ।

আমি যতই তার ভিডিও বা পোস্ট দেখি তার প্রতি আমার সন্মান বাড়তেই আছে, ওনাকে দেখলে মনে হয় উনার মতো সাহসী প্রতিটি সাংবাদিক হলে আমাদের বোধ হয় দুঃখ দুর্দশা অনেকটাই ঘুচতো।

এই সময়ে দাঁড়িয়ে যেখানে সাংবাদিকরা নিজেরা নিজেদের নাম ভ্যালু কমিয়ে নিচ্ছে, সেখানে ইমন ভাই কি করছে ?

সম্প্রতি তিনি একটি আন্দোলন বা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন, সেখানে তার বলা একটি কথা শুনে কেন জানি বুকের মধ্যে হাহাকার হচ্ছিলো, তার কথা ছিল এমন " বাংলাদেশে আর কোনদিন গুনী সাংবাদিক জন্মাবে না "

এই কথাটা যে আমাদের জন্যে কতটা লজ্জাজনক তা হয়তো আমাদের উপলব্ধির বাহিরে। আজ আমরা সত্যকে আড়াল করে মিথ্যাকে সত্যি বানিয়ে উপস্থাপন করেই যাচ্ছি প্রতিনিয়ত আর অন্যদিকে বিভিন্ন জায়গায় আন্দোলন/ অনুষ্ঠান / মিলাদ - মাহফিলে বসে এই আমাদের মতো ভন্ড রাই দাবি করি সত্যি আর লিগ্যাল খবর পাওয়ার জন্যে।

কিন্তু দুঃখের কপাল আমাদের, আমরা নিজেরাই অমানুষ, কোটি কোটি টাকা দিচ্ছি মুখ বন্ধ করতে বা করাতে, কেউ সত্যির পিছে ছুটলে তাকে আল্লাহর কাছে পাঠাচ্ছি,

আজ আমরা এতটাই অমানুষ। ........ আমি ছোট মানুষ এগুলো কথা আমার মুখে মানায় না, কিন্তু তবুও আমিও ইমন ভাইয়ের সাথে সহমত পোষণ করে বলছি বাংলাদেশে আর কোনদিন গুনী সাংবাদিক জন্মাবে না, জন্মাবে না, জন্মাবে না।

আর যদি ও বা জন্মায় আমরা বাঙালি আছি কেনো, তাদের নিঃস্বাস বন্ধ করে দেবো , পৃথিবী থেকে পরপারের টিকিট কেটে দিবো, নাকি ভুল বললাম ?

যাহোক ইমন ভাই এর কোথায় ফিরি, গতকাল রাতে ইমন ভাইকে এই বাচ্চাটার ছবি পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন " তিনি ওই বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন " একজন গুণী সাংবাদিক হিসেবে তিনি এটি করতেই পারে।

কিন্তু কথা সেটা নয়, এখন থেকে একটা শিক্ষা নেয়ার ও বিষয় আছে, এইযে আমাদের সমাজে কত কত গুণী জ্ঞানী ( এই সময়ে গুণী জ্ঞানী বলতে যাদের টাকা আছে সম্পদ আছে তাদের বুঝিয়েছি ) আছেন, আসুন না কত শিশু , কত মা , কত দরিদ্র বাবা আছেন, অন্তত একজন গুণী মানুষ একজন এর দায়িত্বই নেন। সেটা না নিতে পারলে সাহায্যের হাত বাড়ান।

পরিশেষে Emon ভাই কে বলতে চাই এবং পুনরায় বলছি আপনার কর্ম গুলো যত দেখছি ততই আপনার প্রতি আমার রেস্পেক্ট বেড়েই যাচ্ছে।

আল্লাহর কাছে দোয়া করি , আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক, আর আপনার হাত ধরে আপনার মতো আরো গুণী সাংবাদিকের সৃস্টি হোক. আপনার মতো সাংবাদিক আমাদের এই দেশের গর্ব, আমাদের সমাজের হেলায় হারিয়ে যাওয়া মানুষের এক মাত্র হাতিয়ার।

অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনার জন্যে। আপনাকে যতই বলবো ততই কম হয়ে যাবে। সবসময় ভালো থাকুন, আর অসহায় এর হাতিয়ার হয়ে মিশে থাকুন আমাদের মাঝে এই কামনা করে এখানেই শেষ করছি।

✍️এবিএম মাহী

13/02/2025

নিজের লেখা গানে নিজেই সুর করার চেষ্টা !!

Address

Bilsha, Gurudaspur
Natore

Alerts

Be the first to know and let us send you an email when ABM MAHI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABM MAHI:

Share