ABM MAHI

ABM MAHI নিজেকে তুলে ধরার মতো কিছুই নেই, আমি এখনো নির্মাণাধীন !🙃 Simple manush. Ki r thakbe about e....
(1)

03/07/2025

যত দিন যাচ্ছে, ততই সব কিছু বৃদ্ধি যতটুকু না হচ্ছে তার চেয়ে হ্রাস বেশি হচ্ছে।

01/07/2025

Ai আমার মোটেও ভালো লাগছে না। ইউটিউব, ফেসবুক, এক্স সহ সকল প্লাটফর্মেই Ai based হয়ে যাচ্ছে। একটা নতুন ভিডিও বা গানে ক্লিক করলেই সেটা রোবটিক লাগতেছে।

মানুষ কতটা জবলেস হইলে, অকাজে এত কিছু বানাচ্ছে। এটা তো রিতিমতো অপব্যবহার বলা যায়।

- এবিএম মাহী

30/06/2025

আমার মন খারাপ এর সময় অনেক কে পাসে পাই, অথচ তারা কেউ আমার গল্প শুনতে আসে না ।

তাদের গল্প শুনাইতে আসে, তারপর.........

30/06/2025

মাঝে মাঝে হঠাৎ করেই মনটাতে বিষন্যতা ভর করে, আবার কখনো মনটা ফুরফুরে হয়ে যায়।

এই হঠাৎ করেই এমন হওয়াতে কখনো কখনো ভালো লাগে, কখনো একাকিত্বে ছেয়ে যায় । সময়গুলো থমকে যায়, কালো মেঘে ছেয়ে যায় তারপর বৃষ্টি হয়ে নামে এক বারিধারা ।

#এবিএম_মাহী

27/06/2025

মানুষ যখন আমাকে ছুড়ে ফেলে দেয়,
তখন আমি আমাকে কুড়িয়ে নিজের কাছে রেখে দেই !!

মেঘ কালো হোক,                   মন রঙিন !!
23/06/2025

মেঘ কালো হোক,
মন রঙিন !!

21/06/2025

"সময় দিয়ে হৃদয়টাকে
বাধবো নাকো আর!"

13/06/2025

শীতে জমে যাচ্ছি, উফফ !

মাঝে মাঝে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে হয় । আহা কি মনোরম দৃশ্য ! সবুজ - শ্যামলে ভরা প্রকৃতির কি এক অপরূপ সৌন...
28/05/2025

মাঝে মাঝে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে হয় । আহা কি মনোরম দৃশ্য ! সবুজ - শ্যামলে ভরা প্রকৃতির কি এক অপরূপ সৌন্দর্য, যেন এই অশান্ত মনকে করে তোলে শান্ত ।

যত দূরেই যাই না কেনো, এই ঘ্রাণটা যেন মাখামাখি করে থাকে নিজের সাথেই আর ফুরফুরে বাতাসে ভেসে আসে । বুক ফুরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস ।

বার বার, কত বার যে প্রেমে পরে যাই! আর ফিরে আসি চিরচেনা এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তে ।

আমার যখন ভীষণ মন খারাপ থাকে, অহেতুক - অকারণে হৃদয় মেঘাচ্ছন্ন হয়, আমি ছুটে যাই একাকী পথে । হাটতে থাকি, কোনো ক্লান্তি যেনো আমাকে ছুঁতেই পারেনা । মন প্রাণ জুড়িয়ে যায় এই ফুরফুরে হাওয়ায় । আর এই হাওয়াতেই যেনো সকল দুঃখ কষ্ট উড়ে চলে যায় ।

যখনই মনে হয়, আমি একা ! কেউ নেই আমার সাথে । একাকিত্ব গ্রাস করে আমাকে, তখন যেনো এই প্রকৃতি তার ঢাল হয়ে দাঁড়ায়, আমাকে সঙ্গ দেয় ।

বুঝিয়ে দেয় আমি একা, নিঃসঙ্গ নই। নিজেকে যখন একটু সময় দেয়ার প্রয়োজন পরে তখন একা চলি, গ্রামের এইসব মেঠোপথ দিয়ে । ভাবনায় ডুবে যাই।

তবে কি এই প্রেম সত্যি, আমি কি সত্যি প্রকৃতির প্রেমে পড়ে গেছি ?

✍️ এ. বি.এম মাহী

13/02/2025

নিজের লেখা গানে নিজেই সুর করার চেষ্টা !!

Address

Bilsha
Gurdaspur
6440

Alerts

Be the first to know and let us send you an email when ABM MAHI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABM MAHI:

Share

Category