11/01/2025
আজ একটি বিশেষ অনুরোধ রাখছি তোমাদের সকলের কাছে... 🙏🙏🙏🙏🙏🙏
পোস্টে যে ছবি টি দেখছো তাতে যে ফুটফুটে ফুলের পাপড়ির মতো যে পরী টা আছে তার নাম - Aasmika Das
Social Media তে অনেকেই হয়তো বাচ্চাটিকে দেখেছো তোমরা । অনেক videos হয়তো দেখেছো । ওর বয়স এখন 1 বছর । গত 9ই জানুয়ারি ওর birthday গেছে । হয়তো অনেকেই জানো ও একটা কঠিন রোগে আক্রান্ত । যার নাম SMA TYPE 1(Spinal Muscular Atrophy) ।
যার চিকিৎসার জন্যে একটা ইনজেকশন প্রয়োজন (Zolgensma)যার দাম 16 কোটি টাকা । দেড় বছর বয়সের মধ্যে এই ইনজেকশন টা দিতে হবে । টাকার অঙ্ক টা আমাদের মত সাধারণ মানুষের কল্পনার বাইরে । তাই প্রয়োজন CROWD FUNDING. অর্থাৎ সকলের সহযোগিতার হাত এক করতে হবে । টাকার অঙ্ক টা বিশাল হলেও এখন ও অব্দি প্রায় 3 কোটির কাছাকাছি পৌঁছানো গেছে বহু মানুষের সহৃদয় সহযোগিতায় । তাই আশা রাখি বাকিটাও সকলের সহযোগিতায় ঠিকই ব্যবস্থা হয়ে যাবে ।
তাই সকলের কাছে একটাই বিশেষ অনুরোধ একটু সাহায্যের হাত টা বাড়িয়ে দিন । আসুন পাশে দাঁড়ায় এক অসহায় পিতার । যে যত টুকু পারবেন ততটুকুই দিন । কিন্তু পাশে থাকুন । আমরা সকলে যদি চেষ্টা করি বাকি লড়াই টাও অনেক টাই সহজ হয়ে যাবে । আমরা তো কত টাকা কত দিকেই বাজে খরচ করি তার হিসাব ও রাখি না । আসুন না সেইটুকু দিয়েই এই ফুটফুটে নিষ্পাপ শিশুটির হাসি টাকে ফিরিয়ে দিই । চেষ্টা করতে ক্ষতি কি ।
SMA এর ব্যাপারে আরো তথ্য পেতে GOOGLE SEARCH করুন ।
যারা সাহায্য পাঠাতে চান তারা স্ক্যান Code এ স্ক্যান করে IMPACT GURU নাম দেখলে তবেই পেমেন্ট করবেন ।
আর এই তথ্য টা নিজের TIMELINE এ অনেক অনেক SHARE করুন ।
মনে রাখবেন আপনার সামান্য সাহায্য ও বাচ্চাটিকে নতুন একটা জীবন দিতে সাহায্য করবে । এর চেয়ে আনন্দের কিই বা হতে পারে ।