Misbah Officel 07

Misbah Officel 07 ❤️Asslamu alaikum everyone ❤️
❤️ Alhamdulillah for everything ❤️
🌹welcome my new Page 🌹
(5)

ছোট-বড় সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রতিটি হাসি, প্রতিটি শ্বাস এবং প্রতিটি ভালো কিছুর জন্য আলহামদুলিল্লাহ। জীবনের সবকিছ...
25/09/2025

ছোট-বড় সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রতিটি হাসি, প্রতিটি শ্বাস এবং প্রতিটি ভালো কিছুর জন্য আলহামদুলিল্লাহ। জীবনের সবকিছুর জন্য আল্লাহর প্রশংসা করি।"

24/09/2025

প্রশ্ন: কিয়ামতের দিন সর্বপ্রথম কোন আমলের হিসাব নেওয়া হবে?
উত্তর: কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম সালাত (নামাজ) এর হিসাব নেওয়া হবে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন/এক মহান আলেমের চলে যাওয়া পুরো বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যু শুধু একট...
24/09/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন/এক মহান আলেমের চলে যাওয়া পুরো বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যু শুধু একটি দেহের মৃত্যু নয়, এটি জ্ঞানের একটি উজ্জ্বল প্রদীপের নিভে যাওয়া। তাঁর জ্ঞান ও নির্দেশনা আমাদের চিরকাল পথ দেখাবে। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।"

হযরত মুহাম্মদ (সাঃ), যিনি মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। তাঁর জীবন, তাঁর শিক্ষা, তাঁর দয়া এবং তাঁর ধৈর্য...
22/09/2025

হযরত মুহাম্মদ (সাঃ), যিনি মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। তাঁর জীবন, তাঁর শিক্ষা, তাঁর দয়া এবং তাঁর ধৈর্য আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর দেখানো পথ অনুসরণ করাই আমাদের জন্য একমাত্র মুক্তির পথ।
রাসূলুল্লাহ (সাঃ) শুধু একজন নবী নন, তিনি ছিলেন একজন উত্তম চরিত্র, একজন আদর্শ স্বামী, একজন ন্যায়পরায়ণ শাসক এবং একজন মহান শিক্ষক। তাঁর প্রতিটি কথা ও কাজ আমাদের জন্য এক আলোকবর্তিকা।



22/09/2025

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

21/09/2025

"যাকাত হলো ইসলামের সেতু। যে ব্যক্তি যাকাত আদায় করে, সে তার সম্পদকে পবিত্র করে।"
(সুনানে তিরমিযী, হাদীস নং ৬১৬)

21/09/2025

রাসূলুল্লাহ (সাঃ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল: "মানুষের মধ্যে কে উত্তম?" তিনি বললেন:
"যে ব্যক্তি সবচেয়ে বেশি মানুষের উপকার করে।"
(সুনানে তিরমিযী, হাদীস নং ১৮১৯)

21/09/2025

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
"সাদকাহ (দান-খয়রাত) কোনো সম্পদকে কমায় না। আর যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচুতে তুলে ধরেন।"
(সহিহ মুসলিম, হাদীস নং ২৫৮৮)

21/09/2025

আবু বকর সিদ্দিক (রাঃ)-এর নামে নামকরণ করা এই রাস্তাটি শুধু একটি পথ নয়, এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা। তাঁর ত্যাগ, ধৈর্য এবং ইসলামের প্রতি ভালোবাসা আমাদের পথ দেখায়।রিয়াদের এই ব্যস্ত রাস্তায় চলাফেরা করার সময় যখন আবু বকর সিদ্দিক (রাঃ)-এর নাম চোখে পড়ে, তখন মনে হয়, ইতিহাসের এক মহান অধ্যায় আমাদের চোখের সামনে। তাঁর স্মৃতিকে এভাবে সম্মান জানানো সত্যিই প্রশংসনীয়।আবু বকর সিদ্দিক (রাঃ)-এর নামে নামকরণ করা এই রাস্তাটি আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামের প্রথম খলিফার কথা, যা আমাদের হৃদয়ে গভীর শ্রদ্ধা জাগায়। এই পথটি তাঁর মতোই সরলতা ও মহত্ত্বের প্রতীক।
゚viralシfypシ゚viralシalシ

আজি প্ৰতিখন হৃদয়, প্ৰতিটো চকুৱে তেওঁৰ বাবে কান্দিছে,কাৰণ তেওঁৰ সুৰত মানুহৰ প্ৰেমৰ গভীৰ দুখ আছিল।তেওঁ কোনো ধৰ্মৰ নাছিল, ...
21/09/2025

আজি প্ৰতিখন হৃদয়, প্ৰতিটো চকুৱে তেওঁৰ বাবে কান্দিছে,
কাৰণ তেওঁৰ সুৰত মানুহৰ প্ৰেমৰ গভীৰ দুখ আছিল।
তেওঁ কোনো ধৰ্মৰ নাছিল, তেওঁ কেৱল মানুহ আছিল,
তেওঁৰ গীতটো আছিল এক মুক্ত বতাহ, যিয়ে সকলোৰে হৃদয় চুই গৈছিল।
আজি তেওঁ এই পৃথিৱীত নাই,
জুবিন গাৰ্গ কেৱল এজন গায়ক নাছিল, তেওঁ আছিল মানৱতাৰ মূৰ্তি। তেওঁৰ গীতবোৰ যেনেকৈ সুৰৰ মধুৰতাৰে ভৰা আছিল, তেনেকৈয়ে তেওঁৰ জীৱনটো আছিল মানৱ প্ৰেমৰ উজ্জ্বল নিদৰ্শন। তেওঁ কেতিয়াও ধৰ্মীয় পৰিচয়ৰ ভিত্তিত মানুহক বিচাৰ কৰা নাছিল যদিও এজন ভাল মানুহ হিচাপে তেওঁ সকলোকে সন্মান আৰু মৰম দিছিল। জাতি-ধৰ্ম নিৰ্বিশেষে প্ৰতিজন ব্যক্তিৰ হৃদয় চুই যোৱা গীতবোৰতো জুবিনৰ এই মানৱীয়তা প্ৰতিফলিত হৈছিল। তেওঁ নিজৰ গীতেৰে প্ৰমাণ কৰিলে যে এজন শিল্পীৰ কোনো ধৰ্ম নাই। হিন্দু বা মুছলমান নিৰ্বিশেষে তেওঁক সকলোৱে ভাল পাইছিল, কাৰণ তেওঁ সকলোৰে বাবে গান গাইছিল।

20/09/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Faizur Rahman, Latifa Ahmed

قال رسول الله صلى الله عليه وسلم: «ثلاث من كن فيه وجد طعم الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما، ومن أحب المرء...
19/09/2025

قال رسول الله صلى الله عليه وسلم: «ثلاث من كن فيه وجد طعم الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما، ومن أحب المرء لا يحبه إلا لله، ومن أنقذه الله من الكفر فإنه يكره أن يعود فيه كما يكره أن يقذف في النار». (صحيح البخاري، حديث رقم 21)
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
"তিনটি গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ পাবে: ১) যার কাছে আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) অন্য সবকিছুর চেয়ে বেশি প্রিয়; ২) যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে; এবং ৩) যাকে আল্লাহ কুফর থেকে মুক্তি দিয়েছেন, সে কুফরে ফিরে যাওয়াকে এতটাই অপছন্দ করে, যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে।"
(সহিহ বুখারী, হাদীস নং ২১)

Address

Guwahati

Opening Hours

9am - 5pm

Telephone

+966505734945

Alerts

Be the first to know and let us send you an email when Misbah Officel 07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Misbah Officel 07:

Share

Category