02/07/2024
অবদান মনে রাখলে, অপমান করা যায় না।
আফগানিস্তান ক্রিকেটের সাফল্যে ভারতীয় সমর্থকরা খুশি কেনো?
আফগানিস্তান ক্রিকেটের পিছনে ভারতীয়দের অনেক অবদান আছে। প্রতিটি ভারতীয় চায় আফগানিস্তান ভালো ক্রিকেট খেলুক।
১.আফগানিস্তানের নিজস্ব কোনো হোম গ্রাউন্ড নেই তাদের খেলা চালিয়ে যাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের নয়দা এবং লখনউ তে জায়গা করে দিয়েছে অনেকবার। এবছরও বাংলাদেশের বিরুদ্ধে একটি সাদা বলের সিরিজ ভারতের নয়দায় আয়োজন করার অনুমতি দিয়েছে বিসিসিআই।
২.ভারতীয় প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা বিনা পারিশ্রমিকে আফগানিস্তান ক্রিকেট টিমে মেন্টরের দায়িত্ব পালন করছেন।
৩.আফগানিস্তান ক্রিকেট টিমের ফিজিও একজন ভারতীয় যিনি আইপিএলে কেকেআর এর ফিজিও।
৪.অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে অস্বীকার করলে ভারত তাদের সঙ্গে সিরিজ খেলার জন্য এগিয়ে গিয়েছিল যাতে তারা সামান্য আর্থিকভাবে উন্নতি করতে পারে। ❤️
এছাড়াও....আরেকটু বলি:
৫..আফগানিস্তান অন্যের হারে উৎসব করে না।
৬.খেলার ভেতর ধর্মকে টেনে প্লেয়ারদের অসম্মান করে না।
৭.নিজেদের হারকে অজুহাত বলে চেঁচিয়ে বেরায় না। হারকে হার স্বীকার করে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হয়।
৮.ভারতের অবদান তারা মনে রেখে কখনোই অকৃতজ্ঞতা দেখায় না।
৯.মাঠে অসভ্যের মতো সিনিয়র খেলোয়াড়দের অসম্মান করে না।
১০.আফগান সমর্থকদের মধ্যে নোংরামিটাও নেই।
কঠোর পরিশ্রম করে তারা সাফল্য অর্জন করেছে। একজন ক্রিকেট ফ্যান হিসেবে তাদের এই সাফল্য কে অবশ্যই স্যালুট করি। এগিয়ে যাও আফগানিস্তান, ক্রিকেটের সৌন্দর্যতা বজায় রেখে চ্যাম্পিয়নদের মতো খেলো! 🇦🇫❤️
বিঃদ্রঃ আফগানিস্তান ক্রিকেট বাদেও আমরা ভারতীয়রা অনেক দেশকে সাহায্য করেছি কিন্তু সবাই তার সঠিক মূল্যায়ন করতে পারেনি তাই আজ তারা শেষ হতে চলেছে। 🥺💔
পোস্টটি সবাই শেয়ার করে দিন।