26/10/2025
নিউ তিনিচুকীয়া থেকে রওনা দিলাম বদরপুর পর্যন্ত
নিউ তিনিচুকীয়া থেকে ট্রেনটা ছাড়লো সকালবেলা। জানালার পাশে বসে পাহাড়ের কুয়াশা আর সবুজের মায়া চোখে ভরে নিচ্ছিলাম। পথে নদী, চা-বাগান, আর ছোট ছোট গ্রামগুলো যেন একেকটা গল্প বলছিল। বদরপুর পর্যন্ত এই যাত্রা শুধু রেলপথের নয় — এটা ছিল মনের এক নতুন সফর, যেখানে পুরোনো স্মৃতি আর নতুন আশা মিশে গিয়েছিল এক সুরে।
#ভ্রমণের_গল্প #রেলের_জানালা_থেকে