Jhalak Bangla Hasib

Jhalak Bangla Hasib স্বাগতম জানাচ্ছি Jhalak Bangla Hasib পেইজে
ধন্যবাদ আপনাকে Follow করার জন্য ধন্যবাদ

নিউ তিনিচুকীয়া থেকে রওনা দিলাম বদরপুর পর্যন্ত নিউ তিনিচুকীয়া থেকে ট্রেনটা ছাড়লো সকালবেলা। জানালার পাশে বসে পাহাড়ের ক...
26/10/2025

নিউ তিনিচুকীয়া থেকে রওনা দিলাম বদরপুর পর্যন্ত
নিউ তিনিচুকীয়া থেকে ট্রেনটা ছাড়লো সকালবেলা। জানালার পাশে বসে পাহাড়ের কুয়াশা আর সবুজের মায়া চোখে ভরে নিচ্ছিলাম। পথে নদী, চা-বাগান, আর ছোট ছোট গ্রামগুলো যেন একেকটা গল্প বলছিল। বদরপুর পর্যন্ত এই যাত্রা শুধু রেলপথের নয় — এটা ছিল মনের এক নতুন সফর, যেখানে পুরোনো স্মৃতি আর নতুন আশা মিশে গিয়েছিল এক সুরে।
#ভ্রমণের_গল্প #রেলের_জানালা_থেকে

26/10/2025

এই অসহায় মা টিকে সাহায্য করেন

26/10/2025

অসাধারণ একটা প্রতিভা #প্রতিভা

গ্রামের পথে সুন্দরী মাথায় বুঝা নিয়ে,,✍️👇 #গ্ৰামেরপ্রভাত       #প্রকৃতিসুন্দরী    গ্ৰামের পথে ছুটে আসে প্রভাত,শিশির বিন...
26/10/2025

গ্রামের পথে সুন্দরী মাথায় বুঝা নিয়ে,,✍️👇

#গ্ৰামেরপ্রভাত #প্রকৃতিসুন্দরী

গ্ৰামের পথে ছুটে আসে প্রভাত,
শিশির বিন্দু গায়ে চুম্বন খাত।
পাহাড়ে ভোরের হাওয়া নরম,
ফুলের হাসি মাখা সুবাস বর্ম।

পাখির কণ্ঠে ওঠে নতুন গান,
মাটির গন্ধে ভরে মন প্রাণ।
প্রতিটি ধাপে, প্রতিটি ছোঁয়ায়,
মেলে স্বপ্নের আড়ম্বর ছোঁয়ায়।

গ্ৰামের পথ, প্রভাতের সুরভি,
মনে বাজায় প্রকৃতির স্নিগ্ধ কবি।

26/10/2025

বাদরের সাথে ফাজলামি

গ্রামের যাত্রাপথের নীরবতা | Silent Journey of the Village গ্রামের ধুলোমাখা পথে হেঁটে যেতে যেতে মনে হলো, নীরবতা নিজের ভেত...
26/10/2025

গ্রামের যাত্রাপথের নীরবতা | Silent Journey of the Village

গ্রামের ধুলোমাখা পথে হেঁটে যেতে যেতে মনে হলো, নীরবতা নিজের ভেতর অনেক গল্প বয়ে আনে। দূরে নদীর ঢেউ, পাখির কন্ঠ, আর মাটির ঘ্রাণ—সব মিলিয়ে একটা শান্তি।

English:
Walking along the dusty village path, I felt that silence carries countless stories within. The distant river waves, bird songs, and the scent of soil—all together create a serene peace.
#গ্রামেরযাত্রাপথ
#নীরবতা
#গ্রামেরগল্প
#পথচলা
#গ্রামেরছোঁয়া
#নস্টালজিয়া

ধানের মাঝে নীরব স্বপ্নSilent Dreams in the Green Fieldsধানের সবুজ ঢেউয়ের মাঝে এক নীরব স্বপ্ন ভেসে বেড়াচ্ছে। সকালবেলার ...
25/10/2025

ধানের মাঝে নীরব স্বপ্ন
Silent Dreams in the Green Fields
ধানের সবুজ ঢেউয়ের মাঝে এক নীরব স্বপ্ন ভেসে বেড়াচ্ছে। সকালবেলার হালকা কুয়াশা যেন তার গল্প শুনছে। সূর্যের নরম আলো যখন ধানের বুকে পড়ে, তখন মনে হয় সব কিছু থেমে গেছে—শুধু স্বপ্নই বেঁচে আছে | _______
In the waves of green paddy, a silent dream drifts. The morning mist seems to listen to its tale. When the soft sunlight touches the rice fields, everything feels still—only the dream lives on.
#ধানের_মাঝে_স্বপ্ন #গ্রামের_জীবন

25/10/2025

ধন্যবাদ জানাই আপনাকে ভাই

গ্ৰামের সকালের সুরভী সুন্দর          সকালের হালকা কুয়াশা গ্রামটিকে যেন সোনালী চাদরে ঢেকে রেখেছে। পাখিদের কিচিরমিচিরে ভো...
25/10/2025

গ্ৰামের সকালের সুরভী সুন্দর


সকালের হালকা কুয়াশা গ্রামটিকে যেন সোনালী চাদরে ঢেকে রেখেছে। পাখিদের কিচিরমিচিরে ভোরের গান শুরু হয়েছে, আর ছোট ছোট শিশুরা দৌড়ে মাঠের পথে খেলার জন্য ছুটছে। গ্রামের বাঁশের ঘরের আঙিনায় দাদু কুহেলিকা হাসি নিয়ে চায়ের কাপে হাত রেখেছেন।

রিমা, যে শহরের ব্যস্ত জীবন থেকে গ্রামে এসেছে, আজ প্রথমবার সকালে ঘুম ভেঙে মাঠের দিকে চলে গেল। সে দেখল, সবুজ ধানের মাঠে শিশিরের জল ফোঁটা করে সোনালি আলোতে ঝলমল করছে। বাতাসে ফুলের গন্ধ আর মাটির সুরভী মিলে যেন সব কষ্ট ভুলে যাওয়া যায়।

গ্রামের সকালের এই সুরভী সুন্দর দৃশ্য রিমার মনকে আনন্দে ভরিয়ে দিল। সে ঠিক করল, শহরের ব্যস্ততা যতই হোক, এই গ্রামীণ সকাল আর প্রকৃতির স্নিগ্ধতা কখনো ভুলবে না।

সবুজের মাঝে যাত্রা পথ | The Song of Life on the Green Pathসবুজ মাঠের মাঝখানে হাঁটে জীবনের গল্প 🌾কারও মাথায় কলার ঝুড়ি, ...
25/10/2025

সবুজের মাঝে যাত্রা পথ | The Song of Life on the Green Path
সবুজ মাঠের মাঝখানে হাঁটে জীবনের গল্প 🌾
কারও মাথায় কলার ঝুড়ি, কারও হাতে দিনের আশা ☀️
হাসিমুখে বয়ে যায় গ্রামবাংলার সকাল —
যেখানে পরিশ্রম মানেই সৌন্দর্য, আর হাসি মানেই সুখ

Walking through the green fields, life tells its own story...
Some carry dreams on their heads, some hold hopes in their hands.
In every smile of the village, there’s peace, simplicity, and love for life
#সবুজেরপথে_জীবনেরগান #গ্রামবাংলারগল্প

25/10/2025

JCB নিজ হাতে তৈরি করেছে

নদীর পাড়ে স্বপ্ন চোখে  #নদীরপাড়ে_স্বপ্নচোখে  #গ্রামবাংলারগল্প         নদীর পাড়ে বসে আছে এক তরুণ, চোখে স্বপ্নের ঝিলিক।...
25/10/2025

নদীর পাড়ে স্বপ্ন চোখে
#নদীরপাড়ে_স্বপ্নচোখে #গ্রামবাংলারগল্প
নদীর পাড়ে বসে আছে এক তরুণ, চোখে স্বপ্নের ঝিলিক। বাতাসে ভেসে আসছে কাশফুলের গন্ধ, আর দূরে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। জলের ঢেউ যেন তার স্বপ্নগুলোকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। জীবনটা ছোট, কিন্তু আশা বড় — ঠিক নদীর মতোই, বাঁক ঘুরে ঘুরে চলতে জানে সে। হয়তো আজও কিছু হয়নি, কিন্তু আগামী ভোরে আবার সে আসবে এই নদীর পাড়ে, নতুন স্বপ্ন চোখে
#বাংলারসৌন্দর্য

Address

Karimganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhalak Bangla Hasib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share