12/07/2025
রুদ্ধশ্বাস শেষ মুহূর্ত! এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে, জ্বালানি সুইচ নিয়ে পাইলটদের কথোপকথন!
==================================
১২ই জুন এয়ার ইন্ডিয়া AI 171 বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে, যা এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। বোয়িং ৭৮৭-৮ বিমানটি উড্ডয়নের পরপরই মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ 'RUN' থেকে 'CUTOFF' অবস্থানে চলে যায়। এটি গত চার দশকের মধ্যে ভারতীয় বিমানের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার কারণ।
ককপিট ভয়েস রেকর্ডারে শোনা যায়, একজন পাইলট অন্যজনকে জ্বালানি বন্ধ করার কারণ জিজ্ঞাসা করলে, অপরজন তা অস্বীকার করেন। যদিও রিপোর্টে কে কাকে বলেছেন তা উল্লেখ নেই। কয়েক সেকেন্ড পর সুইচগুলো আবার 'RUN' অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও, কম উচ্চতার কারণে ইঞ্জিনগুলো পর্যাপ্ত শক্তি ফিরে পায়নি।
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, এই সুইচগুলো ইচ্ছাকৃতভাবে নাড়াচাড়া করা ছাড়া দুর্ঘটনাবশত সরে যাওয়া প্রায় অসম্ভব। যেহেতু বিমান বা ইঞ্জিনে কোনো ত্রুটি পাওয়া যায়নি, তাই পাইলটদের কার্যকলাপই এখন তদন্তের মূল বিষয়।
🚨 এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনার কী মতামত? কমেন্ট করে জানান!
🔔 দেশের আরও সব গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ জানতে R News পেজটি ফলো করুন!
#বিমানদুর্ঘটনা #এয়ারইন্ডিয়া #পাইলট #তদন্ত