Breaking News

Breaking News Medical practitionery

হাওয়া থেকে জল..
27/06/2025

হাওয়া থেকে জল..

অন্তর্নিহিত অর্থ..
27/06/2025

অন্তর্নিহিত অর্থ..

💞🌿    #জগন্নাথ_দর্শনে_মহাপ্রভু *    🌿💞      ⚘️ শ্ৰীচৈতন্য মহাপ্ৰভু গরুড় স্তম্ভের পিছনে দাঁড়িয়ে জগন্নাথ দৰ্শন করতেন। য...
27/06/2025

💞🌿 #জগন্নাথ_দর্শনে_মহাপ্রভু * 🌿💞
⚘️ শ্ৰীচৈতন্য মহাপ্ৰভু গরুড় স্তম্ভের পিছনে দাঁড়িয়ে জগন্নাথ দৰ্শন করতেন। যাত্রীর প্ৰচণ্ড ভিড়ে ঘটনাক্ৰমে এক ওড়িয়া মহিলা নীচে দাঁড়িয়ে জগন্নাথ দৰ্শনে অসমৰ্থ হয়ে গরুড় স্তম্ভে চড়ে অনন্যমনা হয়ে জগন্নাথ দৰ্শন করতে থাকে। সহসা তার একটা পা মহাপ্ৰভুর কাঁধের উপর রাখে। তাই দেখে গোবিন্দ তাড়াতাড়ি তাকে ঠেলে সরিয়ে দেয়।
⚘️কিন্তু মহাপ্ৰভু বলেন, গোবিন্দ ওকে বিরক্ত কোরো না, উনি ভগবানের চিন্তায় কেমন মগ্নচিত্ত, যার ফলে সে আর কিছুই জানতে পারে নাই।
⚘️মহিলাটি অবশ্য নিজের ভুল বুঝতে পেরে, মহাপ্ৰভুর চরণে পড়ে তাঁর ক্ষমা প্ৰাৰ্থনা করে ।
⚘️তাতে মহাপ্ৰভু মন্তব্য করেন যে, “ জগন্নাথ আমাকে এত নিবীড় আৰ্ত্তি প্ৰদান করেন নাই, যেটি ঐ মহিলাটির আছে, কারণ সে বুঝতেই পারে নাই যে তার একটি পা অপর আরেক জনের দেহের উপর রক্ষিত হয়েছে। অহা কি ভাগ্যবতী সে।
⚘️জগন্নাথ দৰ্শনে আমার যদি ঐরুপ আৰ্ত্তি থাকত, তাহলে আমি জগন্নাথকে ব্ৰজের মদনমোহন রুপে দৰ্শন করতে পারতাম , ও যখন তাঁর ওষ্ঠে বংশী ধ্বনিত হচ্ছে কিন্তু আমি দৰ্শন করছি তাঁকে কুরুক্ষেত্রের ভগবানরুপে বৃন্দাবনের ভগবান রুপের পরিবর্তে।
⚘️মহাপ্রভু ভাবে বিভোর হয়ে পড়েন এবং গোবিন্দ মহাপ্রভুকে অতিকষ্টে গম্ভিরায় ফিরিয়ে আনেন। মহাপ্ৰভু কিন্তু ক্ৰন্দন করতে থাকেন , হায় , হায় বৃন্দাবনবিহারী আমার প্রাণনাথ কৃষ্ণকে পেয়েও তাঁকে আবার হারিয়ে ফেললাম।
⚘️কে আমার কৃষ্ণকে নিয়ে গেল ! এ আমি কোথায় এলাম ? তিনি মূৰ্ছিত হয়ে পড়েন ও গভীর ভাবাপুত হয়ে পড়েন। পুনরায় তিনি উচ্চৈঃস্বরে বলতে থাকেন আমার অন্তরাত্মা অমূল্য কৃষ্ণধন প্ৰাপ্ত হয়েও আবার হারিয়ে ফেললাম।
⚘️শ্রীচৈতন্য মহাপ্রভু শেষ জীবনে এই ভাবে ভক্তের ভাব প্রকাশ করেছেন ।

🙏🙏🙏জয় জগন্নাথ 🙏🙏🙏

নস্ট্রাডামুসের ভবিষ্যৎ বাণী..
26/06/2025

নস্ট্রাডামুসের ভবিষ্যৎ বাণী..

বিশ্ব বানী..
26/06/2025

বিশ্ব বানী..

26/06/2025
হিন্দু কে ?
26/06/2025

হিন্দু কে ?

21/06/2025

Rss

তুলসী শুধু গাছ নয়.......
19/06/2025

তুলসী শুধু গাছ নয়.......

চিনির পরিবর্তে আমরা কী খাচ্ছি জানেন? মেগনেসিয়াম সালফেট এটি খেলে "এমন কোনো রোগ নাই যা আমাদের হবে না" শুনুন তাহলে বিষ+বিষ ...
18/06/2025

চিনির পরিবর্তে আমরা কী খাচ্ছি জানেন? মেগনেসিয়াম সালফেট এটি খেলে "এমন কোনো রোগ নাই যা আমাদের হবে না" শুনুন তাহলে বিষ+বিষ এর ভয়াবহ কাহিনী যা আমদের খাওয়ানো হচ্ছে।

নিষিদ্ধ ঘন চিনি (সোডিয়াম সাইক্লামেট) হাজার হাজার টন আমদানি হয়ে দেশে ঢুকছে কিভাবে? অনেক দিনের চেষ্টায় ক্লু পেয়ে গেলাম বণিক বার্তা পত্রিকার এক সংবাদে। সাইট্রিক এসিড নামে আমদানি হচ্ছে এই বিষ। দেয়া হচ্ছে, মিষ্টি, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কন্ডেন্সড মিল্ক প্রভৃতি মিষ্টি জাতীয় খাদ্য দ্রব্যে।

চিনির চেয়ে প্রায় 50গুণ বেশি মিষ্টি এই ঘন চিনি পৃথিবীর অনেক দেশেই নিষিদ্ধ। ক্যান্সার, কিডনি বিকল, হজম শক্তি হ্রাস সহ নানাবিধ জটিল রোগের সৃষ্টি করতে পারে এই চিনি।

সাইট্রিক এসিড এর মত দেখতে হুবহু এক রকম বলে অসাধু ব্যবসায়ীরা অতি সহজেই সাইট্রিক এসিড নামে ও কোডে ঘন চিনি আমদানি করছে।
ঢাকার মিটফোর্ড থেকে বের করলাম আরও এক নামে ঘন চিনি আমদানি হচ্ছে।

সোডিয়াম সাইট্রেট দেখতেও ঘন চিনির মত দেখতে। সাইট্রিক এসিড এবং সোডিয়াম সাইট্রেট নামে আসছে নিষিদ্ধ বিষ ঘন চিনি। বণিক বার্তার সাংবাদিক ভাই খবর দিলেন মিটফোর্ডে দুই রকম ঘন চিনি বিক্রি হয়। একটা পিউর অন্যটা ভেজাল মিশ্রিত।

পিউর ঘন চিনি কেজি ২২০ টাকা হলে ভেজাল ঘন চিনি ১৪০ টাকা কেজি। মাথাটা ঘুরে গেল!! বিষের সাথে বিষ! সেখানে সংবাদ নিলাম কম দাম বিধায় এই ভেজাল ঘন চিনির বিক্রি সর্বাধিক। সবাই গাড়ি ভর্তি করে এই ভেজাল ঘন চিনি নিয়ে যায় বিভিন্ন খাদ্যদ্রব্যে দেয়ার জন্য। ভেজাল মিশাতে হলে তো ঘন চিনির মতই অন্য কোন একটি দ্রব্য মেশাতে হবে, যার দাম হবে খুব কম এবং মিষ্টি অথবা টেস্টলেস হতে হবে।

কি হতে পারে তা?? দুই দিন ঘুমাতে পারিনি। সমানে পারমুটেশন কম্বিনেশন করতে লাগলাম। কি সেই আইটেম? কেউ বলে না। গুগলে ঘন চিনির ছবি বের করে তার সাথে মিল রেখে খুঁজতে লাগলাম আইটেম। হটাত মাথার মধ্যে বিদ্যুৎ চমকে উঠল। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কি করে সম্ভব!! আমার এক ভাই সার (ফার্টিলাইজার) বিক্রি করে।তাকে বললাম, “চিনির মত দানাদার সার কি আছে রে?” ইউরিয়া? না ইউরিয়া গোলাকার এবং খুব খারাপ স্বাদ। আর কি আছে?

আচ্ছা ম্যাগনেসিয়াম সালফেট সার? ভাই আমার লাফ দিয়ে উঠল!! হ্যাঁ ভাই, ম্যাগনেসিয়াম সালফেট সার দেখতে চিনির মত দানাদার, দাম কম ১৫/২০ টাকা কেজি এবং স্বাদহীন।এবার আমি লাফ দিয়ে উঠে গুগলে ছবি দেখলাম। ঘন চিনি এবং ম্যাগনেসিয়াম সালফেট সার দেখতে একই রকম। বিশ্বাস হচ্ছিল না, যে আমাদের সার খাওয়াচ্ছে আর একটি বিষের সাথে। সেই সাংবাদিক ভাইয়ের দ্বারা মিটফোর্ড থেকে ভেজাল এক কেজি সার কিনে আমি সরকারীভাবে চিঠি দিয়ে ১০০ গ্রাম নমুনা পরীক্ষার জন্য পাঠালাম সরকারী ল্যাব (সারের জন্য) খামার বাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটে।

ঘুম হারাম হয়ে গেল আমার টেনশনে। রিপোর্ট পেলাম সেই ঘন চিনির নমুনায় ম্যাগনেসিয়াম সালফেট সার পাওয়া গেছে। যা সন্দেহ করেছি তাই। সেই সার মিশ্রিত ঘন চিনির প্যাকেট বা নমুনা না দেখেই এত হাজার লাখ আইটেমের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট সার কিভাবে নির্বাচিত করলাম, তা সত্যিই হবাক হবার বিষয়!!

কয়েকজন বিজ্ঞানী রসায়নবীদকে জিজ্ঞাস করলাম, সার খেলে কি হয়? তাঁরা হতবাক হয়ে গেলেন। কেন সার খাবেন কেন? আমি বললাম, যদি খাই। ম্যাগনেসিয়াম সালফেট সার সাথে ঘন চিনি!! হেসে তাঁরা উত্তর দিলেন, "ভাই আপনার শখ লাগলে আপনি খান। তবে দুনিয়ার কোন অসুখ থেকে বাদ যাবেন না এবং প্রথম শেষ হবে বাচ্চারা"।

নানা ধরণের মিষ্টি জাতীয় খাদ্যে দীর্ঘদিন ধরে এক বিষ ঘন চিনির সাথে আর এক বিষ রাসায়নিক সার ম্যাগনেসিয়াম সালফেট খেয়ে আমাদের পরিণতি কি হচ্ছে?? পৃথিবীর কোথাও আছে মানুষকে সার খাওয়ানোর উদাহরণ??

কোথায় আছি আমরা? কোথায় আমাদের গন্তব্য? কে আমাদের বাঁচাবে, বাঁচাবে আমাদের সন্তানদের?

Address

Habra

Alerts

Be the first to know and let us send you an email when Breaking News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Breaking News:

Share