02/12/2025
পাঁচ মিনিটের রাস্তা পেরোতে সময় লাগে ৩০ মিনিটেরও বেশি, কাজ থেকে বাড়ি ফেরার অর্ধেক সময় তো লেগে যায় ১ নং গেটের জ্যাম থেকে বেরোতে। উপরন্তু ছোটো জায়গায় এদিক ওদিক দিয়ে ভুল ভাল গাড়ি প্রবেশ তো লেগেই আছে।
আর কবে চোখ খুলবে প্রশাসনের? আর শুধু প্রশাসনের দোষ দিলে হবে না, যখন রাস্তা বড়ো করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন নির্দিষ্ট কিছু ব্যবসায়ী প্রতিবাদেও নামে, দোষ টা তাদেরও সমান।