
11/04/2023
আল আকসা আমাদের ক্ষমা করে দিও💔
আমাদের আর ঈমানের অনুভূতি নেই।
আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে আরামে ইবাদত করে রমজান মাস পার করে দিচ্ছি।
অথচ তুমি রক্তা-ক্ত!
আমাদের ঈমান সালাউদ্দিন আইয়ুবির ঘোড়ার পায়ের ধুলোর চেয়েও নগন্য!
আমরা সংখ্যায় অধিক কিন্তু আমরা পানিতে ভাসমান খড়কুটোর মতো।
আমরা কিয়ামতের নানান আলামত খুঁজে বেড়াই অথচ আমরা নিজেরাই কিয়ামতের আলামত হয়ে আছি!
হে আকসা
হে আমাদের প্রথম কাবা
আমরা পঁচে গেছি পথভ্রষ্ট হয়ে গেছি!
আমাদের চোখে পানি নেই কলবে ঈমান নেই।
তোমায় নিয়ে অন্তরে কোনো পেরেশানি নেই 😢
আমরা ভোগ বিলাসে ব্যস্ত ঈদ শপিংয়ে ব্যস্ত!
আমরা কতই না হতভাগা।😔
(😭😭😭😭😭😭😭;)